কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তিনি উপজেলার ৪ নম্বর চর মার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা ফারুক মুনশি। তার বিরুদ্ধে বাজারের ব্যবসায়ী ও ঘরের মালিক প্রবাসীদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
জানা গেছে, চর মার্টিন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুল করিম মিজির ৮ ছেলে ও ২ মেয়ে। তিনি নদীভাঙনে কালকিনি থেকে মার্টিনে এসে উঠেছেন। এই আবদুল করিম মিজির মেজো ছেলে বেলাল হোসেনের কাছে ওমর ফারুক মুনশি ফেসবুক মেসেঞ্জার মাধ্যমে মোবাইল এবং টাকা দাবি করে। তা দিতে অপারগতা প্রকাশ করলে পরিবারটিকে মুন্সিগঞ্জ বাজারে ঢুকতে নিষেধ করেন ফারুক।
১১ এপ্রিল রাত ৮টার দিকে মিজির ছেলে বেলাল স্থানীয় মুনশিগঞ্জ বাজারে আসলে ফারুক মুনশি তার লোকজন নিয়ে বেলালের ওপর অতর্কিত হামলা চালিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ভিকটিমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় ভিকটিমের স্ত্রী তাহমিনা বাদী হয়ে আদালত মামলা করেন। তাহমিনার অভিযোগ, তিনি আদালতে মামলা করেও সুবিচার পাননি। মামলার পরেও আসামি গ্রেপ্তার হয়নি। আসামিরা তাঁদের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। মামলার বাদী তাহমিনা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘১৮ এপ্রিল আদালতে মামলা করেছি। ২৬ এপ্রিল পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। সুবিচার পাবে কি না জানিনা।’
মুন্সিগঞ্জ বাজার পরিচালনা কমিটির সহসভাপতি মো. কামাল হোসেন বলেন, ‘ফারুক মুনশি আমার ঘরে তালা দিয়েছে চাঁদার জন্য। বাজারের ব্যবসায়ী ছবি উল্লাহর কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা ও আবু তাহের থেকে ২ লাখ ত্রিশ হাজার টাকা আদায় করেছে ফারুক।’
মুন্সিগঞ্জে বাজারের ঘর মালিক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘৯টি ঘরে তালা দিয়েছে ফারুক মুনশি। আমার ঘরে এখনো তালা। আমার কাছে দুই লাখ টাকা চেয়েছে। আমি দেই নাই তাই আমার ঘরে তালা দিয়েছে।’
ঘর মালিক আবদুল হক জবু বলেন, ‘আমার থেকে ফারুক মুনশি ২ লাখ ৪০ হাজার টাকা নিয়েছে। মুন্সিগঞ্জের বাজার ব্যবসায়ী খলিল ডাক্তার বলেন, ‘চাকরি দেবে বলে আমার কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছে। অনেক আগে থেকেই সে একজন ছোটখাটো সন্ত্রাসী ও চাঁদাবাজ।’
এ বিষয়ে ইউপি সদস্য ওমর ফারুক মুনশি বলেন, ‘প্রতিপক্ষ আমাকে ফাঁসানোর জন্য এসব অভিযোগ তুলছে। আমি কারও কাছে চাঁদা দাবি করি নাই।’
আদালতের মামলার বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহাম্মদ সোলাইমান বলেন, ‘মামলাটি তদন্তাধীন। কোর্টের আদেশ পাইনি। কোর্টের আদেশ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

লক্ষ্মীপুরের কমলনগরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তিনি উপজেলার ৪ নম্বর চর মার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা ফারুক মুনশি। তার বিরুদ্ধে বাজারের ব্যবসায়ী ও ঘরের মালিক প্রবাসীদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
জানা গেছে, চর মার্টিন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুল করিম মিজির ৮ ছেলে ও ২ মেয়ে। তিনি নদীভাঙনে কালকিনি থেকে মার্টিনে এসে উঠেছেন। এই আবদুল করিম মিজির মেজো ছেলে বেলাল হোসেনের কাছে ওমর ফারুক মুনশি ফেসবুক মেসেঞ্জার মাধ্যমে মোবাইল এবং টাকা দাবি করে। তা দিতে অপারগতা প্রকাশ করলে পরিবারটিকে মুন্সিগঞ্জ বাজারে ঢুকতে নিষেধ করেন ফারুক।
১১ এপ্রিল রাত ৮টার দিকে মিজির ছেলে বেলাল স্থানীয় মুনশিগঞ্জ বাজারে আসলে ফারুক মুনশি তার লোকজন নিয়ে বেলালের ওপর অতর্কিত হামলা চালিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ভিকটিমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় ভিকটিমের স্ত্রী তাহমিনা বাদী হয়ে আদালত মামলা করেন। তাহমিনার অভিযোগ, তিনি আদালতে মামলা করেও সুবিচার পাননি। মামলার পরেও আসামি গ্রেপ্তার হয়নি। আসামিরা তাঁদের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। মামলার বাদী তাহমিনা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘১৮ এপ্রিল আদালতে মামলা করেছি। ২৬ এপ্রিল পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। সুবিচার পাবে কি না জানিনা।’
মুন্সিগঞ্জ বাজার পরিচালনা কমিটির সহসভাপতি মো. কামাল হোসেন বলেন, ‘ফারুক মুনশি আমার ঘরে তালা দিয়েছে চাঁদার জন্য। বাজারের ব্যবসায়ী ছবি উল্লাহর কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা ও আবু তাহের থেকে ২ লাখ ত্রিশ হাজার টাকা আদায় করেছে ফারুক।’
মুন্সিগঞ্জে বাজারের ঘর মালিক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘৯টি ঘরে তালা দিয়েছে ফারুক মুনশি। আমার ঘরে এখনো তালা। আমার কাছে দুই লাখ টাকা চেয়েছে। আমি দেই নাই তাই আমার ঘরে তালা দিয়েছে।’
ঘর মালিক আবদুল হক জবু বলেন, ‘আমার থেকে ফারুক মুনশি ২ লাখ ৪০ হাজার টাকা নিয়েছে। মুন্সিগঞ্জের বাজার ব্যবসায়ী খলিল ডাক্তার বলেন, ‘চাকরি দেবে বলে আমার কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছে। অনেক আগে থেকেই সে একজন ছোটখাটো সন্ত্রাসী ও চাঁদাবাজ।’
এ বিষয়ে ইউপি সদস্য ওমর ফারুক মুনশি বলেন, ‘প্রতিপক্ষ আমাকে ফাঁসানোর জন্য এসব অভিযোগ তুলছে। আমি কারও কাছে চাঁদা দাবি করি নাই।’
আদালতের মামলার বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহাম্মদ সোলাইমান বলেন, ‘মামলাটি তদন্তাধীন। কোর্টের আদেশ পাইনি। কোর্টের আদেশ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে