
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেলের গতি সর্বোচ্চ ২০ কিলোমিটার করার দাবি জানিয়েছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। বিশ্ব বন্যপ্রাণী দিবসে উপলক্ষে আজ শুক্রবার সকালে রেলের গতি নিয়ন্ত্রণ কর্মসূচিতে তাঁরা এ দাবি জানান।
‘সবার অংশগ্রহণ বন্যপ্রাণী হবে সংরক্ষণ’ প্রতিপাদ্যে রেলের গতি ২০ কিলোমিটার বাস্তবায়ন করতে ভানুগাছ ও শ্রীমঙ্গল রেলস্টেশনে বনের ভেতরে রেললাইনের পাশে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগের এসিএফ শ্যামল কুমার মিত্র, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, পরিবেশকর্মী নুরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আহাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন শুভ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, প্রমুখ।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমরা গত বছর বিশ্ব বন্যপ্রাণী দিবসে লাউয়াছড়ার বনাঞ্চল এলাকায় সড়কপথে গাড়ির গতিসীমা সর্বোচ্চ ২০ কিলোমিটার রাখার জন্য কর্মসূচি পালন করেছিলাম। এ বছরও একই গতি রাখার জন্য কর্মসূচির আয়োজন করি। বনের প্রাণীরা নিরাপদে চলার জন্য বন বিভাগ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে সমস্যা হচ্ছে, এসব নিয়ম অনেকেই মানেন না। বনের প্রাণীদের প্রতি সবাইকে আরও সহানুভূতিশীল হতে হবে।’
জীববৈচিত্র্য সংরক্ষণে ১৯৯৬ সালে ১ হাজার ২৫০ হেক্টরের কমলগঞ্জের লাউয়াছড়াকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। এই উদ্যানে রয়েছে বিশ্বের বিরল এবং বিপন্ন অনেক বৃক্ষ, উদ্ভিদ ও প্রাণীর বাস। উদ্যানে ৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এর মধ্যে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, চার প্রজাতির উভচর, ছয় প্রজাতির সরীসৃপ, ২৪৬ প্রজাতির পাখি এবং ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায় বলে জানা গেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ থেকে।

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেলের গতি সর্বোচ্চ ২০ কিলোমিটার করার দাবি জানিয়েছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। বিশ্ব বন্যপ্রাণী দিবসে উপলক্ষে আজ শুক্রবার সকালে রেলের গতি নিয়ন্ত্রণ কর্মসূচিতে তাঁরা এ দাবি জানান।
‘সবার অংশগ্রহণ বন্যপ্রাণী হবে সংরক্ষণ’ প্রতিপাদ্যে রেলের গতি ২০ কিলোমিটার বাস্তবায়ন করতে ভানুগাছ ও শ্রীমঙ্গল রেলস্টেশনে বনের ভেতরে রেললাইনের পাশে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগের এসিএফ শ্যামল কুমার মিত্র, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, পরিবেশকর্মী নুরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আহাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন শুভ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, প্রমুখ।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমরা গত বছর বিশ্ব বন্যপ্রাণী দিবসে লাউয়াছড়ার বনাঞ্চল এলাকায় সড়কপথে গাড়ির গতিসীমা সর্বোচ্চ ২০ কিলোমিটার রাখার জন্য কর্মসূচি পালন করেছিলাম। এ বছরও একই গতি রাখার জন্য কর্মসূচির আয়োজন করি। বনের প্রাণীরা নিরাপদে চলার জন্য বন বিভাগ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে সমস্যা হচ্ছে, এসব নিয়ম অনেকেই মানেন না। বনের প্রাণীদের প্রতি সবাইকে আরও সহানুভূতিশীল হতে হবে।’
জীববৈচিত্র্য সংরক্ষণে ১৯৯৬ সালে ১ হাজার ২৫০ হেক্টরের কমলগঞ্জের লাউয়াছড়াকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। এই উদ্যানে রয়েছে বিশ্বের বিরল এবং বিপন্ন অনেক বৃক্ষ, উদ্ভিদ ও প্রাণীর বাস। উদ্যানে ৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এর মধ্যে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, চার প্রজাতির উভচর, ছয় প্রজাতির সরীসৃপ, ২৪৬ প্রজাতির পাখি এবং ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায় বলে জানা গেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ থেকে।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮)
২ মিনিট আগে
যশোরের মনিরামপুরে পোষা বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী। বিড়ালের মালিক জিল্লুর রহমান শনিবার দুপুরে মনিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন।
৭ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
১ ঘণ্টা আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
১ ঘণ্টা আগে