ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বনের জমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় পাঁচজনকে আটক করেছেন বন বিভাগের কর্মীরা। আজ শনিবার উপজেলার হবিরবাড়ী গ্রামের আমতলীতে এ ঘটনা ঘটে। পরে তাঁদের বন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের মো. রহিম ইসলাম (৩০), ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের মো. জজ মিয়া (৩৬), একই উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মো. বিল্লাল হোসেন (৪৫) ও মো. সুজন মিয়া (৪০) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মো. রিপন (৪১)।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা রেঞ্জ অফিসার মো. হারুন উর রশীদ খান আজকের পত্রিকাকে বলেন, আটক পাঁচজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘বনভূমি জবরদখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
বন কার্যালয় সূত্রে জানা গেছে, ভালুকা রেঞ্জের আওতায় হবিরবাড়ী বন বিভাগের বিজ্ঞপ্তিকৃত ২০ ধারা গেজেটভুক্ত হবিরবাড়ী মৌজার সিএস ১১০ দাগের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন দখলকারীরা।
গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা রেঞ্জ কর্মকর্তা ও হবিরবাড়ী বন কর্মকর্তা সব কর্মীকে নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জবর দখলীয় কাজে ব্যবহৃত কোদাল, বেলচা, ইট, সিমেন্ট ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন। এ সময় বন বিভাগের কর্মকর্তারা পাঁচজন শ্রমিককে হাতেনাতে আটক করলেও অন্য শ্রমিকেরা পালিয়ে যান।
এ বিষয়ে হবিরবাড়ী বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান বলেন, হবিরবাড়ী মৌজার সিএস ১১০ নম্বর দাগের সরকারি গেজেট বিজ্ঞপ্তিকৃত ও ২০ ধারার সংরক্ষিত বনভূমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় আরও ১০-১২ জন দৌড়ে পালিয়ে যায়।

ময়মনসিংহের ভালুকায় বনের জমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় পাঁচজনকে আটক করেছেন বন বিভাগের কর্মীরা। আজ শনিবার উপজেলার হবিরবাড়ী গ্রামের আমতলীতে এ ঘটনা ঘটে। পরে তাঁদের বন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের মো. রহিম ইসলাম (৩০), ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের মো. জজ মিয়া (৩৬), একই উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মো. বিল্লাল হোসেন (৪৫) ও মো. সুজন মিয়া (৪০) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মো. রিপন (৪১)।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা রেঞ্জ অফিসার মো. হারুন উর রশীদ খান আজকের পত্রিকাকে বলেন, আটক পাঁচজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘বনভূমি জবরদখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
বন কার্যালয় সূত্রে জানা গেছে, ভালুকা রেঞ্জের আওতায় হবিরবাড়ী বন বিভাগের বিজ্ঞপ্তিকৃত ২০ ধারা গেজেটভুক্ত হবিরবাড়ী মৌজার সিএস ১১০ দাগের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন দখলকারীরা।
গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা রেঞ্জ কর্মকর্তা ও হবিরবাড়ী বন কর্মকর্তা সব কর্মীকে নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জবর দখলীয় কাজে ব্যবহৃত কোদাল, বেলচা, ইট, সিমেন্ট ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন। এ সময় বন বিভাগের কর্মকর্তারা পাঁচজন শ্রমিককে হাতেনাতে আটক করলেও অন্য শ্রমিকেরা পালিয়ে যান।
এ বিষয়ে হবিরবাড়ী বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান বলেন, হবিরবাড়ী মৌজার সিএস ১১০ নম্বর দাগের সরকারি গেজেট বিজ্ঞপ্তিকৃত ও ২০ ধারার সংরক্ষিত বনভূমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় আরও ১০-১২ জন দৌড়ে পালিয়ে যায়।

ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
১৫ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
২৮ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৩১ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে