জামালপুর প্রতিনিধি

সারা দেশে শাখা খুলে সাধারণ মানুষের কাছ থেকে বিনা জামানতে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া এক প্রতারক চক্রের সন্ধান পেয়েছে জামালপুরের পুলিশ। জেলা শহরের তমালতলা এলাকায় নিউ স্ট্যান্ডার্ড ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাখা খুলে প্রতারণা করার অভিযোগ উঠেছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক সংবাদ সম্মেলনে প্রতারক চক্রের বিষয়ে বিভিন্ন তথ্য দেন। এ সময় তিনি বলেন, ‘প্রতারক চক্রটিকে ধরতে পুলিশের অভিযান চলছে।’
পুলিশ সুপার কামরুজ্জামান জানান, জামালপুর শহরের তমালতলায় সওদাগর ম্যানশনে নিউ স্ট্যান্ডার্ড ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামের একটি প্রতিষ্ঠানের শাখা অফিস খোলা হয়েছে। সেখানে লোকবল নিয়োগের নামে জামানত বাবদ ১ লাখ টাকা এবং কর্মীদের মধ্যে ৩০ লাখ টাকা ঋণ বিতরণের টার্গেট দেওয়া হয়। এ জন্য কর্মীদের মাধ্যমে ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণের চাহিদা অনুয়ায়ী ১০ পারসেন্ট সার্ভিস চার্জ ও ১০ পারসেন্ট অগ্রিম টাকা প্রতিষ্ঠানে জমা নেওয়া হয়।
নিয়োগের কয়েক মাস অতিবাহিত হলেও কর্মীদের কোনো বেতন-ভাতা না দিয়ে প্রতারণা শুরু করে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানের শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা ছিল। এই খবর পেয়ে কর্মীরা সেখানে এলে শাখা ম্যানেজার আশরাফুল ইসলাম তাঁদের দেখে পালিয়ে যান।
পুলিশ সুপার কামরুজ্জামান জানান, প্রতিষ্ঠানের শাখা উদ্বোধন অনুষ্ঠানে কর্মীদের মধ্যে জমা দেওয়া অগ্রিম ও ঋণগ্রহীতাদের টাকা ফেরত নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় ভুক্তভোগীরা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

সারা দেশে শাখা খুলে সাধারণ মানুষের কাছ থেকে বিনা জামানতে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া এক প্রতারক চক্রের সন্ধান পেয়েছে জামালপুরের পুলিশ। জেলা শহরের তমালতলা এলাকায় নিউ স্ট্যান্ডার্ড ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাখা খুলে প্রতারণা করার অভিযোগ উঠেছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক সংবাদ সম্মেলনে প্রতারক চক্রের বিষয়ে বিভিন্ন তথ্য দেন। এ সময় তিনি বলেন, ‘প্রতারক চক্রটিকে ধরতে পুলিশের অভিযান চলছে।’
পুলিশ সুপার কামরুজ্জামান জানান, জামালপুর শহরের তমালতলায় সওদাগর ম্যানশনে নিউ স্ট্যান্ডার্ড ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামের একটি প্রতিষ্ঠানের শাখা অফিস খোলা হয়েছে। সেখানে লোকবল নিয়োগের নামে জামানত বাবদ ১ লাখ টাকা এবং কর্মীদের মধ্যে ৩০ লাখ টাকা ঋণ বিতরণের টার্গেট দেওয়া হয়। এ জন্য কর্মীদের মাধ্যমে ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণের চাহিদা অনুয়ায়ী ১০ পারসেন্ট সার্ভিস চার্জ ও ১০ পারসেন্ট অগ্রিম টাকা প্রতিষ্ঠানে জমা নেওয়া হয়।
নিয়োগের কয়েক মাস অতিবাহিত হলেও কর্মীদের কোনো বেতন-ভাতা না দিয়ে প্রতারণা শুরু করে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানের শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা ছিল। এই খবর পেয়ে কর্মীরা সেখানে এলে শাখা ম্যানেজার আশরাফুল ইসলাম তাঁদের দেখে পালিয়ে যান।
পুলিশ সুপার কামরুজ্জামান জানান, প্রতিষ্ঠানের শাখা উদ্বোধন অনুষ্ঠানে কর্মীদের মধ্যে জমা দেওয়া অগ্রিম ও ঋণগ্রহীতাদের টাকা ফেরত নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় ভুক্তভোগীরা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে