গজারিয়া প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় আগুনে পুড়ে গেছে একটি মশার কয়েল তৈরির কারখানা। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার টেঙ্গারচর ভাটেরচরের নতুন রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারাখানা মালিক মো. আইয়ুব আলীর দাবি, আগুনে কারখানার অধিকাংশ কাঁচামাল পুড়ে গেছে।
এ ব্যাপারে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রঞ্জিত মল্লিক বলেন, ‘আজ সকালে সাড়ে আটটার দিকে মশার কয়েলের কারখানায় আগুন লাগে। আমরা খবর পাই প্রায় ৯টার দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে মেসার্স হাসান এন্টারপ্রাইজ নামের একটি মশা তৈরির কারখানায় আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
কারাখানার মালিক মো. আইয়ুব আলীর বলেন, ‘আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুনের কবল থেকে প্রায় এক লাখ টাকার মালামাল উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করছি, কারখানার অতিরিক্ত উত্তাপ থেকেই আগুন লেগেছে।’

মুন্সিগঞ্জের গজারিয়ায় আগুনে পুড়ে গেছে একটি মশার কয়েল তৈরির কারখানা। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার টেঙ্গারচর ভাটেরচরের নতুন রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারাখানা মালিক মো. আইয়ুব আলীর দাবি, আগুনে কারখানার অধিকাংশ কাঁচামাল পুড়ে গেছে।
এ ব্যাপারে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রঞ্জিত মল্লিক বলেন, ‘আজ সকালে সাড়ে আটটার দিকে মশার কয়েলের কারখানায় আগুন লাগে। আমরা খবর পাই প্রায় ৯টার দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে মেসার্স হাসান এন্টারপ্রাইজ নামের একটি মশা তৈরির কারখানায় আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
কারাখানার মালিক মো. আইয়ুব আলীর বলেন, ‘আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুনের কবল থেকে প্রায় এক লাখ টাকার মালামাল উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করছি, কারখানার অতিরিক্ত উত্তাপ থেকেই আগুন লেগেছে।’

আজ সকালে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। এ সময় বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে শতাধিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১২ মিনিট আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখার সভাপতি মো. সুমন সরকার।
১৮ মিনিট আগে
রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হক ডকইয়ার্ড নামে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আহমেদ দেওয়ান (৬০)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইল এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আহমেদ দেওয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয়।
২০ মিনিট আগে
তিনি বলেন, কোনো বিজিবির সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে তবে সে শুধু আইন ভাঙে না, রাষ্ট্রের নীতিকেও দুর্বল করে দেয়।
২৩ মিনিট আগে