নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় প্যারোলে মুক্তি পেয়ে বড় ভাইকে শেষ দেখা দেখলেন বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আননান। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা কারাগার থেকে পুলিশ আননানকে মৌয়াটি গ্রামে নিয়ে যায়। গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় শ্বাসকষ্টজনিত কারণে আননানের বড় ভাই আ. হান্নান মারা যান।
আননানের আইনজীবী নজরুল ইসলাম হিমেল প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাজায় অংশ নিতে না পারলেও নিজের ভাইকে শেষ দেখা দেখতে পেয়েছেন তিনি। এসময় বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে আননানের ছেলে–মেয়েরা।
আননানের স্ত্রী বলেন, ‘আজ (শুক্রবার) বিকেল ৪টা পর্যন্ত তার মুক্তির সময় থাকলেও সন্তানদের কান্নাকাটি দেখে নিজেকে সামলাতে না পেরে আগেই চলে যান।’
গত ৪ আগস্ট বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় মামলা হয়। সরকার পতনের পর গত ১৯ আগস্ট উপজেলা বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা করেন। এরপর গত বছরের ২৫ অক্টোবর ওই মামলায় গ্রেপ্তার হন যুবলীগ নেতা আননান। এরপর থেকে তিনি কারাগারে।
নেত্রকোনার বারহাট্টায় প্যারোলে মুক্তি পেয়ে বড় ভাইকে শেষ দেখা দেখলেন বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আননান। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা কারাগার থেকে পুলিশ আননানকে মৌয়াটি গ্রামে নিয়ে যায়। গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় শ্বাসকষ্টজনিত কারণে আননানের বড় ভাই আ. হান্নান মারা যান।
আননানের আইনজীবী নজরুল ইসলাম হিমেল প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাজায় অংশ নিতে না পারলেও নিজের ভাইকে শেষ দেখা দেখতে পেয়েছেন তিনি। এসময় বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে আননানের ছেলে–মেয়েরা।
আননানের স্ত্রী বলেন, ‘আজ (শুক্রবার) বিকেল ৪টা পর্যন্ত তার মুক্তির সময় থাকলেও সন্তানদের কান্নাকাটি দেখে নিজেকে সামলাতে না পেরে আগেই চলে যান।’
গত ৪ আগস্ট বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় মামলা হয়। সরকার পতনের পর গত ১৯ আগস্ট উপজেলা বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা করেন। এরপর গত বছরের ২৫ অক্টোবর ওই মামলায় গ্রেপ্তার হন যুবলীগ নেতা আননান। এরপর থেকে তিনি কারাগারে।
তিন শর বেশি গ্রাহকের প্রায় তিন কোটি টাকা নিয়ে সাদুল্লাপুরের এক ‘অবৈধ ব্যাংকের’ কর্মকর্তা-কর্মচারীরা উধাও হয়েছেন বলে অভিযোগ করেছেন আমানতকারীরা। ব্যাংকের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। উপজেলার নলডাঙ্গার আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স (এসিসিএফ) ব্যাংক এমন কাণ্ড ঘটিয়েছে।
২ ঘণ্টা আগে‘দিনের বেলায় কলেজে যাওয়ার পথে কয়েকজন লোক আমাকে জোর করে একটা সাদা মাইক্রোবাসে তুলে নেয়। চোখ ও হাত বেঁধে কোথায় যেন নিয়ে যায়। দুই জায়গায় স্থানান্তর করা হয়। কিছুই বুঝতে পারিনি। যখন চোখ খোলা হলো, তখন বুঝলাম, আমি র্যাবের হাতে আটক। সবশেষে আমাকে জঙ্গি...
২ ঘণ্টা আগে‘গরিব মানুষ, দিন এনে দিন খাই। এনজিও এবং ব্যাংকঋণের টাকায় দালালের মাধ্যমে ছেলেকে বিদেশ পাঠিয়ে ছেলেও গেল টাকাও গেল। কী হইল রে, আমার সব শেষ। এখন ছেলের লাশটা ছুঁয়ে দেখে মাটি দিতে চাই। আপনারা ছেলের আইনা দেন, মুখটা দেইখা মাটি দিতাম চাই।’
২ ঘণ্টা আগেবাগেরহাট জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুহুর আলী মোল্লার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন শহরের প্রধান মাছবাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, নুহুর আলী ক্ষমতার দাপট দেখিয়ে ১৬ বছর ধরে বাগেরহাট বাজার মৎস্য পাইকার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নিজের কবজায় রেখেছিলেন...
৩ ঘণ্টা আগে