ময়মনসিংহ প্রতিনিধি

টানা তীব্র দাবদাহের পর ময়মনসিংহে শুরু হওয়া বৃষ্টিতে কমেছে উত্তাপ, ফিরেছে স্বস্তি। শনিবার সকাল ৯টার পর থেকে নগরীসহ জেলার বেশ কয়েকটি উপজেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি।
নগরীর সানকিপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘সকাল ৮টা থেকেই আকাশ কালো হয়ে আসে, গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর দমকা হাওয়ার সঙ্গে নামে প্রবল বৃষ্টি। কয়েক দিনের তীব্র গরমে সবাই ক্লান্ত হয়ে পড়েছিল। এই বৃষ্টি যেন একেবারে হৃদয় ছুঁয়ে গেল।’
নতুন বাজার এলাকার সাইফুল ইসলাম বলেন, ‘গরমে ঘর থেকে বের হওয়াই যাচ্ছিল না। বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেয়েছি। অনেকে গা ভিজিয়ে শীতল হাওয়া উপভোগ করেছে। প্রকৃতিও যেন নতুন করে সাজল।
অটোরিকশাচালক শহীদুল ইসলাম বলেন, ‘বৃষ্টিতে ভিজে আমি আর যাত্রীরা সবাই মজা পেয়েছি। কয়েক দিনের অস্বস্তিকর গরমের পর এটাই যেন সবচেয়ে বড় শান্তি।’
তবে শুধু স্বস্তি নয়, বৃষ্টিতে কিছু ভোগান্তিও দেখা দিয়েছে। নগরের বাঁশবাড়ি কলোনির বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ‘বাসায় পানি ঢুকেছে, রাস্তাও তলিয়ে গেছে। বৃষ্টি না থামলে দুর্ভোগ বাড়বে।’
মুক্তাগাছার বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, ‘সকাল থেকেই আকাশ অন্ধকার ছিল। ৯টার পর বৃষ্টি শুরু হয়, ১১টা বাজলেও থামেনি। এটা আল্লাহর রহমত।’
ময়মনসিংহ আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানান, ‘সকাল ৯টা থেকে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছে। আগামী কয়েক দিন ময়মনসিংহ অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।’
তিনি জানান, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার ছিল ৩৬.৮ ডিগ্রি।

টানা তীব্র দাবদাহের পর ময়মনসিংহে শুরু হওয়া বৃষ্টিতে কমেছে উত্তাপ, ফিরেছে স্বস্তি। শনিবার সকাল ৯টার পর থেকে নগরীসহ জেলার বেশ কয়েকটি উপজেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি।
নগরীর সানকিপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘সকাল ৮টা থেকেই আকাশ কালো হয়ে আসে, গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর দমকা হাওয়ার সঙ্গে নামে প্রবল বৃষ্টি। কয়েক দিনের তীব্র গরমে সবাই ক্লান্ত হয়ে পড়েছিল। এই বৃষ্টি যেন একেবারে হৃদয় ছুঁয়ে গেল।’
নতুন বাজার এলাকার সাইফুল ইসলাম বলেন, ‘গরমে ঘর থেকে বের হওয়াই যাচ্ছিল না। বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেয়েছি। অনেকে গা ভিজিয়ে শীতল হাওয়া উপভোগ করেছে। প্রকৃতিও যেন নতুন করে সাজল।
অটোরিকশাচালক শহীদুল ইসলাম বলেন, ‘বৃষ্টিতে ভিজে আমি আর যাত্রীরা সবাই মজা পেয়েছি। কয়েক দিনের অস্বস্তিকর গরমের পর এটাই যেন সবচেয়ে বড় শান্তি।’
তবে শুধু স্বস্তি নয়, বৃষ্টিতে কিছু ভোগান্তিও দেখা দিয়েছে। নগরের বাঁশবাড়ি কলোনির বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ‘বাসায় পানি ঢুকেছে, রাস্তাও তলিয়ে গেছে। বৃষ্টি না থামলে দুর্ভোগ বাড়বে।’
মুক্তাগাছার বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, ‘সকাল থেকেই আকাশ অন্ধকার ছিল। ৯টার পর বৃষ্টি শুরু হয়, ১১টা বাজলেও থামেনি। এটা আল্লাহর রহমত।’
ময়মনসিংহ আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানান, ‘সকাল ৯টা থেকে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছে। আগামী কয়েক দিন ময়মনসিংহ অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।’
তিনি জানান, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার ছিল ৩৬.৮ ডিগ্রি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে ঢাকা-৭ আসনের প্রার্থীরা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, কুশল বিনিময় এবং মতবিনিময়ের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন। তবে ভোটারদের অনেকে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
১১ মিনিট আগে
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম। অফিস করেন টয়োটা ব্র্যান্ডের ল্যান্ডক্রুজার ডাবল কেবিনের একটি পিকআপে। খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির মালিক ঢাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর।
১১ মিনিট আগে
ব্যক্তিগত ক্ষমতার প্রদর্শনে সংকটে পড়েছে রাষ্ট্রীয় একটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। পাবনার টেবুনিয়ায় বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও হেনস্তার অভিযোগে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।
২১ মিনিট আগে
সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
২৬ মিনিট আগে