মানিকগঞ্জ প্রতিনিধি

চট্টগ্রামে বিমান বিধ্বস্তে নিহত বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ রিফাতের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে আসিমের জানাজা শেষে মানিকগঞ্জ সেওতা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নানার কবরে দাফন সম্পন্ন হয়।
এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারযোগে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আসিমের মরদেহ আনা হয়। এ সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাদ জুমা শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আসিমের জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১টার দিকে জুমার নামাজের পর স্থানীয় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
আসিমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কিছু সময় আগে তাঁর বাবা আমানউল্লাহ একমাত্র সন্তান হারানোর শোক যেন কাটিয়ে উঠতে পারেন এবং অল্প সময়ে চলে যাওয়া সন্তানের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান।
নিহতের বড় খালু শামসুল ইসলাম বলেন, ‘বিমানবাহিনীর হেডকোয়ার্টার্সে আসিম জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আসিমকে ঢাকায় তাঁদের নিজস্ব কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আসিমের মায়ের দাবি অনুযায়ী তাঁকে মানিকগঞ্জ সেওতা কবরস্থানে তাঁর নানার কবরে দাফন করা হয়।’
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল বলেন, ‘আমরা মনে করি, আসিম মারা যাওয়ার ঘটনায় একটি নিখুঁত এবং সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কীভাবে, কী কী কারণে এমন একটা দুর্ঘটনা হলো, এটা আমরা জানতে চাই। জাতির সামনে যেন তদন্ত রিপোর্ট উপস্থাপন করা হয়। পাশাপাশি নিহতের মা, স্ত্রী, সন্তানেরা যেন সারা জীবন চলতে পারে, তার একটা সঠিক ব্যবস্থা যেন সরকারের পক্ষ থেকে করা হয়।’
আরও পড়ুন:

চট্টগ্রামে বিমান বিধ্বস্তে নিহত বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ রিফাতের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে আসিমের জানাজা শেষে মানিকগঞ্জ সেওতা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নানার কবরে দাফন সম্পন্ন হয়।
এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারযোগে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আসিমের মরদেহ আনা হয়। এ সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাদ জুমা শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আসিমের জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১টার দিকে জুমার নামাজের পর স্থানীয় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
আসিমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কিছু সময় আগে তাঁর বাবা আমানউল্লাহ একমাত্র সন্তান হারানোর শোক যেন কাটিয়ে উঠতে পারেন এবং অল্প সময়ে চলে যাওয়া সন্তানের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান।
নিহতের বড় খালু শামসুল ইসলাম বলেন, ‘বিমানবাহিনীর হেডকোয়ার্টার্সে আসিম জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আসিমকে ঢাকায় তাঁদের নিজস্ব কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আসিমের মায়ের দাবি অনুযায়ী তাঁকে মানিকগঞ্জ সেওতা কবরস্থানে তাঁর নানার কবরে দাফন করা হয়।’
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল বলেন, ‘আমরা মনে করি, আসিম মারা যাওয়ার ঘটনায় একটি নিখুঁত এবং সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কীভাবে, কী কী কারণে এমন একটা দুর্ঘটনা হলো, এটা আমরা জানতে চাই। জাতির সামনে যেন তদন্ত রিপোর্ট উপস্থাপন করা হয়। পাশাপাশি নিহতের মা, স্ত্রী, সন্তানেরা যেন সারা জীবন চলতে পারে, তার একটা সঠিক ব্যবস্থা যেন সরকারের পক্ষ থেকে করা হয়।’
আরও পড়ুন:

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে