Ajker Patrika

ফরায়েজী আন্দোলন নামের দলকে নিবন্ধন দেওয়ার অনুরোধ করবেন ধর্ম উপদেষ্টা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ১৮
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বাহাদুরপুর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ছবি: আজকের পত্রিকা
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বাহাদুরপুর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশ ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে। যেখানে ছোট ছোট দল নিবন্ধন পেয়েছে সেখানে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন কেন নিবন্ধন পাবে না?’

আজ শুক্রবার মাদারীপুরের শিবচরে বাহাদুরপুর মাদ্রাসার ৮০তম বার্ষিক ওয়াজ মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত, ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহর স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান বাহাদুরপুর মাদ্রাসা।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, ‘সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক হই, ঐক্য গড়ে তুলি। ঐক্যই শান্তি, ঐক্যই বল। আমাদের মনটা বড় করি। ছোট মনের মানুষ দ্বারা সমাজের বড় কোনো কাজ করা সম্ভব হয় না।’

মাদারীপুরের শিবচরে বাহাদুরপুর মাদ্রাসার ৮০তম বার্ষিক ওয়াজ মাহফিলে অংশ নেওয়া মুসল্লিরা। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুরের শিবচরে বাহাদুরপুর মাদ্রাসার ৮০তম বার্ষিক ওয়াজ মাহফিলে অংশ নেওয়া মুসল্লিরা। ছবি: আজকের পত্রিকা

খালিদ হোসেন বলেন, ‘ব্রিটিশ শাসকেরা শ্রমিকদের ওপর অত্যাচার করত। তাঁদের কাছ থেকে কম দামে সবকিছু কিনে নিত। কৃষককে জুলুম করত। জোর করে কাজ করাত। কৃষকেরা ন্যায্য মজুরি পেত না। তার প্রতিবাদ শুরু হয়েছিল মাদারীপুর থেকে। হাজী শরীয়তুল্লাহ এর প্রতিবাদ করেছেন। তিনিই দেশের প্রথম মুক্তিযোদ্ধা। আগামীতে বই-পুস্তকে হাজী শরীয়তুল্লার জীবনী ও সমাজসংস্কারে তার অবদান তুলে ধরা হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি ও বাহাদুরপুর পির মঞ্জিলের গদিনশিন পির মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসানসহ জেলা-উপজেলা ফরায়েজী আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত