ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে পরোয়ানা ছাড়াই দুই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টাকালে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে এক আইনজীবীর ধস্তাধস্তি হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার ময়মনসিংহ আইনজীবী সমিতি এলাকায় এ ঘটনা ঘটে। ওই আইনজীবীকে পরে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগী আইনজীবীর নাম রাসেল তালুকদার। তিনি বলেন, ‘গৌরীপুরে একটি হত্যা মামলার শুনানি শেষে আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে গেলে সেখানে সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা মামলাটির আসামিদের তুলে নিতে চেষ্টা করে। তখন আমি বাধা দিয়ে বলি, তাঁদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। তবু তাঁদের কেন তুলে নেওয়া হচ্ছে। কিন্তু ডিবির সদস্যরা আমার কোনো কথা না শুনেই টানাহেঁচড়া করে আমাকে ও আমার মক্কেলদের ডিবি কার্যালয়ে নিয়ে যান। এ সময় আমাকে লাঞ্ছিত করা হয়।’
আইনজীবীর সঙ্গে অন্য একটি হত্যা মামলার আসামি মো. লিয়ন সরকার (২৫) ও তাঁর ভোট ভাই রিপন সরকারকেও (২২) ডিবি হেফাজতে নেওয়া হয়। তাঁরা গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। ২০১৮ সালের একটি হত্যা মামলার আসামি দুই ভাই জামিনে রয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী রাসেল তালুকদার।
এদিকে পুলিশের পক্ষ থেকে লিয়ন সরকার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা বলা হয়। তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দিতে পারেনি।
ময়মনসিংহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লিয়নকে ধরা হয়। এ সময় বাধা দেওয়ায় আইনজীবীকেও নিয়ে আসা হয়েছিল।’
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্যসচিব সৈয়দ সাদউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আইনজীবীর সঙ্গে ডিবি পুলিশের ভুল-বোঝাবুঝি হয়েছিল। পরে আমরা ডিবি পুলিশের কাছে গিয়ে আলোচনা করে আইনজীবীকে নিয়ে এসেছি, বিষয়টি মিটে গেছে।’

ময়মনসিংহে পরোয়ানা ছাড়াই দুই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টাকালে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে এক আইনজীবীর ধস্তাধস্তি হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার ময়মনসিংহ আইনজীবী সমিতি এলাকায় এ ঘটনা ঘটে। ওই আইনজীবীকে পরে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগী আইনজীবীর নাম রাসেল তালুকদার। তিনি বলেন, ‘গৌরীপুরে একটি হত্যা মামলার শুনানি শেষে আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে গেলে সেখানে সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা মামলাটির আসামিদের তুলে নিতে চেষ্টা করে। তখন আমি বাধা দিয়ে বলি, তাঁদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। তবু তাঁদের কেন তুলে নেওয়া হচ্ছে। কিন্তু ডিবির সদস্যরা আমার কোনো কথা না শুনেই টানাহেঁচড়া করে আমাকে ও আমার মক্কেলদের ডিবি কার্যালয়ে নিয়ে যান। এ সময় আমাকে লাঞ্ছিত করা হয়।’
আইনজীবীর সঙ্গে অন্য একটি হত্যা মামলার আসামি মো. লিয়ন সরকার (২৫) ও তাঁর ভোট ভাই রিপন সরকারকেও (২২) ডিবি হেফাজতে নেওয়া হয়। তাঁরা গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। ২০১৮ সালের একটি হত্যা মামলার আসামি দুই ভাই জামিনে রয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী রাসেল তালুকদার।
এদিকে পুলিশের পক্ষ থেকে লিয়ন সরকার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা বলা হয়। তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দিতে পারেনি।
ময়মনসিংহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লিয়নকে ধরা হয়। এ সময় বাধা দেওয়ায় আইনজীবীকেও নিয়ে আসা হয়েছিল।’
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্যসচিব সৈয়দ সাদউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আইনজীবীর সঙ্গে ডিবি পুলিশের ভুল-বোঝাবুঝি হয়েছিল। পরে আমরা ডিবি পুলিশের কাছে গিয়ে আলোচনা করে আইনজীবীকে নিয়ে এসেছি, বিষয়টি মিটে গেছে।’

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি আ ন ম সামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। নতুন বছরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লৌহজং...
১ ঘণ্টা আগে
রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে