Ajker Patrika

মেলান্দহে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
মেলান্দহে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 

জামালপুরের মেলান্দহ উপজেলায় এক নারীকে (৩২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রোকন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার সাধীবাড়ি এলাকা থেকে মো. রোকনকে গ্রেপ্তার করে মেলান্দহ থানা–পুলিশ।

এ ঘটনায় থানায় ওই নারী বাদী হয়ে মো. রোকন (৩২) ও বেল্লালকে (৩৩) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. রোকন (১৪ মার্চ) ওই নারীকে রাতে ফোন দিয়ে দেখা করতে বলেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ওই নারী দেখা করতে গেলে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় এলাকায় জানাজানি হলে ঘটনাটি পারিবারিকভাবে মীমাংসা করার জন্য স্থানীয়রা কয়েকটি সালিস করেন। সালিসে মীমাংসা না হলে ওই নারী এসে থানায় মামলা দায়ের করেন।

এদিকে জামালপুর জেনারেল হাসপাতালে ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ওসি ময়নুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত