Ajker Patrika

রাজৈরে করোনার ঝুঁকি নিয়ে মানবসেবায় কাজ করছেন তরুণেরা  

প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর) 
আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৩: ০৬
রাজৈরে করোনার ঝুঁকি নিয়ে মানবসেবায় কাজ করছেন তরুণেরা  

মাদারীপুরের রাজৈরে করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় এগিয়ে চলেছেন এক দল তরুণ। টেকেরহাট ব্লাড ডোনার ক্লাবের মাধ্যমে মুমূর্ষু রোগীদের বাঁচাতে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছুটে যান তাঁরা। দেশে বিদ্যমান ভয়াবহ কোভিড-১৯ পরিস্থিতির মাঝেও থেমে নেই তাঁদের এ মহতী কার্যক্রম। তাঁদের এই মানবিক কাজের ফলে বেঁচে যাচ্ছে অনেক প্রাণ।

জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টেকেরহাট ব্লাড ডোনার ক্লাব। এটি ২০১৯ সালে মাত্র কয়েকজন সদস্য নিয়ে টেকেরহাট বন্দরকে কেন্দ্র করে স্থাপিত হয়। পরে তাদের কাজে উৎসাহিত হয়ে সদস্যসংখ্যা বাড়তে থাকে। বর্তমানে এই সংগঠনের সঙ্গে কয়েক শতাধিক সদস্য রয়েছেন। তাঁরা দিনরাত যেকোনো সময় রোগীদের রক্তের প্রয়োজনে এগিয়ে আসছেন।

ইতিমধ্যে সংগঠনটির মাধ্যমে প্রায় শতাধিক রোগীকে রক্তদান করা হয়েছে। এ সংগঠনটি মাদারীপুর জেলার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এ ছাড়া সারা দেশে মানবতার ডাকে সাড়া দেওয়ার লক্ষ্যে আশপাশের জেলাগুলোয় কার্যক্রম শুরু করেছে। সংগঠনটির স্বেচ্ছাসেবীরা সাপ্তাহিক, মাসিক ও বিশেষ আলোচনা সভার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সংগঠনটির আহ্বায়ক পদে আছেন বাহালুল আলম। এ ছাড়া সিনিয়র স্বেচ্ছাসেবী মো. রবিউল ইসলাম, মো. আল আমিন শেখ, আশিকুর ইসলাম তুষার, ইমামুল ইসলাম, মো. আমানুল্লাহ ফকির প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

তারেক রহমানের একান্ত সচিব হলেন আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত