Ajker Patrika

বন্যার্তদের উদ্ধারে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২২, ১৫: ২৪
বন্যার্তদের উদ্ধারে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে নিখোঁজের ২১ ঘণ্টা পর বন্যার পানির স্রোতে তলিয়ে যাওয়া যুবক আক্কাস মিয়ার (২৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল চণ্ডীগড় উচ্চবিদ্যালয়ের সামনের বন্যার পানি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

গতকাল শুক্রবার বিকেল ৪টায় উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের তেলাচী গ্রামে বন্যার্তদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন আক্কাস মিয়া। তিনি দুর্গাপুর পৌর শহরের দশাল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, বন্যায় চণ্ডীগড় ইউনিয়নের তেলাচী গ্রামের আক্কাসের আত্মীয় আব্দুল বারেকের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে—এ খবর শুনে শুক্রবার বিকেলে আক্কাস লোকজন নিয়ে আব্দুল বারেকের বাড়ির দিকে রওনা হন। পথে চণ্ডীগড় উচ্চবিদ্যালয়ের সামনে প্রবল স্রোতে তাঁর সঙ্গে থাকা তিনজনসহ তিনি নিজেও বন্যার পানিতে পড়ে যান। পরে সঙ্গের তিনজন সাঁতার কেটে ওপরে উঠলেও নিখোঁজ হন আক্কাস মিয়া। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানার পুলিশকে খবর দেয়। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

এলাকার খবর
Loading...