মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিনসহ উভয় পক্ষের ১০ জনের মতো আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শহরের ডিসি ব্রিজ এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে আছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন (৪৫), শহরের কলেজ রোড এলাকার পান্নু মুন্সির ছেলে মুন্না মুন্সি (২৩), আলী সরদারের ছেলে জহিরুল সরদার (২২), আসিন মোল্লার ছেলে ধনু মোল্লা (২৩) প্রমুখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় শহরের ডিসি ব্রিজ এলাকায় সড়কের ওপরেই মোটরসাইকেল পার্কিং করেন কলেজ রোড এলাকার সজীব। সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল পার্কিং নিয়ে ইজিবাইকে থাকা যাত্রী জাহিদের সঙ্গে সজীবের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে সজীব ও জাহিদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে শকুনী ও কলেজ রোড এলাকার লোকজনও সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সদর মডেল থানার ওসিসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।
এদিকে গ্রেপ্তারের আতঙ্কে আহতরা সরকারি হাসপাতালে ভর্তি হননি। তাঁরা বেসরকারি বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, শহরের কলেজ রোড ও শকুনী এলাকার লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আমি ও আরও পুলিশসহ উভয় পক্ষে ৮-১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। তা ছাড়া এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিনসহ উভয় পক্ষের ১০ জনের মতো আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শহরের ডিসি ব্রিজ এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে আছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন (৪৫), শহরের কলেজ রোড এলাকার পান্নু মুন্সির ছেলে মুন্না মুন্সি (২৩), আলী সরদারের ছেলে জহিরুল সরদার (২২), আসিন মোল্লার ছেলে ধনু মোল্লা (২৩) প্রমুখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় শহরের ডিসি ব্রিজ এলাকায় সড়কের ওপরেই মোটরসাইকেল পার্কিং করেন কলেজ রোড এলাকার সজীব। সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল পার্কিং নিয়ে ইজিবাইকে থাকা যাত্রী জাহিদের সঙ্গে সজীবের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে সজীব ও জাহিদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে শকুনী ও কলেজ রোড এলাকার লোকজনও সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সদর মডেল থানার ওসিসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।
এদিকে গ্রেপ্তারের আতঙ্কে আহতরা সরকারি হাসপাতালে ভর্তি হননি। তাঁরা বেসরকারি বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, শহরের কলেজ রোড ও শকুনী এলাকার লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আমি ও আরও পুলিশসহ উভয় পক্ষে ৮-১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। তা ছাড়া এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
২ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
৪৩ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে