নেত্রকোনা প্রতিনিধি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘ত্রুটি সারিয়ে যুগোপযোগী আইন করার দায়িত্ব সরকারের। সিভিল প্রসিডিউর কোড বহু দেশে আপডেট করা হয়। কিন্তু আমাদের দেশে তা করা হয় বহু বছর পর। এই সিভিল প্রসিডিউর কোডসহ অন্য আইনগুলো সংস্কার করা না হলে মামলার জট থেকে রেহাই পাওয়া যাবে না।’
আজ রোববার সন্ধ্যায় নেত্রকোনা শহরের আধুনিক স্টেডিয়ামে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাগরিক সমাজ এই সংবর্ধনার আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, ‘আইনের অনেক ডালপালার কারণে একটি ছোট মামলা থেকে অনেক মামলার সৃষ্টি হয়। হিসাব হয় অনেকগুলো মামলা। মামলা মূলত একটি। একটি মামলাই জজকোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যায়। এসব প্রক্রিয়ার সঙ্গে অ্যাডভোকেট, আমরা জজ সাহেবেরা ও আইন পেশার সঙ্গে সংশ্লিষ্ট সকলে জড়িত।’
‘এ দেশের আইনের বিভিন্ন ত্রুটিসমূহ দূর করে যুগপোযোগী আইন করা সরকারের দায়িত্ব রয়েছে। এখানে উপস্থিত সরকারের মন্ত্রী আছেন, সংসদ সদস্যরা আছেন। তাদের মাধ্যমে আমি সরকারকে বলব এই বিষয়গুলোর প্রতি নজর দেওয়ার জন্য। ল কমিশনের সাজেশন আমলে নিয়ে আরও অনেকগুলো আইন যুগোপযোগী করার উদ্যোগ নিলে মানুষে কষ্ট লাগব হবে।’ উপস্থিত সংসদ সদস্যদের এ বিষয়ে উদ্যোগ নিতে আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে ওবায়দুল হাসান বলেন, একটি মোবাইল ফোন দিয়ে মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে তথ্যের আদান-প্রদান করা যায়। নানা জ্ঞান অর্জন করা যায়। মনে রাখতে হবে তথ্যপ্রযুক্তির এই আশীর্বাদ যেন আসক্তিতে পরিণত না হয়। পরিবারের অভিভাবকদের এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে।
প্রধান বিচারপতি আরও বলেন, ‘আমি নেত্রকোনার সন্তান। গ্রামের স্কুলে পড়াশোনা করে প্রধান বিচারপতি হয়েছি। গ্রামে থেকে পড়াশোনা করেও এত বড় পদে যাওয়া যায়। আজকের এই সংবর্ধনা থেকে আমাদের শিক্ষার্থীরা এই অনুপ্রেরণা পাবে। এই কারণেই নাগরিক সংবর্ধনা গ্রহণে আমি আগ্রহী হয়েছি।’
নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম কামরুল কাদের, মোস্তফা জামান ইসলাম, সংসদ সদস্য অসীম কুমার উকিল, সাজ্জাদুল হাসান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, জাকিয়া পারভীন মনি, পরিকল্পনা কমিশনের সচিব এ কে এম ফজলুল হক, সিনিয়র জেলা জজ মো. শাহজাহান কবির, মোহাম্মদ ইফতেখার বিন আজিজ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম কবীর, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা জজকোর্টের জিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আমিরুল ইসলাম, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় প্রমুখ।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘ত্রুটি সারিয়ে যুগোপযোগী আইন করার দায়িত্ব সরকারের। সিভিল প্রসিডিউর কোড বহু দেশে আপডেট করা হয়। কিন্তু আমাদের দেশে তা করা হয় বহু বছর পর। এই সিভিল প্রসিডিউর কোডসহ অন্য আইনগুলো সংস্কার করা না হলে মামলার জট থেকে রেহাই পাওয়া যাবে না।’
আজ রোববার সন্ধ্যায় নেত্রকোনা শহরের আধুনিক স্টেডিয়ামে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাগরিক সমাজ এই সংবর্ধনার আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, ‘আইনের অনেক ডালপালার কারণে একটি ছোট মামলা থেকে অনেক মামলার সৃষ্টি হয়। হিসাব হয় অনেকগুলো মামলা। মামলা মূলত একটি। একটি মামলাই জজকোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যায়। এসব প্রক্রিয়ার সঙ্গে অ্যাডভোকেট, আমরা জজ সাহেবেরা ও আইন পেশার সঙ্গে সংশ্লিষ্ট সকলে জড়িত।’
‘এ দেশের আইনের বিভিন্ন ত্রুটিসমূহ দূর করে যুগপোযোগী আইন করা সরকারের দায়িত্ব রয়েছে। এখানে উপস্থিত সরকারের মন্ত্রী আছেন, সংসদ সদস্যরা আছেন। তাদের মাধ্যমে আমি সরকারকে বলব এই বিষয়গুলোর প্রতি নজর দেওয়ার জন্য। ল কমিশনের সাজেশন আমলে নিয়ে আরও অনেকগুলো আইন যুগোপযোগী করার উদ্যোগ নিলে মানুষে কষ্ট লাগব হবে।’ উপস্থিত সংসদ সদস্যদের এ বিষয়ে উদ্যোগ নিতে আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে ওবায়দুল হাসান বলেন, একটি মোবাইল ফোন দিয়ে মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে তথ্যের আদান-প্রদান করা যায়। নানা জ্ঞান অর্জন করা যায়। মনে রাখতে হবে তথ্যপ্রযুক্তির এই আশীর্বাদ যেন আসক্তিতে পরিণত না হয়। পরিবারের অভিভাবকদের এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে।
প্রধান বিচারপতি আরও বলেন, ‘আমি নেত্রকোনার সন্তান। গ্রামের স্কুলে পড়াশোনা করে প্রধান বিচারপতি হয়েছি। গ্রামে থেকে পড়াশোনা করেও এত বড় পদে যাওয়া যায়। আজকের এই সংবর্ধনা থেকে আমাদের শিক্ষার্থীরা এই অনুপ্রেরণা পাবে। এই কারণেই নাগরিক সংবর্ধনা গ্রহণে আমি আগ্রহী হয়েছি।’
নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম কামরুল কাদের, মোস্তফা জামান ইসলাম, সংসদ সদস্য অসীম কুমার উকিল, সাজ্জাদুল হাসান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, জাকিয়া পারভীন মনি, পরিকল্পনা কমিশনের সচিব এ কে এম ফজলুল হক, সিনিয়র জেলা জজ মো. শাহজাহান কবির, মোহাম্মদ ইফতেখার বিন আজিজ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম কবীর, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা জজকোর্টের জিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আমিরুল ইসলাম, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় প্রমুখ।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৬ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩২ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে