হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর-হরিরামপুর-সদর আংশিক) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা পেলেও স্বতন্ত্র প্রার্থীর দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তাঁর এই পরাজয় নিয়ে গোটা দেশেই চলছে আলোচনা। এদিকে এই আসনের সাধারণ ভোটার ও নেতা-কর্মীরাও নিজেদের মতো করে বিশ্লেষণ করছেন মমতাজের হারের বিষয়টি।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে বিজয়ী প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ টুলু ৮৮ হাজার ৩০৯ ভোট এবং মমতাজ বেগম ৮২ হাজার ১৩৮ ভোট পেয়েছেন।
সিংগাইর ও হরিরামপুর উপজেলার সাধারণ ভোটার, এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানান, পরিবারকেন্দ্রিক রাজনীতি, তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবমূল্যায়ন, কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা, আওয়ামীপন্থী নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের মূল্যায়ন না করা, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিনকে কটাক্ষ করে বক্তব্য দেওয়া মমতাজের পরাজয়ে ভূমিকা রাখতে পারে।
সেই সঙ্গে পারিবারিক দ্বন্দ্বও ভোটারদের মধ্যে প্রভাব ফেলে বলে মনে করেছেন অনেকে। নিজের কর্মিবাহিনী দিয়ে স্বামী ডা. মঈন হাসানের ওপর হামলার অভিযোগ, বাবা প্রয়াত মধু বয়াতির প্রথম স্ত্রী ও তিন কন্যার টুলুর পক্ষে অবস্থান এর উল্লেখযোগ্য।
এদিকে হরিরামপুরের বাসিন্দা এবং সাবেক রাজনীতিবিদ ও অধ্যাপক আবুল ইসলাম শিকদার মনে করেন, জেলা, উপজেলা, ইউনিয়নের দলীয় অনেক নেতা-কর্মীর বিরোধিতা, নিজের অহংকারবোধ, ভাষার মাধ্যমে মানুষকে অবজ্ঞা করা এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকায় জনপ্রিয়তা কমে যাওয়া মমতাজের হারের নেপথ্যে থাকতে পারে।
আবুল ইসলাম শিকদার আজকের পত্রিকাকে জানান, প্রবাসী ভাইদের রেমিট্যান্স নিয়ে বিতর্কিত মন্তব্যও তাঁর হারের একটি কারণ হতে পারে। এদিকে দীর্ঘদিনের পরীক্ষিত আওয়ামী লীগ নেতা না হলেও এলাকায় দান করা, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা জাহিদ আহমেদ টুলুর পক্ষে কাজ করে। টুলু আওয়ামী লীগ নেতা হলেও নৌকা প্রতীকের প্রার্থী না হওয়ায় আওয়ামীবিরোধী সেন্টিমেন্টও তাঁর পক্ষে যায়। এর পাশাপাশি নির্বাচনের মাঠে টুলুর প্রচুর জনসংযোগও তাঁর জয়ে ভূমিকা রাখে বলে মনে করেন এই অবসরপ্রাপ্ত অধ্যাপক।

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর-হরিরামপুর-সদর আংশিক) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা পেলেও স্বতন্ত্র প্রার্থীর দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তাঁর এই পরাজয় নিয়ে গোটা দেশেই চলছে আলোচনা। এদিকে এই আসনের সাধারণ ভোটার ও নেতা-কর্মীরাও নিজেদের মতো করে বিশ্লেষণ করছেন মমতাজের হারের বিষয়টি।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে বিজয়ী প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ টুলু ৮৮ হাজার ৩০৯ ভোট এবং মমতাজ বেগম ৮২ হাজার ১৩৮ ভোট পেয়েছেন।
সিংগাইর ও হরিরামপুর উপজেলার সাধারণ ভোটার, এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানান, পরিবারকেন্দ্রিক রাজনীতি, তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবমূল্যায়ন, কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা, আওয়ামীপন্থী নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের মূল্যায়ন না করা, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিনকে কটাক্ষ করে বক্তব্য দেওয়া মমতাজের পরাজয়ে ভূমিকা রাখতে পারে।
সেই সঙ্গে পারিবারিক দ্বন্দ্বও ভোটারদের মধ্যে প্রভাব ফেলে বলে মনে করেছেন অনেকে। নিজের কর্মিবাহিনী দিয়ে স্বামী ডা. মঈন হাসানের ওপর হামলার অভিযোগ, বাবা প্রয়াত মধু বয়াতির প্রথম স্ত্রী ও তিন কন্যার টুলুর পক্ষে অবস্থান এর উল্লেখযোগ্য।
এদিকে হরিরামপুরের বাসিন্দা এবং সাবেক রাজনীতিবিদ ও অধ্যাপক আবুল ইসলাম শিকদার মনে করেন, জেলা, উপজেলা, ইউনিয়নের দলীয় অনেক নেতা-কর্মীর বিরোধিতা, নিজের অহংকারবোধ, ভাষার মাধ্যমে মানুষকে অবজ্ঞা করা এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকায় জনপ্রিয়তা কমে যাওয়া মমতাজের হারের নেপথ্যে থাকতে পারে।
আবুল ইসলাম শিকদার আজকের পত্রিকাকে জানান, প্রবাসী ভাইদের রেমিট্যান্স নিয়ে বিতর্কিত মন্তব্যও তাঁর হারের একটি কারণ হতে পারে। এদিকে দীর্ঘদিনের পরীক্ষিত আওয়ামী লীগ নেতা না হলেও এলাকায় দান করা, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা জাহিদ আহমেদ টুলুর পক্ষে কাজ করে। টুলু আওয়ামী লীগ নেতা হলেও নৌকা প্রতীকের প্রার্থী না হওয়ায় আওয়ামীবিরোধী সেন্টিমেন্টও তাঁর পক্ষে যায়। এর পাশাপাশি নির্বাচনের মাঠে টুলুর প্রচুর জনসংযোগও তাঁর জয়ে ভূমিকা রাখে বলে মনে করেন এই অবসরপ্রাপ্ত অধ্যাপক।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৩ ঘণ্টা আগে