গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরের গুঁজিখা এলাকায় অবস্থিত সরকার সুপার অটো রাইস মিলের বিষাক্ত কালো ধোঁয়া, উড়ে আসা তুষ, কুড়া ও ছাইয়ে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে মিলের আশপাশের মানুষ আক্রান্ত হচ্ছেন নানা রোগ-ব্যাধিতে। অন্যদিকে নষ্ট হচ্ছে জমির ফসল।
এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে উপজেলা নির্বাহী অফিসার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলতাপাড়া-গৌরীপুর সড়ক ঘেঁষে গড়ে উঠেছে বিশাল সরকার সুপার অটো রাইস মিলটি। টিনের একটি ছোট ভাঙা চিমনি দিয়ে বের হচ্ছে এ মিলের বিষাক্ত কালো ধোঁয়া। মিল থেকে উড়ছে ছাই, তুষ ও কুড়া। সেই উড়ন্ত ছাই, তুষ ও কুড়া গিয়ে পড়ছে আশপাশের বাড়ি, ফসলি জমি ও রাস্তায়।
গুজিখাঁ গ্রামের ফজলু মিয়া (৬৫) বলেন, অটো রাইস মিলের কারণে বর্তমানে বাড়িতে বসবাস করা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মিলের উড়ন্ত ছাই, তুষ ও কুড়া ঘরের হাঁড়ি-পাতিলে গিয়ে পড়ে। বাড়ি ঘর, গাছপালা ও ফসলি জমি ছাইয়ের আবরণে কালো বর্ণের হয়ে গেছে। মিলের কারণে এ এলাকার অধিকাংশ মানুষ চোখের বিভিন্ন রোগসহ শ্বাসকষ্ট, অ্যাজমা ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে।
দোকানদার আনারুল (৩৩) বলেন, মিলের উড়ন্ত ছাই, তুষ ও কুড়া রাস্তায় চলাচলকারী পথচারী ও বিভিন্ন গাড়ি চালকদের চোখে পড়ে নানা সমস্যার সৃষ্টি করছে। এতে অনেক সময় রাস্তায় দুর্ঘটনা ঘটছে।
জানতে চাইলে সরকার সুপার অটো রাইস মিলের মালিক সুবল সরকার জানান, তার মিলের সমস্যাগুলো দ্রুত নিরসন করবেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ জানান, ওই রাইস মিলের ব্যাপারে স্থানীয় লোকজন লিখিত অভিযোগ করেছে। এ সমস্যা দূর করার জন্য পরিবেশ অধিদপ্তরকে জানানো হবে।

ময়মনসিংহের গৌরীপুরের গুঁজিখা এলাকায় অবস্থিত সরকার সুপার অটো রাইস মিলের বিষাক্ত কালো ধোঁয়া, উড়ে আসা তুষ, কুড়া ও ছাইয়ে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে মিলের আশপাশের মানুষ আক্রান্ত হচ্ছেন নানা রোগ-ব্যাধিতে। অন্যদিকে নষ্ট হচ্ছে জমির ফসল।
এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে উপজেলা নির্বাহী অফিসার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলতাপাড়া-গৌরীপুর সড়ক ঘেঁষে গড়ে উঠেছে বিশাল সরকার সুপার অটো রাইস মিলটি। টিনের একটি ছোট ভাঙা চিমনি দিয়ে বের হচ্ছে এ মিলের বিষাক্ত কালো ধোঁয়া। মিল থেকে উড়ছে ছাই, তুষ ও কুড়া। সেই উড়ন্ত ছাই, তুষ ও কুড়া গিয়ে পড়ছে আশপাশের বাড়ি, ফসলি জমি ও রাস্তায়।
গুজিখাঁ গ্রামের ফজলু মিয়া (৬৫) বলেন, অটো রাইস মিলের কারণে বর্তমানে বাড়িতে বসবাস করা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মিলের উড়ন্ত ছাই, তুষ ও কুড়া ঘরের হাঁড়ি-পাতিলে গিয়ে পড়ে। বাড়ি ঘর, গাছপালা ও ফসলি জমি ছাইয়ের আবরণে কালো বর্ণের হয়ে গেছে। মিলের কারণে এ এলাকার অধিকাংশ মানুষ চোখের বিভিন্ন রোগসহ শ্বাসকষ্ট, অ্যাজমা ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে।
দোকানদার আনারুল (৩৩) বলেন, মিলের উড়ন্ত ছাই, তুষ ও কুড়া রাস্তায় চলাচলকারী পথচারী ও বিভিন্ন গাড়ি চালকদের চোখে পড়ে নানা সমস্যার সৃষ্টি করছে। এতে অনেক সময় রাস্তায় দুর্ঘটনা ঘটছে।
জানতে চাইলে সরকার সুপার অটো রাইস মিলের মালিক সুবল সরকার জানান, তার মিলের সমস্যাগুলো দ্রুত নিরসন করবেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ জানান, ওই রাইস মিলের ব্যাপারে স্থানীয় লোকজন লিখিত অভিযোগ করেছে। এ সমস্যা দূর করার জন্য পরিবেশ অধিদপ্তরকে জানানো হবে।

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২৮ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে