Ajker Patrika

গাড়িচাপায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ, শিবচর থেকে চালক গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ২৮
গাড়িচাপায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ, শিবচর থেকে চালক গ্রেপ্তার
গ্রেপ্তার লাল মিয়া। ছবি: আজকের পত্রিকা

বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে মাদারীপুর জেলার শিবচর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ ও র‍্যাব-৬এর একটি যৌথ আভিযানিক দল। বুধবার (২৬ ফেব্রুয়ারি) র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম লাল মিয়া ওরফে মামুন (৪৭)। তিনি উপজেলার পূর্ব সন্ন্যাসীর চর এলাকার জহুর উদ্দিন মোল্লার ছেলে। র‍্যাব জানায়, গত ৯ ফেব্রুয়ারি বেলা ৩টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পোনা বালুর মাঠসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে হাইওয়ে পুলিশের নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় এ ঘটনা ঘটে।

পুলিশের স্পিডগান মেশিনের মাধ্যমে প্রাইভেট কারের অতিরিক্ত গতি শনাক্ত হলে ডিউটিরত পুলিশ সদস্য গাড়িটিকে থামানোর সংকেত দেন। এ সময় চালক গাড়ির গতি হালকা কমিয়ে পুলিশ সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এক পুলিশ সদস্যকে চাপা দেন। এতে ওই পুলিশ সদস্যের ডান পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করলে চালক কিছু দূর গিয়ে প্রাইভেট কার ফেলে পালিয়ে যান। পরে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প ও র‍্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে শিবচর থেকে লাল মিয়া ওরফে মামুনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত