Ajker Patrika

গজারিয়ায় আগুনে পুড়ল মশার কয়েল তৈরির কারখানা

গজারিয়া প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৬: ৫১
গজারিয়ায় আগুনে পুড়ল মশার কয়েল তৈরির কারখানা

মুন্সিগঞ্জের গজারিয়ায় আগুনে পুড়ে গেছে একটি মশার কয়েল তৈরির কারখানা। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার টেঙ্গারচর ভাটেরচরের নতুন রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারাখানা মালিক মো. আইয়ুব আলীর দাবি, আগুনে কারখানার অধিকাংশ কাঁচামাল পুড়ে গেছে।

এ ব্যাপারে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রঞ্জিত মল্লিক বলেন, ‘আজ সকালে সাড়ে আটটার দিকে মশার কয়েলের কারখানায় আগুন লাগে। আমরা খবর পাই প্রায় ৯টার দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।’ 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে মেসার্স হাসান এন্টারপ্রাইজ নামের একটি মশা তৈরির কারখানায় আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। 

কারাখানার মালিক মো. আইয়ুব আলীর বলেন, ‘আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুনের কবল থেকে প্রায় এক লাখ টাকার মালামাল উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করছি, কারখানার অতিরিক্ত উত্তাপ থেকেই আগুন লেগেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত