নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এমপি সাজ্জাদুল হাসানের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. কুদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন সাদত ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ৬৮ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০-২০০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার সকালে মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২৩ মে মদন থানায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে চোখ হারানো উপজেলার চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু ওরফে নবাব। নবাব নেত্রকোনার আবু আব্বাছ কলেজের শিক্ষার্থী।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, চলতি বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মদন শহরে মিছিল বের করে। এ সময় কঠোর হাতে আন্দোলন দমাতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেন তৎকালীন এমপি সাজ্জাদুল হাসান। এদিন আন্দোলন চলাকালে পুলিশকে পেছনে রেখে ছাত্র-জনতার ওপর গুলি চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে তিনিসহ ৫০-৬০ জন ছাত্র-জনতা গুরুতর আহত হয়। সেই ঘটনায় নবাব এক চোখের দৃষ্টি হারান, অন্য চোখও মারাত্মক জখম হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে রোববার (২৫ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এমপি সাজ্জাদুল হাসানের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. কুদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন সাদত ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ৬৮ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০-২০০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার সকালে মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২৩ মে মদন থানায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে চোখ হারানো উপজেলার চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু ওরফে নবাব। নবাব নেত্রকোনার আবু আব্বাছ কলেজের শিক্ষার্থী।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, চলতি বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মদন শহরে মিছিল বের করে। এ সময় কঠোর হাতে আন্দোলন দমাতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেন তৎকালীন এমপি সাজ্জাদুল হাসান। এদিন আন্দোলন চলাকালে পুলিশকে পেছনে রেখে ছাত্র-জনতার ওপর গুলি চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে তিনিসহ ৫০-৬০ জন ছাত্র-জনতা গুরুতর আহত হয়। সেই ঘটনায় নবাব এক চোখের দৃষ্টি হারান, অন্য চোখও মারাত্মক জখম হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে রোববার (২৫ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
৩৮ মিনিট আগে
সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
৪১ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
২ ঘণ্টা আগে