ময়মনসিংহ প্রতিনিধি

অপহরণের ছয় মাস পর এক কিশোরীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ। সোমবার সন্ধ্যার পর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ওই কিশোরীকে গত রোববার বিকেলে জেলার ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়।
জেলা পিবিআই উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. খাজেম মাহমুদ জানান, উপজেলার কালাদহ পুর্বপাড়া গ্রামের আ. সামাদের ছেলে মো. তুহিন মিয়া (১৯) একই উপজেলার এক কিশোরীর বাড়িতে আসা-যাওয়া করত। তুহিন মাঝে মধ্যেই ওই কিশোরীকে কু-প্রস্তাব দিত। বিষয়টি কিশোরীর পরিবার জানতে পেরে তুহিন মিয়ার পরিবারকে জানায়। পরে তুহিনের পরিবার জানায়, সে আর তাদের বাড়িতে যাবে না। এ ঘটনার পর গত বছরের ১১ অক্টোবর ওই কিশোরী বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হলে তুহিন তার সঙ্গীদের নিয়ে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়।
মো. খাজেম মাহমুদ আরও জানান, এই ঘটনায় কিশোরীর পরিবার আদালতে উদ্ধার মামলা করেন। মামলার তদন্তভার পিবিআই’র হাতে এলে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ভালুকার সিডস্টোর এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর আদালতে তোলা হলে ওই কিশোরী জানায়, তুহিনের সঙ্গে তার প্রায় আড়াই বছর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের বিষয়টি উভয়ের পরিবার মেনে না নেওয়ায় তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের ১১ অক্টোবর দুজন পালিয়ে চট্টগ্রামে গিয়ে বিয়ে করেন। সেখান থেকে দুই দিন আগে ভালুকায় আসেন।
পরে আদালতের নির্দেশে ওই কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তার করা হয়।

অপহরণের ছয় মাস পর এক কিশোরীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ। সোমবার সন্ধ্যার পর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ওই কিশোরীকে গত রোববার বিকেলে জেলার ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়।
জেলা পিবিআই উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. খাজেম মাহমুদ জানান, উপজেলার কালাদহ পুর্বপাড়া গ্রামের আ. সামাদের ছেলে মো. তুহিন মিয়া (১৯) একই উপজেলার এক কিশোরীর বাড়িতে আসা-যাওয়া করত। তুহিন মাঝে মধ্যেই ওই কিশোরীকে কু-প্রস্তাব দিত। বিষয়টি কিশোরীর পরিবার জানতে পেরে তুহিন মিয়ার পরিবারকে জানায়। পরে তুহিনের পরিবার জানায়, সে আর তাদের বাড়িতে যাবে না। এ ঘটনার পর গত বছরের ১১ অক্টোবর ওই কিশোরী বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হলে তুহিন তার সঙ্গীদের নিয়ে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়।
মো. খাজেম মাহমুদ আরও জানান, এই ঘটনায় কিশোরীর পরিবার আদালতে উদ্ধার মামলা করেন। মামলার তদন্তভার পিবিআই’র হাতে এলে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ভালুকার সিডস্টোর এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর আদালতে তোলা হলে ওই কিশোরী জানায়, তুহিনের সঙ্গে তার প্রায় আড়াই বছর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের বিষয়টি উভয়ের পরিবার মেনে না নেওয়ায় তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের ১১ অক্টোবর দুজন পালিয়ে চট্টগ্রামে গিয়ে বিয়ে করেন। সেখান থেকে দুই দিন আগে ভালুকায় আসেন।
পরে আদালতের নির্দেশে ওই কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তার করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে