Ajker Patrika

মানিকগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন-ভাঙচুরের মামলায় শ্রমিক লীগ সভাপতি গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২৫, ১৯: ৩৭
মানিকগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন-ভাঙচুরের মামলায় শ্রমিক লীগ সভাপতি গ্রেপ্তার
গ্রেপ্তার মানিকগঞ্জ শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে ঢাকার দারুস সালাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, বাবুল সরকারকে ঢাকার দারুস সালাম থানাধীন এস এ খালেক আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত পরে শুনানি হবে জানিয়ে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় গত বছরের ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুরাদ হোসেন বাদী হয়ে নাশকতা ও হামলার অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।

এ মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারসহ ৯১ জনের নাম উল্লেখ করে ও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনও এই মামলার আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত