মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে নাশকতার মামলায় জামিন নিতে গিয়ে বিএনপি ২৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁরা জামিনের আবেদন করেন। আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য জামিন না মঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো ২৬ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক শিহাব সুমন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরসাদুল ইসলাম জ্যাকী, সাবেক সহসভাপতি শিপু হায়দার, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. তপু, শিবালয় উপজেলা বিএনপির নেতা আমির হোসেন, আব্বাস আলী, নাজমুল ইসলাম রাজু, নাজমুল ইসলাম, এস এম আব্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, সদস্যসচিব সোহেল রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জুয়েল তালুকদার, দরগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুবদল কর্মী ফয়েজ হোসেন, আবদুর রউফ, আবদুর রহমান ও আবদুল মজিদ, সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্যসচিব মো. অয়ন, ছাত্রদল কর্মী মো. অনিক ও সাদিত হোসেন। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
গত ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের আগে মানিকগঞ্জের সাতটি থানায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে নয়টি মামলা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও পুলিশ বাদী হয়ে এসব মামলা করা হয়।
মামলায় ১৪৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়। এর মধ্যে কারাগারে পাঠানো ২৬ নেতা-কর্মী উচ্চ আদালতে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন তাঁরা।
এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার আজকের পত্রিকাকে বলেন, ‘১০ ডিসেম্বরের আগে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে “গায়েবি” মামলা দেওয়া হয়। এসব মামলায় জামিন চেয়ে দলের ২৮ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাঁদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

মানিকগঞ্জে নাশকতার মামলায় জামিন নিতে গিয়ে বিএনপি ২৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁরা জামিনের আবেদন করেন। আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য জামিন না মঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো ২৬ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক শিহাব সুমন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরসাদুল ইসলাম জ্যাকী, সাবেক সহসভাপতি শিপু হায়দার, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. তপু, শিবালয় উপজেলা বিএনপির নেতা আমির হোসেন, আব্বাস আলী, নাজমুল ইসলাম রাজু, নাজমুল ইসলাম, এস এম আব্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, সদস্যসচিব সোহেল রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জুয়েল তালুকদার, দরগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুবদল কর্মী ফয়েজ হোসেন, আবদুর রউফ, আবদুর রহমান ও আবদুল মজিদ, সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্যসচিব মো. অয়ন, ছাত্রদল কর্মী মো. অনিক ও সাদিত হোসেন। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
গত ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের আগে মানিকগঞ্জের সাতটি থানায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে নয়টি মামলা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও পুলিশ বাদী হয়ে এসব মামলা করা হয়।
মামলায় ১৪৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়। এর মধ্যে কারাগারে পাঠানো ২৬ নেতা-কর্মী উচ্চ আদালতে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন তাঁরা।
এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার আজকের পত্রিকাকে বলেন, ‘১০ ডিসেম্বরের আগে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে “গায়েবি” মামলা দেওয়া হয়। এসব মামলায় জামিন চেয়ে দলের ২৮ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাঁদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
৭ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১০ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
২৮ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে