ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বনের জমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় পাঁচজনকে আটক করেছেন বন বিভাগের কর্মীরা। আজ শনিবার উপজেলার হবিরবাড়ী গ্রামের আমতলীতে এ ঘটনা ঘটে। পরে তাঁদের বন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের মো. রহিম ইসলাম (৩০), ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের মো. জজ মিয়া (৩৬), একই উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মো. বিল্লাল হোসেন (৪৫) ও মো. সুজন মিয়া (৪০) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মো. রিপন (৪১)।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা রেঞ্জ অফিসার মো. হারুন উর রশীদ খান আজকের পত্রিকাকে বলেন, আটক পাঁচজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘বনভূমি জবরদখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
বন কার্যালয় সূত্রে জানা গেছে, ভালুকা রেঞ্জের আওতায় হবিরবাড়ী বন বিভাগের বিজ্ঞপ্তিকৃত ২০ ধারা গেজেটভুক্ত হবিরবাড়ী মৌজার সিএস ১১০ দাগের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন দখলকারীরা।
গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা রেঞ্জ কর্মকর্তা ও হবিরবাড়ী বন কর্মকর্তা সব কর্মীকে নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জবর দখলীয় কাজে ব্যবহৃত কোদাল, বেলচা, ইট, সিমেন্ট ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন। এ সময় বন বিভাগের কর্মকর্তারা পাঁচজন শ্রমিককে হাতেনাতে আটক করলেও অন্য শ্রমিকেরা পালিয়ে যান।
এ বিষয়ে হবিরবাড়ী বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান বলেন, হবিরবাড়ী মৌজার সিএস ১১০ নম্বর দাগের সরকারি গেজেট বিজ্ঞপ্তিকৃত ও ২০ ধারার সংরক্ষিত বনভূমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় আরও ১০-১২ জন দৌড়ে পালিয়ে যায়।

ময়মনসিংহের ভালুকায় বনের জমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় পাঁচজনকে আটক করেছেন বন বিভাগের কর্মীরা। আজ শনিবার উপজেলার হবিরবাড়ী গ্রামের আমতলীতে এ ঘটনা ঘটে। পরে তাঁদের বন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের মো. রহিম ইসলাম (৩০), ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের মো. জজ মিয়া (৩৬), একই উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মো. বিল্লাল হোসেন (৪৫) ও মো. সুজন মিয়া (৪০) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মো. রিপন (৪১)।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা রেঞ্জ অফিসার মো. হারুন উর রশীদ খান আজকের পত্রিকাকে বলেন, আটক পাঁচজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘বনভূমি জবরদখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
বন কার্যালয় সূত্রে জানা গেছে, ভালুকা রেঞ্জের আওতায় হবিরবাড়ী বন বিভাগের বিজ্ঞপ্তিকৃত ২০ ধারা গেজেটভুক্ত হবিরবাড়ী মৌজার সিএস ১১০ দাগের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন দখলকারীরা।
গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা রেঞ্জ কর্মকর্তা ও হবিরবাড়ী বন কর্মকর্তা সব কর্মীকে নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জবর দখলীয় কাজে ব্যবহৃত কোদাল, বেলচা, ইট, সিমেন্ট ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন। এ সময় বন বিভাগের কর্মকর্তারা পাঁচজন শ্রমিককে হাতেনাতে আটক করলেও অন্য শ্রমিকেরা পালিয়ে যান।
এ বিষয়ে হবিরবাড়ী বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান বলেন, হবিরবাড়ী মৌজার সিএস ১১০ নম্বর দাগের সরকারি গেজেট বিজ্ঞপ্তিকৃত ও ২০ ধারার সংরক্ষিত বনভূমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় আরও ১০-১২ জন দৌড়ে পালিয়ে যায়।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে