Ajker Patrika

বন্ধ হওয়ার ১ ঘণ্টা পর আবারও লঞ্চ চালু

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
বন্ধ হওয়ার ১ ঘণ্টা পর আবারও লঞ্চ চালু

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে জরিমানা করায় লঞ্চ চলাচল বন্ধ রাখার ১ ঘণ্টা লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখে বাংলাবাজার-শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটের লঞ্চ মালিক সমিতি। 

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্র জানায়, শিবচরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো শিমুলিয়া ঘাটে পৌঁছানোর পড়েই অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ এনে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ৫ হাজার টাকা করে জরিমানা করে। এতে ক্ষুব্ধ হয়ে বেলা ১১টা থেকে লঞ্চ মালিক সমিতি লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে বিআইডব্লিউটিএর সঙ্গে আলোচনা করে আবার দুপুর ১২টার দিকে পুনরায় লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। 

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, 'বাংলাবাজার ঘাট থেকে প্রশাসনের উপস্থিতিতেই গুনে গুনে যাত্রী তোলা হয় লঞ্চে। ঘাটে হাজার হাজার যাত্রীর চাপ। এর মধ্যেও লঞ্চগুলো ধারণ ক্ষমতার কম যাত্রী নিয়েই ছেড়ে যাচ্ছে। অথচ শিমুলিয়া পাড়ে যাওয়ার পর জরিমানা করা হচ্ছে লঞ্চগুলোকে। এ কারণে লঞ্চ মালিকেরা লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নেয়। 

মো. মনিরুজ্জামান মনির আরও বলেন, ১১টা থেকে সিদ্ধান্ত মতে আমরা লঞ্চ বন্ধ করে দিয়েছিলাম। পরে বিআইডব্লিউটিএর সঙ্গে আলোচনা হয়েছে। আমরা আবার লঞ্চ চালু করেছি। রাত ১০টা পর্যন্ত আমরা লঞ্চ গুলো চালাব।' 

বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, আমাকে আমার উদ্বর্ধন কর্তৃপক্ষ লঞ্চ চলাচল শুরু করতে অনুমতি দিয়েছে। কয়টা পর্যন্ত চলবে তা বিআইডব্লিউটিএর থেকে জানানো হবে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ