Ajker Patrika

রাজধানীতে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় নেত্রকোনা থেকে যুবক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৫: ০৩
রাজধানীতে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় নেত্রকোনা থেকে  গ্রেপ্তার মো. রায়হান মিয়া। ছবি: সংগৃহীত
রাজধানীতে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় নেত্রকোনা থেকে গ্রেপ্তার মো. রায়হান মিয়া। ছবি: সংগৃহীত

রাজধানীতে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় হওয়া মামলায় এক যুবককে নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তার যুবকের নাম মো. রায়হান মিয়া (২২)। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে কেন্দুয়া উপজেলার পশ্চিম সাউথপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রায়হান মিয়া কিশোরগঞ্জ জেলার তারাইল থানার দক্ষিণ খালপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে।

মদন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইমামুন নূর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীর কাফরুল থানায় সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করে কিছু দুর্বৃত্ত। এ ঘটনায় কাফরুল থানায় মামলা করা হয়। ওই মামলার পলাতক আসামি রায়হান মিয়াকে শনিবার দিবাগত রাত ১২টার দিকে জেলার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করা হয়।

ক্যাপ্টেন ইমামুন নূর বলেন, পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাস্তায় নারীকে চড় মেরে বাইকচালক বললেন, ‘নিজের দেশে ফিরে যাও!’

ইরানের জন্য ইসরায়েলকে বিসর্জন দেবে রাশিয়া?

নেতানিয়াহু বাংকারে লুকিয়ে, ট্রাম্পের একটি ফোনকলই যথেষ্ট: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের ভান্ডারে কত ক্ষেপণাস্ত্র আছে—কত দিন যুদ্ধ চলবে এতে

মেয়াদের মধ্যেই বিশ্ববিদ্যালয় চালুর পরিকল্পনা সরকারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত