নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল বাজারে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় অভিযুক্ত সবুজ মিয়াকে (১৮) এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটক সবুজ নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের ভুট্টু মিয়ার ছেলে। সবুজ মিয়া গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন।
নিহত শিক্ষার্থীর নাম নাঈম ইসলাম (১৮)। তিনি নয়াবিল বাজারের মো. ইসমাইল হোসেনের ছেলে। নিহত নাঈম উপজেলার সরকারি নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক মাস আগে সবুজ মিয়া তাঁর ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট দেন। সেই পোস্টে নাঈম হা হা রিয়েক্ট করেন। এই নিয়ে মুঠোফোনে সবুজের সঙ্গে নাঈমের কথা-কাটাকাটি হয়। এ সময় বাড়ি ফিরে নাঈমকে দেখে নেওয়ার হুমকি দেন সবুজ।
এদিকে দুই দিন আগে ঈদের ছুটিতে সবুজ বাড়িতে আসেন। পরে আজ শনিবার বেলা ১১টার দিকে সবুজ নয়াবিল বাজারে নাঈমকে ডেকে পাঠান। নয়াবিল বাজারে অগ্রণী ব্যাংকের পেছনে নিয়ে সবুজ নাঈমের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে সবুজের হাতে থাকা ছুরি দিয়ে নাঈমের বুকে আঘাত করেন। এ সময় নাঈম মাটিতে লুটিয়ে পড়েন।
পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে দ্রুত নাঈমকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে নাঈমের মৃত্যু হয়।
অন্যদিকে ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত সবুজকে আটক করে থানায় আনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল বাজারে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় অভিযুক্ত সবুজ মিয়াকে (১৮) এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটক সবুজ নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের ভুট্টু মিয়ার ছেলে। সবুজ মিয়া গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন।
নিহত শিক্ষার্থীর নাম নাঈম ইসলাম (১৮)। তিনি নয়াবিল বাজারের মো. ইসমাইল হোসেনের ছেলে। নিহত নাঈম উপজেলার সরকারি নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক মাস আগে সবুজ মিয়া তাঁর ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট দেন। সেই পোস্টে নাঈম হা হা রিয়েক্ট করেন। এই নিয়ে মুঠোফোনে সবুজের সঙ্গে নাঈমের কথা-কাটাকাটি হয়। এ সময় বাড়ি ফিরে নাঈমকে দেখে নেওয়ার হুমকি দেন সবুজ।
এদিকে দুই দিন আগে ঈদের ছুটিতে সবুজ বাড়িতে আসেন। পরে আজ শনিবার বেলা ১১টার দিকে সবুজ নয়াবিল বাজারে নাঈমকে ডেকে পাঠান। নয়াবিল বাজারে অগ্রণী ব্যাংকের পেছনে নিয়ে সবুজ নাঈমের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে সবুজের হাতে থাকা ছুরি দিয়ে নাঈমের বুকে আঘাত করেন। এ সময় নাঈম মাটিতে লুটিয়ে পড়েন।
পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে দ্রুত নাঈমকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে নাঈমের মৃত্যু হয়।
অন্যদিকে ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত সবুজকে আটক করে থানায় আনা হয়েছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
১৭ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
২০ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৪৩ মিনিট আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে