কেন্দুয়া (নেত্রকোনা )প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই দুটি গ্রামের মধ্যবর্তী হাওরে দফায় দফায় এই সংঘর্ষ হয়। খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত চার ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া কয়েকটি বাড়িঘরে হামলা-ভাঙচুর ও একটি খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, ঈদের পরদিন উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামের কয়েকজন যুবক স্থানীয় আমলীতলা বাজারে যান। ওই সময় তুচ্ছ ঘটনা নিয়ে তাঁদের সঙ্গে বলাইশিমুল গ্রামের কয়েকজন যুবকের ঝগড়া বাধে। পরে সামাজিকভাবে বিষয়টি মীমাংসার জন্য উভয় গ্রামের লোকজনের উদ্যোগে গ্রাম্য সালিসের আয়োজন করা হয়। একপর্যায়ে ওই সালিসে ছবিলা গ্রামের লোকজন বলাইশিমুল গ্রামের কয়েকজনকে অপদস্থ করেন।
এর জেরে আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের কয়েক শ লোক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যে আবুল হাশেম (৬০), আজহারুল (২৮), নূরুন্নাহার (১৮) ও ইমামুল হককে (২০) কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া দুজন হাসপাতালে ভর্তি এবং বাকিরা হাসপাতাল ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কশিমনার (ভূমি) মাহমুদুল হাসান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, থানা-পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

নেত্রকোনার কেন্দুয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই দুটি গ্রামের মধ্যবর্তী হাওরে দফায় দফায় এই সংঘর্ষ হয়। খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত চার ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া কয়েকটি বাড়িঘরে হামলা-ভাঙচুর ও একটি খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, ঈদের পরদিন উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামের কয়েকজন যুবক স্থানীয় আমলীতলা বাজারে যান। ওই সময় তুচ্ছ ঘটনা নিয়ে তাঁদের সঙ্গে বলাইশিমুল গ্রামের কয়েকজন যুবকের ঝগড়া বাধে। পরে সামাজিকভাবে বিষয়টি মীমাংসার জন্য উভয় গ্রামের লোকজনের উদ্যোগে গ্রাম্য সালিসের আয়োজন করা হয়। একপর্যায়ে ওই সালিসে ছবিলা গ্রামের লোকজন বলাইশিমুল গ্রামের কয়েকজনকে অপদস্থ করেন।
এর জেরে আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের কয়েক শ লোক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যে আবুল হাশেম (৬০), আজহারুল (২৮), নূরুন্নাহার (১৮) ও ইমামুল হককে (২০) কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া দুজন হাসপাতালে ভর্তি এবং বাকিরা হাসপাতাল ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কশিমনার (ভূমি) মাহমুদুল হাসান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, থানা-পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের পর মারা যাওয়া রবিউল ইসলামের (৩৫) শরীরে ছয়টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর এসব কথা জানিয়েছেন চিকিৎসক শামসুল আলম।
৮ মিনিট আগে
উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বুধবার (৭ জানুয়ারি) জেলার তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হিমালয় থেকে নেমে আসা পাহাড়ি হিম বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে।
১ ঘণ্টা আগে
সেতুর মুখে সড়কের মাটি সরে বড় গর্ত তৈরি হয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সেতু পার হচ্ছে শত শত যানবাহন ও পথচারী।
১ ঘণ্টা আগে
নওগাঁয় আজ বুধবার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে নওগাঁর জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, ভ্যান ও রিকশাচালক, পথশিশু ও ছিন্নমূল মানুষ।
১ ঘণ্টা আগে