লালমনিরহাট প্রতিনিধি

বিখ্যাত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী লালমনিরহাট আসছেন আগামীকাল শনিবার। আজ শুক্রবার দুপুরে নিজস্ব ফেসবুক প্রোফাইলে লালমনিরহাটের মাহফিলে যোগদানের বিষয়টি নিশ্চিত করে রংপুর বিভাগের ইসলামপ্রিয় বন্ধুদের মাহফিলে আসার আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান আজহারী।
আজহারী তাঁর ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘রংপুর বিভাগের বন্ধুরা, ইনশা আল্লাহ আগামীকাল থাকছি লালমনিরহাটের সোহরাওয়ার্দী উদ্যানে, ইসলামিক সোসাইটি লালমনিরহাটের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’
মাহফিল সফল করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক ইসলামিক সোসাইটি লালমনিরহাট। একই সঙ্গে মাহফিলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে পাঁচ স্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পাঁচ হাজার স্বেচ্ছাসেবক। আগামীকাল বেলা ২টার মধ্যে মঞ্চে উঠবেন প্রধান বক্তা মিজানুর রহমান।
আয়োজকেরা জানান, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের বাইরে নির্বাসিত ছিলেন বিশ্ববরেণ্য এই মুফাসসির। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর দেশে ফেরেন তিনি। এরপর দেশের মানুষের আগ্রহে প্রতিটি বিভাগে মাহফিল শুরু করেন তিনি। যার ধারাবাহিকতায় শনিবার লালমনিরহাটে মাহফিল করছেন।
ইসলামিক সোসাইটি লালমনিরহাট এই ঐতিহাসিক মাহফিলের আয়োজন করে। জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য চারটি মাঠ প্রস্তুত করা হয়েছে। মূল মঞ্চ করা হয়েছে জেলার সবচেয়ে বড় মাঠ সোহরাওয়ার্দী। এ ছাড়া কালেক্টরেট মাঠ, পিসি স্কুল মাঠ এবং নারীদের জন্য প্রস্তুত করা হয়েছে জেলা স্টেডিয়াম মাঠ। মূল মাঠ সোহরাওয়ার্দীসহ সকল মাঠে প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে।
দীর্ঘদিন পর লালমনিরহাটের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিশ্ববরেণ্য কোনো মুফাসসির। প্রায় ২৮-২৯ বছর আগে জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার উচ্চবিদ্যালয় মাঠে মাহফিল করেন বিশ্বনন্দিত মুফাসসির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী।

মাহফিল সফল করতে ইতিমধ্যে মঞ্চসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিগত দিনের মাহফিলে ঘটে যাওয়া চুরি-ছিনতাইয়ের ঘটনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেও প্রস্তুতি নিয়েছে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মূলত নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে মাহফিল ও আশপাশের এলাকার।
মাহফিলে সভাপতিত্ব করবেন আব্দুল হাকিম ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা ব্যবসায়ী আব্দুল হাকিম। জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামরা বয়ান পেশ করবেন।
আয়োজক কমিটির অন্যতম সদস্য ইমাম রাশেদুল ইসলাম লিজু বলেন, ‘মাহফিলের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাঁচ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। সুতরাং, বিগত মাহফিলে ঘটে যাওয়া চুরি-ছিনতাই এখানে ঘটবে না। সেদিক বিবেচনা করে আমরা কাজ করছি। মাঠের প্রবেশপথেই তল্লাশি চালানো হবে। তবে দামি স্বর্ণালংকার পরিধান না করতে মহিলাদের আহ্বান জানানো হয়েছে।’

মাহফিলের সভাপতি আব্দুল হাকিম বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিদের বক্তব্য শুনতে পারবে মানুষ।
এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, র্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। তা ছাড়া আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে প্রায় পাঁচ হাজার। নারীদের দামি অলংকার সঙ্গে না আনার পরামর্শ দেওয়া হয়েছে।

বিখ্যাত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী লালমনিরহাট আসছেন আগামীকাল শনিবার। আজ শুক্রবার দুপুরে নিজস্ব ফেসবুক প্রোফাইলে লালমনিরহাটের মাহফিলে যোগদানের বিষয়টি নিশ্চিত করে রংপুর বিভাগের ইসলামপ্রিয় বন্ধুদের মাহফিলে আসার আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান আজহারী।
আজহারী তাঁর ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘রংপুর বিভাগের বন্ধুরা, ইনশা আল্লাহ আগামীকাল থাকছি লালমনিরহাটের সোহরাওয়ার্দী উদ্যানে, ইসলামিক সোসাইটি লালমনিরহাটের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’
মাহফিল সফল করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক ইসলামিক সোসাইটি লালমনিরহাট। একই সঙ্গে মাহফিলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে পাঁচ স্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পাঁচ হাজার স্বেচ্ছাসেবক। আগামীকাল বেলা ২টার মধ্যে মঞ্চে উঠবেন প্রধান বক্তা মিজানুর রহমান।
আয়োজকেরা জানান, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের বাইরে নির্বাসিত ছিলেন বিশ্ববরেণ্য এই মুফাসসির। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর দেশে ফেরেন তিনি। এরপর দেশের মানুষের আগ্রহে প্রতিটি বিভাগে মাহফিল শুরু করেন তিনি। যার ধারাবাহিকতায় শনিবার লালমনিরহাটে মাহফিল করছেন।
ইসলামিক সোসাইটি লালমনিরহাট এই ঐতিহাসিক মাহফিলের আয়োজন করে। জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য চারটি মাঠ প্রস্তুত করা হয়েছে। মূল মঞ্চ করা হয়েছে জেলার সবচেয়ে বড় মাঠ সোহরাওয়ার্দী। এ ছাড়া কালেক্টরেট মাঠ, পিসি স্কুল মাঠ এবং নারীদের জন্য প্রস্তুত করা হয়েছে জেলা স্টেডিয়াম মাঠ। মূল মাঠ সোহরাওয়ার্দীসহ সকল মাঠে প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে।
দীর্ঘদিন পর লালমনিরহাটের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিশ্ববরেণ্য কোনো মুফাসসির। প্রায় ২৮-২৯ বছর আগে জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার উচ্চবিদ্যালয় মাঠে মাহফিল করেন বিশ্বনন্দিত মুফাসসির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী।

মাহফিল সফল করতে ইতিমধ্যে মঞ্চসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিগত দিনের মাহফিলে ঘটে যাওয়া চুরি-ছিনতাইয়ের ঘটনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেও প্রস্তুতি নিয়েছে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মূলত নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে মাহফিল ও আশপাশের এলাকার।
মাহফিলে সভাপতিত্ব করবেন আব্দুল হাকিম ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা ব্যবসায়ী আব্দুল হাকিম। জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামরা বয়ান পেশ করবেন।
আয়োজক কমিটির অন্যতম সদস্য ইমাম রাশেদুল ইসলাম লিজু বলেন, ‘মাহফিলের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাঁচ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। সুতরাং, বিগত মাহফিলে ঘটে যাওয়া চুরি-ছিনতাই এখানে ঘটবে না। সেদিক বিবেচনা করে আমরা কাজ করছি। মাঠের প্রবেশপথেই তল্লাশি চালানো হবে। তবে দামি স্বর্ণালংকার পরিধান না করতে মহিলাদের আহ্বান জানানো হয়েছে।’

মাহফিলের সভাপতি আব্দুল হাকিম বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিদের বক্তব্য শুনতে পারবে মানুষ।
এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, র্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। তা ছাড়া আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে প্রায় পাঁচ হাজার। নারীদের দামি অলংকার সঙ্গে না আনার পরামর্শ দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে