নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় আশিক মিয়া (২০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পাঠাকাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে আসামি গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বেলা দেড়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী, এলাকাবাসী ও শিক্ষার্থীরা আশিককে ছিনিয়ে নিতে নকলা থানা ঘিরে বিক্ষোভ করতে থাকে। তারা আশিকের বিচার নিজেরাই করবে জানিয়ে আসামিকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়।
ঘণ্টা দেড়েক পর বিক্ষোভকারীরা থানা ছেড়ে ফটকের সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে নকলা থানায় যান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম। তাঁকে দেখে আন্দোলনকারীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ সুপার উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদুর রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা এবং উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এস এম মাসুম, রাইয়্যান আল মাহাদি অন্তর ও ইমাম হাসান সাব্বিরকে নিয়ে ওসির কক্ষে রুদ্ধদ্বার বৈঠক করেন।
প্রায় ৪০ মিনিট ধরে চলা বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম ধর্ষণ মামলার অপর আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস দিলে থানা থেকে বেরিয়ে যান নেতারা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আব্দুর করিম বলেন, ‘কারও আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ধর্ষণের বিষয়ে থানায় মামলা হয়েছে। আমরা অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারব।’

শেরপুরের নকলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় আশিক মিয়া (২০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পাঠাকাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে আসামি গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বেলা দেড়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী, এলাকাবাসী ও শিক্ষার্থীরা আশিককে ছিনিয়ে নিতে নকলা থানা ঘিরে বিক্ষোভ করতে থাকে। তারা আশিকের বিচার নিজেরাই করবে জানিয়ে আসামিকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়।
ঘণ্টা দেড়েক পর বিক্ষোভকারীরা থানা ছেড়ে ফটকের সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে নকলা থানায় যান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম। তাঁকে দেখে আন্দোলনকারীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ সুপার উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদুর রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা এবং উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এস এম মাসুম, রাইয়্যান আল মাহাদি অন্তর ও ইমাম হাসান সাব্বিরকে নিয়ে ওসির কক্ষে রুদ্ধদ্বার বৈঠক করেন।
প্রায় ৪০ মিনিট ধরে চলা বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম ধর্ষণ মামলার অপর আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস দিলে থানা থেকে বেরিয়ে যান নেতারা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আব্দুর করিম বলেন, ‘কারও আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ধর্ষণের বিষয়ে থানায় মামলা হয়েছে। আমরা অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে