প্রতিনিধি, মাগুরা

মাগুরা সদর উপজেলার বেরইলপলিতা গ্রামে বন্ধুদের ছুরিকাঘাতে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র গোলাম রসুল (১৬) বেরইলপলিতা গ্রামের কাজী রওমোতের ছেলে। সে রসুল গঙ্গারাম কালীপ্রসন্ন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে শিক্ষার্থী।
আজ এই ঘটনায় মাগুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা কাজী রওমোত মামলার বাদী হয়েছেন। তবে আসামিদের এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি সদর থানা-পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, খুন হওয়া গোলাম রসুলের বাবা কাজী রওমোত স্থানীয় বাজারে একটি চায়ের দোকানি। মঙ্গলবার রাত ৭টা ৪৫ মিনিটে বাবার চায়ের দোকান থেকে রসুল বাড়ির দিকে রওনা হয়। বেরইলপলিতা দক্ষিণপাড়ায় নুর আলমের পাকা রাস্তার পাশে রসুলের কয়েকজন বন্ধু তাকে ডাকলে সে তাদের সঙ্গে যায়। এরপর কথা-কাটাকাটি হয় ইন্টারনেট ভিত্তিক গেম ফ্রি ফায়ার নিয়ে। এই সকল বন্ধুদের সঙ্গে ইতিপূর্বে মোবাইল গেম নিয়ে তার বিরোধ ছিল বলে তার পরিবার জানিয়েছে। যে কারণে ঘটনার দিন বন্ধুরা তাকে প্রথমে মারধর করে, এরপর বন্ধুদের মধ্যে কেউ একজন গোলাম রসুলের বুকে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করে। এত ঘটনাস্থলেই সে মাটিতে পড়ে যায়।
এজাহারে আরও বলা হয়, এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছয়জনকে আসামি করা হয়েছে। যাদের ভেতরে প্রধান অভিযুক্ত করা হয়েছে ওই এলাকার শহিদুল মিয়ার ছেলে দশম শ্রেণির ছাত্র সজীব মিয়াকে। উল্লেখ করা হয় এক সপ্তাহ আগে মোবাইলে গেম খেলা নিয়ে কথা-কাটাকাটি হয় রসুলের সঙ্গে। রসুলের বন্ধু সজীব বিভিন্ন সময়ে রসুলকে নানা ভাবে হুমকি দিয়ে আসছিল মোবাইল গেম নিয়ে। কারণ হিসাবে দেখানো হয় রসুল তার বন্ধু সজিবের মেইল আইডি ব্যবহার করে তার নিজের মোবাইলে অনলাইনে ফ্রি ফায়ার গেম খেলতো। এরই জের ধরে অন্যদের সঙ্গে নিয়ে তাকে খুন করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধে গোলাম রসুলকে খুন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছি।
জয়নাল আবেদীন আরও বলেন, ওই এলাকায় গতকাল রাত থেকে পুলিশ মোতায়েন করা আছে। যাদের আসামি করে নিহতের বাবা হত্যা মামলা দায়ের করেছেন তারা প্রায় সবাই রসুলের সহপাঠী। মরদেহের ময়নাতদন্ত বুধবার তিনটায় সম্পন্ন হয়েছে। এরপর তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মাগুরা সদর উপজেলার বেরইলপলিতা গ্রামে বন্ধুদের ছুরিকাঘাতে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র গোলাম রসুল (১৬) বেরইলপলিতা গ্রামের কাজী রওমোতের ছেলে। সে রসুল গঙ্গারাম কালীপ্রসন্ন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে শিক্ষার্থী।
আজ এই ঘটনায় মাগুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা কাজী রওমোত মামলার বাদী হয়েছেন। তবে আসামিদের এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি সদর থানা-পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, খুন হওয়া গোলাম রসুলের বাবা কাজী রওমোত স্থানীয় বাজারে একটি চায়ের দোকানি। মঙ্গলবার রাত ৭টা ৪৫ মিনিটে বাবার চায়ের দোকান থেকে রসুল বাড়ির দিকে রওনা হয়। বেরইলপলিতা দক্ষিণপাড়ায় নুর আলমের পাকা রাস্তার পাশে রসুলের কয়েকজন বন্ধু তাকে ডাকলে সে তাদের সঙ্গে যায়। এরপর কথা-কাটাকাটি হয় ইন্টারনেট ভিত্তিক গেম ফ্রি ফায়ার নিয়ে। এই সকল বন্ধুদের সঙ্গে ইতিপূর্বে মোবাইল গেম নিয়ে তার বিরোধ ছিল বলে তার পরিবার জানিয়েছে। যে কারণে ঘটনার দিন বন্ধুরা তাকে প্রথমে মারধর করে, এরপর বন্ধুদের মধ্যে কেউ একজন গোলাম রসুলের বুকে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করে। এত ঘটনাস্থলেই সে মাটিতে পড়ে যায়।
এজাহারে আরও বলা হয়, এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছয়জনকে আসামি করা হয়েছে। যাদের ভেতরে প্রধান অভিযুক্ত করা হয়েছে ওই এলাকার শহিদুল মিয়ার ছেলে দশম শ্রেণির ছাত্র সজীব মিয়াকে। উল্লেখ করা হয় এক সপ্তাহ আগে মোবাইলে গেম খেলা নিয়ে কথা-কাটাকাটি হয় রসুলের সঙ্গে। রসুলের বন্ধু সজীব বিভিন্ন সময়ে রসুলকে নানা ভাবে হুমকি দিয়ে আসছিল মোবাইল গেম নিয়ে। কারণ হিসাবে দেখানো হয় রসুল তার বন্ধু সজিবের মেইল আইডি ব্যবহার করে তার নিজের মোবাইলে অনলাইনে ফ্রি ফায়ার গেম খেলতো। এরই জের ধরে অন্যদের সঙ্গে নিয়ে তাকে খুন করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধে গোলাম রসুলকে খুন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছি।
জয়নাল আবেদীন আরও বলেন, ওই এলাকায় গতকাল রাত থেকে পুলিশ মোতায়েন করা আছে। যাদের আসামি করে নিহতের বাবা হত্যা মামলা দায়ের করেছেন তারা প্রায় সবাই রসুলের সহপাঠী। মরদেহের ময়নাতদন্ত বুধবার তিনটায় সম্পন্ন হয়েছে। এরপর তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৪ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১১ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৩ মিনিট আগে