গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ছয় বছর ধরে বাঁশের খুঁটিতে ঝুলে আছে পিডিবির বিদ্যুৎ সঞ্চালন লাইন। কিছুদিন হলো কয়েকটি বাঁশের খুঁটি ভেঙে তার পড়ে আছে ধানখেতে। কোথাও খুঁটি হেলে আছে, বাতাস এলে ভেঙে যাবে এমন অবস্থা। প্রাণহানির শঙ্কা নিয়ে বিদ্যুৎ লাইনের নিচে প্রতিদিন খেতে কাজ করেন কৃষকেরা। এমনই দৃশ্য দেখা গেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালিহর গ্রামের পিচঢালা গ্রামীণ সড়কে নয়াপাড়া থেকে নিমতলী এলাকায়।
জানা গেছে, গৌরীপুর আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের অধীনে পিডিবির এই বিদ্যুৎ সঞ্চালন লাইন। এই লাইনে গ্রাহকের ১৮০টি মিটার রয়েছে।
স্থানীয় বাসিন্দা শহীদ মিয়া (৬০) বলেন, ‘নয়াপাড়া জামে মসজিদসংলগ্ন পিডিবির খুঁটি থেকে নিমতলী বাজার এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এই বিদ্যুৎ লাইনে ব্যবহার করা হয়েছে বাঁশের খুঁটি। প্রায় ছয় বছর আগে এই লাইনটি স্থাপন করা হলেও অদ্যাবধি এতে সিমেন্টের খুঁটি দেওয়া হয়নি।’ পিডিবি কর্তৃপক্ষের কাছে সিমেন্টের খুঁটি স্থাপনের আবেদন করা হলে এ ক্ষেত্রে টাকা দাবি করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আরেক বাসিন্দা নূর মোহাম্মদ লিটন (৩২) বলেন, ‘এ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের নিচে ফসলের মাঠে স্থানীয় কৃষকদের প্রাণহানির শঙ্কা নিয়ে কৃষিকাজ করতে হয়। এর মধ্যে কয়েকজন দুর্ঘটনার শিকার হয়েছেন। রাস্তায় চলাচলকারী পথচারীরা থাকেন আতঙ্কে। ঝড়-বৃষ্টির সময় মূল খুঁটি থেকে লাইন কেটে দেওয়া হয়। এ সময় দুর্ভোগে পোহাতে হয় গ্রাহকদের।’
নূর মোহাম্মদ আরও বলেন, ‘এই বিদ্যুৎ লাইনের সংস্কারের বিষয়ে স্থানীয় পিডিবি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করে না। বাঁশের খুঁটি ভেঙে গেলে গ্রামবাসী নিজ উদ্যোগে তা পরিবর্তন করেন।’ এভাবে ঝুঁকিপূর্ণ এ লাইনে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন তাঁরা।
উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকল্পের মাধ্যমে উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি স্থাপন ও সংস্কারের কাজ চলছে। শালিহর এলাকায় পিডিবির বিদ্যুৎ সঞ্চালন লাইনটির অধিকাংশ খুঁটি স্থাপন ও সংস্কার হয়েছে।’ বাকি ঝুঁকিপূর্ণ লাইন প্রকল্পের মাধ্যমে সংস্কার করা হবে বলে জানান তিনি।

ছয় বছর ধরে বাঁশের খুঁটিতে ঝুলে আছে পিডিবির বিদ্যুৎ সঞ্চালন লাইন। কিছুদিন হলো কয়েকটি বাঁশের খুঁটি ভেঙে তার পড়ে আছে ধানখেতে। কোথাও খুঁটি হেলে আছে, বাতাস এলে ভেঙে যাবে এমন অবস্থা। প্রাণহানির শঙ্কা নিয়ে বিদ্যুৎ লাইনের নিচে প্রতিদিন খেতে কাজ করেন কৃষকেরা। এমনই দৃশ্য দেখা গেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালিহর গ্রামের পিচঢালা গ্রামীণ সড়কে নয়াপাড়া থেকে নিমতলী এলাকায়।
জানা গেছে, গৌরীপুর আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের অধীনে পিডিবির এই বিদ্যুৎ সঞ্চালন লাইন। এই লাইনে গ্রাহকের ১৮০টি মিটার রয়েছে।
স্থানীয় বাসিন্দা শহীদ মিয়া (৬০) বলেন, ‘নয়াপাড়া জামে মসজিদসংলগ্ন পিডিবির খুঁটি থেকে নিমতলী বাজার এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এই বিদ্যুৎ লাইনে ব্যবহার করা হয়েছে বাঁশের খুঁটি। প্রায় ছয় বছর আগে এই লাইনটি স্থাপন করা হলেও অদ্যাবধি এতে সিমেন্টের খুঁটি দেওয়া হয়নি।’ পিডিবি কর্তৃপক্ষের কাছে সিমেন্টের খুঁটি স্থাপনের আবেদন করা হলে এ ক্ষেত্রে টাকা দাবি করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আরেক বাসিন্দা নূর মোহাম্মদ লিটন (৩২) বলেন, ‘এ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের নিচে ফসলের মাঠে স্থানীয় কৃষকদের প্রাণহানির শঙ্কা নিয়ে কৃষিকাজ করতে হয়। এর মধ্যে কয়েকজন দুর্ঘটনার শিকার হয়েছেন। রাস্তায় চলাচলকারী পথচারীরা থাকেন আতঙ্কে। ঝড়-বৃষ্টির সময় মূল খুঁটি থেকে লাইন কেটে দেওয়া হয়। এ সময় দুর্ভোগে পোহাতে হয় গ্রাহকদের।’
নূর মোহাম্মদ আরও বলেন, ‘এই বিদ্যুৎ লাইনের সংস্কারের বিষয়ে স্থানীয় পিডিবি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করে না। বাঁশের খুঁটি ভেঙে গেলে গ্রামবাসী নিজ উদ্যোগে তা পরিবর্তন করেন।’ এভাবে ঝুঁকিপূর্ণ এ লাইনে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন তাঁরা।
উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকল্পের মাধ্যমে উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি স্থাপন ও সংস্কারের কাজ চলছে। শালিহর এলাকায় পিডিবির বিদ্যুৎ সঞ্চালন লাইনটির অধিকাংশ খুঁটি স্থাপন ও সংস্কার হয়েছে।’ বাকি ঝুঁকিপূর্ণ লাইন প্রকল্পের মাধ্যমে সংস্কার করা হবে বলে জানান তিনি।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে