ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের আমির ইন্টারন্যাশনাল হোটেলে সাপ পাওয়া যাওয়ায় আতঙ্কে রুমে ছেড়েছেন অতিথিরা। আজ বুধবার সকালে নগরীর স্টেশন রোডে অবস্থিত আমির ইন্টারন্যাশনাল হোটেলের ৫০১ নম্বর রুমে এ ঘটনা ঘটে। পরে সাপটিকে তাড়িয়ে দেয় হোটেলে দায়িত্বরতরা।
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থেকে গত মঙ্গলবার বিকেলে আমির ইন্টারন্যাশনাল হোটেলের ৫০১ নম্বর রুমে ওঠেন আব্দুল মান্নান খান সাগর এবং আফিরুল ইসলাম খোকা। আজ বুধবার সকাল ৮টার দিকে আব্দুল মান্নান খান সাগর টয়লেটে গিয়ে দেখতে পান একটি বিষধর সাপ ফণা তুলছে আছে। পরে আতঙ্কে তাড়াহুড়া করে বিষয়টি কাউন্টারে জানালে দায়িত্বরতরা গিয়ে সাপটিকে তাড়িয়ে দেয়। এ ঘটনার পর হোটেলের রুম ছাড়েন তারা।
অতিথি আব্দুল মান্নান খান সাগর বলেন, ময়মনসিংহের নামকরা একটি হোটেলের যদি এমন অবস্থা হয় তাহলে মানুষ স্বস্তিতে কোথাও রাত্রিযাপন করতে পারবে না। আমি বাচ্চা সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ি। সাপটিও আমার দিকে ফণা তুলছিল ছোবল দেওয়ার জন্য। তবে মনে হয় হোটেলে সাপের বাসা রয়েছে। রুম ভাড়া অতিরিক্ত হলেও সেবার মান খুবই খারাপ। এসবের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি প্রয়োজন।
আমির ইন্টারন্যাশনাল হোটেলের অভ্যর্থনার দায়িত্বে থাকা অমিত বলেন, হোটেলে সাপ পাওয়ার বিষয়ে আমি অবগত নই। সকালে আরেকজন দায়িত্বে ছিলেন। সে আসলে বলা যাবে আসল ঘটনাটা কি।
আমির ইন্টারন্যাশনাল হোটেলের অন্যতম মালিক মাসুদুর রহমান বলেন, ‘আমরা চার ভাই হোটেলটি পরিচালনা করি। এখন আমি ঢাকায় আছি হোটেলে সাপ পাওয়ার বিষয়ে অবগত নই। তবে যদিও সাপ থেকে থাকে তাহলে সেটা স্বাভাবিক বিষয়। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘হোটেলের টয়লেটে সাপ পাওয়ার বিষয়টি আমিও শুনেছি। তবে এ বিষয়ে কোনো অতিথি অভিযোগ করেনি। অতিথিদের নিরাপত্তার জন্য এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষকে আরেকটু দায়িত্বশীল হতে হবে।’

ময়মনসিংহের আমির ইন্টারন্যাশনাল হোটেলে সাপ পাওয়া যাওয়ায় আতঙ্কে রুমে ছেড়েছেন অতিথিরা। আজ বুধবার সকালে নগরীর স্টেশন রোডে অবস্থিত আমির ইন্টারন্যাশনাল হোটেলের ৫০১ নম্বর রুমে এ ঘটনা ঘটে। পরে সাপটিকে তাড়িয়ে দেয় হোটেলে দায়িত্বরতরা।
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থেকে গত মঙ্গলবার বিকেলে আমির ইন্টারন্যাশনাল হোটেলের ৫০১ নম্বর রুমে ওঠেন আব্দুল মান্নান খান সাগর এবং আফিরুল ইসলাম খোকা। আজ বুধবার সকাল ৮টার দিকে আব্দুল মান্নান খান সাগর টয়লেটে গিয়ে দেখতে পান একটি বিষধর সাপ ফণা তুলছে আছে। পরে আতঙ্কে তাড়াহুড়া করে বিষয়টি কাউন্টারে জানালে দায়িত্বরতরা গিয়ে সাপটিকে তাড়িয়ে দেয়। এ ঘটনার পর হোটেলের রুম ছাড়েন তারা।
অতিথি আব্দুল মান্নান খান সাগর বলেন, ময়মনসিংহের নামকরা একটি হোটেলের যদি এমন অবস্থা হয় তাহলে মানুষ স্বস্তিতে কোথাও রাত্রিযাপন করতে পারবে না। আমি বাচ্চা সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ি। সাপটিও আমার দিকে ফণা তুলছিল ছোবল দেওয়ার জন্য। তবে মনে হয় হোটেলে সাপের বাসা রয়েছে। রুম ভাড়া অতিরিক্ত হলেও সেবার মান খুবই খারাপ। এসবের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি প্রয়োজন।
আমির ইন্টারন্যাশনাল হোটেলের অভ্যর্থনার দায়িত্বে থাকা অমিত বলেন, হোটেলে সাপ পাওয়ার বিষয়ে আমি অবগত নই। সকালে আরেকজন দায়িত্বে ছিলেন। সে আসলে বলা যাবে আসল ঘটনাটা কি।
আমির ইন্টারন্যাশনাল হোটেলের অন্যতম মালিক মাসুদুর রহমান বলেন, ‘আমরা চার ভাই হোটেলটি পরিচালনা করি। এখন আমি ঢাকায় আছি হোটেলে সাপ পাওয়ার বিষয়ে অবগত নই। তবে যদিও সাপ থেকে থাকে তাহলে সেটা স্বাভাবিক বিষয়। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘হোটেলের টয়লেটে সাপ পাওয়ার বিষয়টি আমিও শুনেছি। তবে এ বিষয়ে কোনো অতিথি অভিযোগ করেনি। অতিথিদের নিরাপত্তার জন্য এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষকে আরেকটু দায়িত্বশীল হতে হবে।’

নির্বাচনে অংশ নিতে অন্য দলে যোগ দেওয়া কেন্দ্রীয় দুই নেতাকে বহিষ্কার করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। তাঁরা হলেন মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা নুরে আলম হামিদী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৯ মিনিট আগে
দেড় দশকের বেশি সময় ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা। বাসভবন থেকে শুরু করে কার্যালয়, রাজপথ, হাসপাতাল, বিদেশ, এমনকি কারাগার—সবখানে খালেদা জিয়ার সঙ্গে থেকেছেন তিনি। বিএনপির চেয়ারপারসন প্রয়াত হওয়ার পর এবার সেই ফাতেমাকে দেখা গেল জাইমা রহমানের সঙ্গে।
১৭ মিনিট আগে
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের জন্য সরকারকে ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছিল ইনকিলাব মঞ্চ। এর মধ্য আটদিন পেরিয়ে গেছে, বাকি আছে আর মাত্র ২২ দিন। এই সময়ের মধ্যে বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।
১ ঘণ্টা আগে
‘আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক হাসনাত আবদুল্লাহ।
১ ঘণ্টা আগে