Ajker Patrika

বঙ্গবন্ধু টানেল হলে দেশের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে: মতিয়া

নকলা (শেরপুর) প্রতিনিধি
বঙ্গবন্ধু টানেল হলে দেশের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে: মতিয়া

জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে চার লেনের বঙ্গবন্ধু টানেল নির্মাণকাজ সম্পন্ন হলে সারা দেশের মানুষ উপকৃত হবে। তাতে পাল্টে যাবে পুরো দেশের অর্থনৈতিক চিত্র। পরবর্তী সময়ে ঢাকায়ও এ ধরনের টানেল নির্মাণ করা হবে।

আজ শুক্রবার সকালে শেরপুরের নকলার উরফা ইউনিয়নের বারমাইসা দাখিল মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মতিয়া চৌধুরী। মতিয়া চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধু টানেল চালু হলে ঢাকা-চট্টগ্রাম এবং কক্সবাজারের সঙ্গে নতুন একটি সড়ক যোগাযোগ চালু হবে। টানেল নির্মাণের ফলে ঢাকা থেকে কক্সবাজার ও চট্টগ্রাম যাওয়ার দূরত্ব কমে আসবে। বাঁচবে সময় ও খরচ। উপকৃত হবে পুরো দেশের মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক ১০টি লাভজনক কোম্পানি শেয়ারবাজারে আনার সিদ্ধান্ত

জকসুতে ভিপি, জিএস ও এজিএস হলেন শিবির-সমর্থিত প্রার্থীরা

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৫০১ জন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত