নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সানজিদা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি আছে আরও ৮টি শিশু।
আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সানজিদার মৃত্যু হয়। সে উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের মো. হানিফার মেয়ে। হানিফা কুমিল্লার একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন।
বিষয়টি নিশ্চিত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন বলেন, ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে সানজিদার মৃত্যু হয়েছে। আমরা সানজিদাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। এ ছাড়া ভর্তিকৃত শিশুদের গুরুত্বসহকারে চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত গরমের কারণে শিশুরা ডায়রিয়াসহ নানা রোগে বেশি আক্রান্ত হচ্ছে। একটু ঠাণ্ডা পড়লে এ সমস্যা কমে যাবে। তবে আমরা দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যাপারে সচেতন আছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে সানজিদার মা জহুরা আক্তার জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত অবস্থায় সানজিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ ছাড়াও হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ৮টি শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তাদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে।
সানজিদার মা জহুরা আক্তার আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার রাতে হঠাৎ সানজিদার জ্বরে ওঠে। কিছুক্ষণ পর থেকে শুরু হয় পাতলা পায়খানা। পরদিন সকালে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের কাছে তাকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গতকাল মঙ্গলবার গভীর রাতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে ময়মনসিংহ নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু সানজিদার বাবা বাড়িতে না থাকায় সানজিদাকে নিয়ে ময়মনসিংহ যাওয়া সম্ভব হয়নি।

নেত্রকোনার কলমাকান্দায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সানজিদা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি আছে আরও ৮টি শিশু।
আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সানজিদার মৃত্যু হয়। সে উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের মো. হানিফার মেয়ে। হানিফা কুমিল্লার একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন।
বিষয়টি নিশ্চিত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন বলেন, ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে সানজিদার মৃত্যু হয়েছে। আমরা সানজিদাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। এ ছাড়া ভর্তিকৃত শিশুদের গুরুত্বসহকারে চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত গরমের কারণে শিশুরা ডায়রিয়াসহ নানা রোগে বেশি আক্রান্ত হচ্ছে। একটু ঠাণ্ডা পড়লে এ সমস্যা কমে যাবে। তবে আমরা দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যাপারে সচেতন আছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে সানজিদার মা জহুরা আক্তার জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত অবস্থায় সানজিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ ছাড়াও হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ৮টি শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তাদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে।
সানজিদার মা জহুরা আক্তার আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার রাতে হঠাৎ সানজিদার জ্বরে ওঠে। কিছুক্ষণ পর থেকে শুরু হয় পাতলা পায়খানা। পরদিন সকালে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের কাছে তাকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গতকাল মঙ্গলবার গভীর রাতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে ময়মনসিংহ নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু সানজিদার বাবা বাড়িতে না থাকায় সানজিদাকে নিয়ে ময়মনসিংহ যাওয়া সম্ভব হয়নি।

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
৫ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২৪ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
৩০ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
৩৪ মিনিট আগে