সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর ভাঙন রোধে ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। মেসার্স জলিল ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে বলে জানায় জেলা পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয়রা জানান, নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ইতিমধ্যে হরগজ ইউনিয়নের হরগজ পূর্ব নগর এলাকার গ্রামের প্রধান সড়ক ও আলম হোসেনের স্ত্রী সাবজানের (৪০) বসতবাড়ি ভেঙে গেছে । ঝুঁকিতে রয়েছে হরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেলার মাঠ, বিদ্যালয়সংলগ্ন এলাকার রাস্তা ও বসতবাড়ি।
গত ১৪ সেপ্টেম্বর ‘ভাঙনের ঝুঁকিতে শিক্ষাপ্রতিষ্ঠান’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের নজরে আসে। বিষয়টি লিখিত আকারে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে জানালে জিও ব্যাগ ব্যবহার করে ভাঙন রোধের জন্য ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ বরাদ্দ করা হয়। বরাদ্দের পর কাজ শুরু হয়েছে বলে সাটুরিয়া ইউএনও অফিস সূত্রে জানা যায়।
রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন জিও ব্যাগে বালু ভর্তি করে প্যাকেট প্রস্তুতের কাজ করছেন। এই প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য দিনরাত কাজ করছেন তাঁরা।
দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান হরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল হক মোল্লা। তিনি বলেন, ‘আমাদের বিদ্যালয়টি নদীভাঙনের ঝুঁকিতে ছিল। ইতিমধ্যে টয়লেটের কিছু অংশ ভেঙেও গেছে। ভাঙন প্রতিরোধে ১০ লাখ টাকার এই জিও ব্যাগ ফালানোর প্রকল্পের কাজ বাস্তবায়িত হলে আমার স্কুলসহ খেলার মাঠ, রাস্তাঘাট ও বসতবাড়ি রক্ষা পাবে।’
মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যে গাজীখালী নদীর ভাঙন রোধে মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দকৃত ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান তিনি।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর ভাঙন রোধে ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। মেসার্স জলিল ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে বলে জানায় জেলা পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয়রা জানান, নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ইতিমধ্যে হরগজ ইউনিয়নের হরগজ পূর্ব নগর এলাকার গ্রামের প্রধান সড়ক ও আলম হোসেনের স্ত্রী সাবজানের (৪০) বসতবাড়ি ভেঙে গেছে । ঝুঁকিতে রয়েছে হরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেলার মাঠ, বিদ্যালয়সংলগ্ন এলাকার রাস্তা ও বসতবাড়ি।
গত ১৪ সেপ্টেম্বর ‘ভাঙনের ঝুঁকিতে শিক্ষাপ্রতিষ্ঠান’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের নজরে আসে। বিষয়টি লিখিত আকারে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে জানালে জিও ব্যাগ ব্যবহার করে ভাঙন রোধের জন্য ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ বরাদ্দ করা হয়। বরাদ্দের পর কাজ শুরু হয়েছে বলে সাটুরিয়া ইউএনও অফিস সূত্রে জানা যায়।
রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন জিও ব্যাগে বালু ভর্তি করে প্যাকেট প্রস্তুতের কাজ করছেন। এই প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য দিনরাত কাজ করছেন তাঁরা।
দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান হরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল হক মোল্লা। তিনি বলেন, ‘আমাদের বিদ্যালয়টি নদীভাঙনের ঝুঁকিতে ছিল। ইতিমধ্যে টয়লেটের কিছু অংশ ভেঙেও গেছে। ভাঙন প্রতিরোধে ১০ লাখ টাকার এই জিও ব্যাগ ফালানোর প্রকল্পের কাজ বাস্তবায়িত হলে আমার স্কুলসহ খেলার মাঠ, রাস্তাঘাট ও বসতবাড়ি রক্ষা পাবে।’
মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যে গাজীখালী নদীর ভাঙন রোধে মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দকৃত ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান তিনি।

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৮ ঘণ্টা আগে