নেত্রকোনা প্রতিনিধি

কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সামলাতে পারছেন না, তাই দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সহিত বিদায় নিন।’
আজ মঙ্গলবার জেলার মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মিথ্যা মামলায় আমাকে দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাগারে আটকে রেখেছিল। শুধু আমাকে কারাগারে রেখেছে তা-ই নয়, পুরো দেশকেই কারাগারে পরিণত করেছিল।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজনে রাজপথে নামতে হবে।’ এ জন্য দলের নেতা-কর্মীদের তৈরি থাকতে বলেন তিনি।
বাবর বলেন, ‘কারাগারে থাকাকালে আওয়ামী লীগ সরকার আমাকে দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়াতে চেয়েছিল। অনেক নির্যাতন করেছে। কিন্তু পারেনি, তারা ব্যর্থ হয়েছে।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করা হবে। সরকারি-বেসরকারি চাকরির পাশাপাশি উদ্যোক্তা তৈরি করে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভয় নেই উল্লেখ করে বাবর বলেন, ‘অতীতে যেভাবে আমরা আপনাদের নিরাপত্তা দিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের দলের নেতা-কর্মীরাও নিরাপত্তা দেবে। আপনাদের কোনো ভয় নেই।’
সেলিম কার্নায়েনের সভাপতিত্ব গণসংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার ও যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি।
উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্যসচিব গোলাম রাব্বানী পুতুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব টিপু সুলতান।

কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সামলাতে পারছেন না, তাই দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সহিত বিদায় নিন।’
আজ মঙ্গলবার জেলার মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মিথ্যা মামলায় আমাকে দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাগারে আটকে রেখেছিল। শুধু আমাকে কারাগারে রেখেছে তা-ই নয়, পুরো দেশকেই কারাগারে পরিণত করেছিল।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজনে রাজপথে নামতে হবে।’ এ জন্য দলের নেতা-কর্মীদের তৈরি থাকতে বলেন তিনি।
বাবর বলেন, ‘কারাগারে থাকাকালে আওয়ামী লীগ সরকার আমাকে দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়াতে চেয়েছিল। অনেক নির্যাতন করেছে। কিন্তু পারেনি, তারা ব্যর্থ হয়েছে।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করা হবে। সরকারি-বেসরকারি চাকরির পাশাপাশি উদ্যোক্তা তৈরি করে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভয় নেই উল্লেখ করে বাবর বলেন, ‘অতীতে যেভাবে আমরা আপনাদের নিরাপত্তা দিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের দলের নেতা-কর্মীরাও নিরাপত্তা দেবে। আপনাদের কোনো ভয় নেই।’
সেলিম কার্নায়েনের সভাপতিত্ব গণসংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার ও যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি।
উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্যসচিব গোলাম রাব্বানী পুতুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব টিপু সুলতান।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
২ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
২ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৩ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৩ ঘণ্টা আগে