ময়মনসিংহ প্রতিনিধি
টানা তীব্র দাবদাহের পর ময়মনসিংহে শুরু হওয়া বৃষ্টিতে কমেছে উত্তাপ, ফিরেছে স্বস্তি। শনিবার সকাল ৯টার পর থেকে নগরীসহ জেলার বেশ কয়েকটি উপজেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি।
নগরীর সানকিপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘সকাল ৮টা থেকেই আকাশ কালো হয়ে আসে, গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর দমকা হাওয়ার সঙ্গে নামে প্রবল বৃষ্টি। কয়েক দিনের তীব্র গরমে সবাই ক্লান্ত হয়ে পড়েছিল। এই বৃষ্টি যেন একেবারে হৃদয় ছুঁয়ে গেল।’
নতুন বাজার এলাকার সাইফুল ইসলাম বলেন, ‘গরমে ঘর থেকে বের হওয়াই যাচ্ছিল না। বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেয়েছি। অনেকে গা ভিজিয়ে শীতল হাওয়া উপভোগ করেছে। প্রকৃতিও যেন নতুন করে সাজল।
অটোরিকশাচালক শহীদুল ইসলাম বলেন, ‘বৃষ্টিতে ভিজে আমি আর যাত্রীরা সবাই মজা পেয়েছি। কয়েক দিনের অস্বস্তিকর গরমের পর এটাই যেন সবচেয়ে বড় শান্তি।’
তবে শুধু স্বস্তি নয়, বৃষ্টিতে কিছু ভোগান্তিও দেখা দিয়েছে। নগরের বাঁশবাড়ি কলোনির বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ‘বাসায় পানি ঢুকেছে, রাস্তাও তলিয়ে গেছে। বৃষ্টি না থামলে দুর্ভোগ বাড়বে।’
মুক্তাগাছার বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, ‘সকাল থেকেই আকাশ অন্ধকার ছিল। ৯টার পর বৃষ্টি শুরু হয়, ১১টা বাজলেও থামেনি। এটা আল্লাহর রহমত।’
ময়মনসিংহ আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানান, ‘সকাল ৯টা থেকে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছে। আগামী কয়েক দিন ময়মনসিংহ অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।’
তিনি জানান, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার ছিল ৩৬.৮ ডিগ্রি।
টানা তীব্র দাবদাহের পর ময়মনসিংহে শুরু হওয়া বৃষ্টিতে কমেছে উত্তাপ, ফিরেছে স্বস্তি। শনিবার সকাল ৯টার পর থেকে নগরীসহ জেলার বেশ কয়েকটি উপজেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি।
নগরীর সানকিপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘সকাল ৮টা থেকেই আকাশ কালো হয়ে আসে, গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর দমকা হাওয়ার সঙ্গে নামে প্রবল বৃষ্টি। কয়েক দিনের তীব্র গরমে সবাই ক্লান্ত হয়ে পড়েছিল। এই বৃষ্টি যেন একেবারে হৃদয় ছুঁয়ে গেল।’
নতুন বাজার এলাকার সাইফুল ইসলাম বলেন, ‘গরমে ঘর থেকে বের হওয়াই যাচ্ছিল না। বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেয়েছি। অনেকে গা ভিজিয়ে শীতল হাওয়া উপভোগ করেছে। প্রকৃতিও যেন নতুন করে সাজল।
অটোরিকশাচালক শহীদুল ইসলাম বলেন, ‘বৃষ্টিতে ভিজে আমি আর যাত্রীরা সবাই মজা পেয়েছি। কয়েক দিনের অস্বস্তিকর গরমের পর এটাই যেন সবচেয়ে বড় শান্তি।’
তবে শুধু স্বস্তি নয়, বৃষ্টিতে কিছু ভোগান্তিও দেখা দিয়েছে। নগরের বাঁশবাড়ি কলোনির বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ‘বাসায় পানি ঢুকেছে, রাস্তাও তলিয়ে গেছে। বৃষ্টি না থামলে দুর্ভোগ বাড়বে।’
মুক্তাগাছার বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, ‘সকাল থেকেই আকাশ অন্ধকার ছিল। ৯টার পর বৃষ্টি শুরু হয়, ১১টা বাজলেও থামেনি। এটা আল্লাহর রহমত।’
ময়মনসিংহ আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানান, ‘সকাল ৯টা থেকে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছে। আগামী কয়েক দিন ময়মনসিংহ অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।’
তিনি জানান, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার ছিল ৩৬.৮ ডিগ্রি।
গত সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুকুর থেকে যমজ শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে শিশু দুটির চাচা আল আমিন বাদী হয়ে হত্যা মামলা করেন। হত্যা মামলায় শান্তা বেগমকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার বিকেলে আদালতে পাঠায় পুলিশ। জবানবন্দি নেওয়া শেষে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
২ মিনিট আগেচুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে স্বাগত জানাতে রাস্তার পাশে স্কুলের ইউনিফর্ম পরে লাইন ধরে দাঁড়িয়ে ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পাঁচটি বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়। ক্লাস চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুলের শিক্ষকেরা
২২ মিনিট আগেরাজশাহীতে মহিলা দলের এক নেত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকারের (৭৪) বিরুদ্ধে। এ ঘটনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী (৩৬)। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার (৮ জুলাই) অভিযোগটি গৃহীত হয়েছে।
২৬ মিনিট আগেদুর্নীতির অভিযোগে সরিয়ে দেওয়া খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার অফিস কক্ষ থেকে প্রায় ৯ লাখ টাকার বান্ডিল জব্দ করা হয়েছে। আজ বুধবার নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর অফিস কক্ষ পরিদর্শনের সময় এই টাকার সন্ধান পাওয়া যায়।
১ ঘণ্টা আগে