নেত্রকোনা প্রতিনিধি

কিশোরীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কাশেমকে (৬২) সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার পূর্বধলা থানা-পুলিশ। ২২ বছর ধরে পলাতক থাকা অবস্থায় আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুখলেছুর রহমান গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে ময়মনসিংহ র্যাব-১৪-এর একটি দল আবুল কাশেমকে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করে। বিকেলে আবুল কাশেমকে পূর্বধলা থানায় নিয়ে আসা হয়। পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আবুল কাশেমের বাড়ি পূর্বধলা উপজেলার ধলামাইজপাড়া গ্রামে।
পুলিশের এএসআই মুখলেছুর রহমান বলেন, ২০০১ সালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমের বিরুদ্ধে মামলা হয়। মামলার পরপরই কাশেম এলাকা থেকে পালিয়ে যান। সেই মামলায় ২০১৫ সালে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের সৈয়দপুর এলাকা থেকে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।
এএসআই মুখলেছুর রহমান আরও বলেন, মামলার পর থেকেই কাশেম স্ত্রী, সন্তানসহ সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামে আশ্রয় নেন। সেখানে তিনি নাম-পরিচয় গোপন করে অটোরিকশা চালাতেন। এলাকায় থাকা পরিবারের লোকজন বা আত্মীয়স্বজন কারও সঙ্গে যোগাযোগ করতেন না। এমনকি তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। যে কারণে তাঁর অবস্থান শনাক্ত করা কঠিন ছিল।
আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল শনিবার আবুল কাশেমকে আদালতে পাঠানো হবে বলে জানান এএসআই মুখলেছুর রহমান।

কিশোরীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কাশেমকে (৬২) সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার পূর্বধলা থানা-পুলিশ। ২২ বছর ধরে পলাতক থাকা অবস্থায় আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুখলেছুর রহমান গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে ময়মনসিংহ র্যাব-১৪-এর একটি দল আবুল কাশেমকে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করে। বিকেলে আবুল কাশেমকে পূর্বধলা থানায় নিয়ে আসা হয়। পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আবুল কাশেমের বাড়ি পূর্বধলা উপজেলার ধলামাইজপাড়া গ্রামে।
পুলিশের এএসআই মুখলেছুর রহমান বলেন, ২০০১ সালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমের বিরুদ্ধে মামলা হয়। মামলার পরপরই কাশেম এলাকা থেকে পালিয়ে যান। সেই মামলায় ২০১৫ সালে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের সৈয়দপুর এলাকা থেকে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।
এএসআই মুখলেছুর রহমান আরও বলেন, মামলার পর থেকেই কাশেম স্ত্রী, সন্তানসহ সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামে আশ্রয় নেন। সেখানে তিনি নাম-পরিচয় গোপন করে অটোরিকশা চালাতেন। এলাকায় থাকা পরিবারের লোকজন বা আত্মীয়স্বজন কারও সঙ্গে যোগাযোগ করতেন না। এমনকি তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। যে কারণে তাঁর অবস্থান শনাক্ত করা কঠিন ছিল।
আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল শনিবার আবুল কাশেমকে আদালতে পাঠানো হবে বলে জানান এএসআই মুখলেছুর রহমান।

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
৩২ মিনিট আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
৩৯ মিনিট আগে
মৌলভীবাজারের মতো নরসিংদীতেও নেতা-কর্মীদের বাধার মুখে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসাইন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
১ ঘণ্টা আগে