শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে মাইনুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ হেল বাকী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটি উদ্ধার করেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ভাঙ্গামুখী সিল্কি পরিবহনের একটি বাস এক্সপ্রেসওয়ের পাঁচ্চর ব্রিজের ওপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তখন ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিবচর ফায়ার সার্ভিসের সদস্যরা।
শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা (টিম লিডার) তরুণ অর রশিদ খানের নেতৃত্বে বাসের মধ্যে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের মধ্যে বাসের দুমড়েমুচড়ে যাওয়া অংশে আটকে পড়া যাত্রীদের কৌশলে বের করে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাঁদের মধ্যে বাসের চালক মাইনুদ্দিনকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা তরুণ অর রশিদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এ সময় আহত যাত্রীরা কেউ কেউ বাস থেকে বের হয়ে আসে। তবে বাসের সামনের দিকের ভাঙা অংশের মধ্যে পাঁচ-ছয়জন যাত্রী আটকা পড়ে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাদের বের করে আনতে সক্ষম হই। তাদের মধ্যে বাসচালক গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।’

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে মাইনুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ হেল বাকী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটি উদ্ধার করেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ভাঙ্গামুখী সিল্কি পরিবহনের একটি বাস এক্সপ্রেসওয়ের পাঁচ্চর ব্রিজের ওপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তখন ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিবচর ফায়ার সার্ভিসের সদস্যরা।
শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা (টিম লিডার) তরুণ অর রশিদ খানের নেতৃত্বে বাসের মধ্যে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের মধ্যে বাসের দুমড়েমুচড়ে যাওয়া অংশে আটকে পড়া যাত্রীদের কৌশলে বের করে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাঁদের মধ্যে বাসের চালক মাইনুদ্দিনকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা তরুণ অর রশিদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এ সময় আহত যাত্রীরা কেউ কেউ বাস থেকে বের হয়ে আসে। তবে বাসের সামনের দিকের ভাঙা অংশের মধ্যে পাঁচ-ছয়জন যাত্রী আটকা পড়ে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাদের বের করে আনতে সক্ষম হই। তাদের মধ্যে বাসচালক গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
২ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
৪৩ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে