Ajker Patrika

লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেলের গতি ২০ কিমি রাখার দাবি

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৬: ০৬
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেলের গতি ২০ কিমি রাখার দাবি

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেলের গতি সর্বোচ্চ ২০ কিলোমিটার করার দাবি জানিয়েছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। বিশ্ব বন্যপ্রাণী দিবসে উপলক্ষে আজ শুক্রবার সকালে রেলের গতি নিয়ন্ত্রণ কর্মসূচিতে তাঁরা এ দাবি জানান।

 ‘সবার অংশগ্রহণ বন্যপ্রাণী হবে সংরক্ষণ’ প্রতিপাদ্যে রেলের গতি ২০ কিলোমিটার বাস্তবায়ন করতে ভানুগাছ ও শ্রীমঙ্গল রেলস্টেশনে বনের ভেতরে রেললাইনের পাশে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগের এসিএফ শ্যামল কুমার মিত্র, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, পরিবেশকর্মী নুরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আহাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন শুভ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, প্রমুখ।

কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে বিশ্ব বন্যপ্রাণী দিবসে রেলের গতি ২০ কিলোমিটার রাখার কর্মসূচিবন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমরা গত বছর বিশ্ব বন্যপ্রাণী দিবসে লাউয়াছড়ার বনাঞ্চল এলাকায় সড়কপথে গাড়ির গতিসীমা সর্বোচ্চ ২০ কিলোমিটার রাখার জন্য কর্মসূচি পালন করেছিলাম। এ বছরও একই গতি রাখার জন্য কর্মসূচির আয়োজন করি। বনের প্রাণীরা নিরাপদে চলার জন্য বন বিভাগ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে সমস্যা হচ্ছে, এসব নিয়ম অনেকেই মানেন না। বনের প্রাণীদের প্রতি সবাইকে আরও সহানুভূতিশীল হতে হবে।’

জীববৈচিত্র্য সংরক্ষণে ১৯৯৬ সালে ১ হাজার ২৫০ হেক্টরের কমলগঞ্জের লাউয়াছড়াকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। এই উদ্যানে রয়েছে বিশ্বের বিরল এবং বিপন্ন অনেক বৃক্ষ, উদ্ভিদ ও প্রাণীর বাস। উদ্যানে ৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এর মধ্যে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, চার প্রজাতির উভচর, ছয় প্রজাতির সরীসৃপ, ২৪৬ প্রজাতির পাখি এবং ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায় বলে জানা গেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত