হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উঠেছে। গত রোববার ওই শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দুই শিক্ষার্থীর অভিভাবক। তবে অভিযুক্ত শিক্ষক বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ওই শিক্ষক চতুর্থ শ্রেণির দুই ছাত্রীকে বিদ্যালয়ে এবং তার (শিক্ষকের) বাড়িতে টিউশনির সময়ে প্রায়ই তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন। কয়েক দিন আগে ওই ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করলে, তারা বাড়িতে এসে কান্নাকাটি করে পরিবারকে বিষয়টি জানায়।
লিখিত অভিযোগ পেয়েছেন জানিয়ে হরিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম সোমবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই সহকারী শিক্ষককে চরাঞ্চলের একটি স্কুলে বদলির (সাময়িক) বিষয়ে সুপারিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। তদন্তে প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করব। তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা আখতার বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে ঘটনাটি প্রমাণিত হলে শাস্তি দেওয়া হবে। তদন্তের আগে একটা স্কুলে সরিয়ে দেওয়া হবে। তারপর তদন্তে যদি প্রমাণিত হয়, তখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।’
অভিযুক্ত শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘এটা মিথ্যা অভিযোগ। এটা বানোয়াট ও ভিত্তিহীন। আমার সম্মানহানির জন্য, আমাকে হেয় করতে গ্রামের কিছু লোক আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা ভিত্তিহীন অভিযোগ করেছে। তারা আমাকে ও আমার পরিবারকে হেয় করতে এবং আমার সামাজিক অবস্থান ভূলুণ্ঠিত করতে এই অভিযোগ করেছে। তারা অন্য শিক্ষার্থীদের দিয়েও মিথ্যা অভিযোগ করানোর চেষ্টা করেছে। তারা আমার বাড়িতে ৫০-৬০ জন লোক পাঠিয়েছে। তারা নানাভাবে হুমকি দিয়েছে, আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’
তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলায় তিনি স্থানীয় চেয়ারম্যান শফিক বিশ্বাস এবং এলাকাবাসী ও স্কুলের প্রধান শিক্ষকের কাছে বিচার চাইলে গত শুক্রবার সামাজিকভাবে বিচার বসলেও সমাধান হয়নি বলে দাবি করেন ওই শিক্ষক।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘গত শুক্রবার আমরা সমাধানে বসতে চেয়েছিলাম। তবে শুক্রবার সমাধান হয়নি।’

মানিকগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উঠেছে। গত রোববার ওই শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দুই শিক্ষার্থীর অভিভাবক। তবে অভিযুক্ত শিক্ষক বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ওই শিক্ষক চতুর্থ শ্রেণির দুই ছাত্রীকে বিদ্যালয়ে এবং তার (শিক্ষকের) বাড়িতে টিউশনির সময়ে প্রায়ই তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন। কয়েক দিন আগে ওই ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করলে, তারা বাড়িতে এসে কান্নাকাটি করে পরিবারকে বিষয়টি জানায়।
লিখিত অভিযোগ পেয়েছেন জানিয়ে হরিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম সোমবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই সহকারী শিক্ষককে চরাঞ্চলের একটি স্কুলে বদলির (সাময়িক) বিষয়ে সুপারিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। তদন্তে প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করব। তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা আখতার বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে ঘটনাটি প্রমাণিত হলে শাস্তি দেওয়া হবে। তদন্তের আগে একটা স্কুলে সরিয়ে দেওয়া হবে। তারপর তদন্তে যদি প্রমাণিত হয়, তখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।’
অভিযুক্ত শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘এটা মিথ্যা অভিযোগ। এটা বানোয়াট ও ভিত্তিহীন। আমার সম্মানহানির জন্য, আমাকে হেয় করতে গ্রামের কিছু লোক আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা ভিত্তিহীন অভিযোগ করেছে। তারা আমাকে ও আমার পরিবারকে হেয় করতে এবং আমার সামাজিক অবস্থান ভূলুণ্ঠিত করতে এই অভিযোগ করেছে। তারা অন্য শিক্ষার্থীদের দিয়েও মিথ্যা অভিযোগ করানোর চেষ্টা করেছে। তারা আমার বাড়িতে ৫০-৬০ জন লোক পাঠিয়েছে। তারা নানাভাবে হুমকি দিয়েছে, আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’
তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলায় তিনি স্থানীয় চেয়ারম্যান শফিক বিশ্বাস এবং এলাকাবাসী ও স্কুলের প্রধান শিক্ষকের কাছে বিচার চাইলে গত শুক্রবার সামাজিকভাবে বিচার বসলেও সমাধান হয়নি বলে দাবি করেন ওই শিক্ষক।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘গত শুক্রবার আমরা সমাধানে বসতে চেয়েছিলাম। তবে শুক্রবার সমাধান হয়নি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
১০ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
১১ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ভারতে পালাতে সাহায্যকারী সঞ্জয় চিসিম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন...
২৭ মিনিট আগে
ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দিনের ‘স্থগিতাদেশ’ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৪১ মিনিট আগে