ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বনের জমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় পাঁচজনকে আটক করেছেন বন বিভাগের কর্মীরা। আজ শনিবার উপজেলার হবিরবাড়ী গ্রামের আমতলীতে এ ঘটনা ঘটে। পরে তাঁদের বন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের মো. রহিম ইসলাম (৩০), ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের মো. জজ মিয়া (৩৬), একই উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মো. বিল্লাল হোসেন (৪৫) ও মো. সুজন মিয়া (৪০) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মো. রিপন (৪১)।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা রেঞ্জ অফিসার মো. হারুন উর রশীদ খান আজকের পত্রিকাকে বলেন, আটক পাঁচজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘বনভূমি জবরদখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
বন কার্যালয় সূত্রে জানা গেছে, ভালুকা রেঞ্জের আওতায় হবিরবাড়ী বন বিভাগের বিজ্ঞপ্তিকৃত ২০ ধারা গেজেটভুক্ত হবিরবাড়ী মৌজার সিএস ১১০ দাগের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন দখলকারীরা।
গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা রেঞ্জ কর্মকর্তা ও হবিরবাড়ী বন কর্মকর্তা সব কর্মীকে নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জবর দখলীয় কাজে ব্যবহৃত কোদাল, বেলচা, ইট, সিমেন্ট ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন। এ সময় বন বিভাগের কর্মকর্তারা পাঁচজন শ্রমিককে হাতেনাতে আটক করলেও অন্য শ্রমিকেরা পালিয়ে যান।
এ বিষয়ে হবিরবাড়ী বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান বলেন, হবিরবাড়ী মৌজার সিএস ১১০ নম্বর দাগের সরকারি গেজেট বিজ্ঞপ্তিকৃত ও ২০ ধারার সংরক্ষিত বনভূমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় আরও ১০-১২ জন দৌড়ে পালিয়ে যায়।

ময়মনসিংহের ভালুকায় বনের জমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় পাঁচজনকে আটক করেছেন বন বিভাগের কর্মীরা। আজ শনিবার উপজেলার হবিরবাড়ী গ্রামের আমতলীতে এ ঘটনা ঘটে। পরে তাঁদের বন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের মো. রহিম ইসলাম (৩০), ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের মো. জজ মিয়া (৩৬), একই উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মো. বিল্লাল হোসেন (৪৫) ও মো. সুজন মিয়া (৪০) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মো. রিপন (৪১)।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা রেঞ্জ অফিসার মো. হারুন উর রশীদ খান আজকের পত্রিকাকে বলেন, আটক পাঁচজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘বনভূমি জবরদখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
বন কার্যালয় সূত্রে জানা গেছে, ভালুকা রেঞ্জের আওতায় হবিরবাড়ী বন বিভাগের বিজ্ঞপ্তিকৃত ২০ ধারা গেজেটভুক্ত হবিরবাড়ী মৌজার সিএস ১১০ দাগের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন দখলকারীরা।
গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা রেঞ্জ কর্মকর্তা ও হবিরবাড়ী বন কর্মকর্তা সব কর্মীকে নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জবর দখলীয় কাজে ব্যবহৃত কোদাল, বেলচা, ইট, সিমেন্ট ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন। এ সময় বন বিভাগের কর্মকর্তারা পাঁচজন শ্রমিককে হাতেনাতে আটক করলেও অন্য শ্রমিকেরা পালিয়ে যান।
এ বিষয়ে হবিরবাড়ী বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান বলেন, হবিরবাড়ী মৌজার সিএস ১১০ নম্বর দাগের সরকারি গেজেট বিজ্ঞপ্তিকৃত ও ২০ ধারার সংরক্ষিত বনভূমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় আরও ১০-১২ জন দৌড়ে পালিয়ে যায়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
৯ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১১ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১২ মিনিট আগে
‘গণভোটের ব্যাপারে সরকারের যে তৎপরতা দেখছি, দুষ্কৃতকারীদের দমনে সেই তৎপরতা দেখছি না। তফসিল ঘোষণার পর ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কী করছে?’
৩২ মিনিট আগে