ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঘিওরে চমক দেখালেন দুই ভাই। গত রোববারে ৪র্থ দফার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বানিয়াজুরী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস আর আনসারী বিল্টু। একই সঙ্গে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে মোরগ মার্কায় জয় লাভ করেছেন তাঁর ছোট ভাই এই মিঠুন আনসারী। দুই ভাই নির্বাচিত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, আনসারী বিল্টু ও মিঠুন আনসারীর বাড়ি উপজেলার বানিয়াজুরী গ্রামে। তারা সম্পর্কে আপন চাচাতো ও একই সঙ্গে খালাতো ভাই। পরিবার পরিজন নিয়ে একই বাড়িতে বসবাস করেন তাঁরা। অবশ্য নির্বাচনের সময় তাঁদের ছিল আলাদা আলাদা নির্বাচনী ক্যাম্প, ছিল আলাদা নির্বাচনী প্রচারণা। আনসারী বিল্টু এর আগেও দুই বার চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। এবারই প্রথম জয় পেলেন তিনি। অপরদিকে মিঠুন আনসারী এর আগে দুই বার নির্বাচন করেছেন, একবার জয়ী হয়ে মেম্বার হয়েছিলেন। এবারেরটা নিয়ে তিনি দ্বিতীয়বার মেম্বার হলেন।
এ নির্বাচনে আনসারী বিল্টু পেয়েছেন ৫ হাজার ৩৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাশেম চতু পেয়েছেন ৪ হাজার ৮৯২ ভোট। অপর দিকে মেম্বার পদে মিঠুন আনসারী পেয়েছেন ৬০৭ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আইয়ুব খান পেয়েছেন ৫০০ ভোট।
নব নির্বাচিত মেম্বার মিঠুন আনসারী বলেন, ‘আমরা সম্পর্কে খালাতো ও একই সঙ্গে চাচাতো ভাই। এক বাড়িতেই বসবাস করি। কিন্তু এখন থেকে তিনি চেয়ারম্যান সাহেব। আমি তার ইউনিয়নের একজন মেম্বার।’
নব নির্বাচিত চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, ‘জনগণের ভালোবাসা, সমর্থন পেয়ে জয় লাভ করেছি। ইউনিয়নবাসীর সেবা করার মানসিকতা নিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছি। মিঠুন আমার ভাই কিন্তু সে এখন পরিষদের একজন সদস্য, আমার মতোই একজন জনগণের সেবক।’

ঘিওরে চমক দেখালেন দুই ভাই। গত রোববারে ৪র্থ দফার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বানিয়াজুরী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস আর আনসারী বিল্টু। একই সঙ্গে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে মোরগ মার্কায় জয় লাভ করেছেন তাঁর ছোট ভাই এই মিঠুন আনসারী। দুই ভাই নির্বাচিত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, আনসারী বিল্টু ও মিঠুন আনসারীর বাড়ি উপজেলার বানিয়াজুরী গ্রামে। তারা সম্পর্কে আপন চাচাতো ও একই সঙ্গে খালাতো ভাই। পরিবার পরিজন নিয়ে একই বাড়িতে বসবাস করেন তাঁরা। অবশ্য নির্বাচনের সময় তাঁদের ছিল আলাদা আলাদা নির্বাচনী ক্যাম্প, ছিল আলাদা নির্বাচনী প্রচারণা। আনসারী বিল্টু এর আগেও দুই বার চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। এবারই প্রথম জয় পেলেন তিনি। অপরদিকে মিঠুন আনসারী এর আগে দুই বার নির্বাচন করেছেন, একবার জয়ী হয়ে মেম্বার হয়েছিলেন। এবারেরটা নিয়ে তিনি দ্বিতীয়বার মেম্বার হলেন।
এ নির্বাচনে আনসারী বিল্টু পেয়েছেন ৫ হাজার ৩৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাশেম চতু পেয়েছেন ৪ হাজার ৮৯২ ভোট। অপর দিকে মেম্বার পদে মিঠুন আনসারী পেয়েছেন ৬০৭ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আইয়ুব খান পেয়েছেন ৫০০ ভোট।
নব নির্বাচিত মেম্বার মিঠুন আনসারী বলেন, ‘আমরা সম্পর্কে খালাতো ও একই সঙ্গে চাচাতো ভাই। এক বাড়িতেই বসবাস করি। কিন্তু এখন থেকে তিনি চেয়ারম্যান সাহেব। আমি তার ইউনিয়নের একজন মেম্বার।’
নব নির্বাচিত চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, ‘জনগণের ভালোবাসা, সমর্থন পেয়ে জয় লাভ করেছি। ইউনিয়নবাসীর সেবা করার মানসিকতা নিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছি। মিঠুন আমার ভাই কিন্তু সে এখন পরিষদের একজন সদস্য, আমার মতোই একজন জনগণের সেবক।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘প্রশাসনের একটা পক্ষ অলরেডি একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে। এটা বাংলাদেশের জন্য অশনিসংকেত। বাংলাদেশ রাষ্ট্রটাকে সঠিকভাবে গড়তে হয়, তাহলে প্রত্যেকটা দলকেই এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে কথা বলতে হবে।’
৩৯ মিনিট আগে
নরসিংদীর পলাশে মনি চক্রবর্তী (৪০) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগে
ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক।
১ ঘণ্টা আগে
তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন। আজ মঙ্গলবার সকালে মেহেরপুরের তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তীব্র ঠান্ডায় স্কুলে যেতে দুর্ভোগে পড়েছে প্রাথমিক স্কুলের শিশুরা। সকালে হালকা কুয়াশা আর হিম বাতাসে কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে তারা।
১ ঘণ্টা আগে