Ajker Patrika

লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যানসারের টিকা নেওয়ার পর ২০ ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যানসারের টিকা নেওয়ার পর ২০ ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এক ছাত্রী। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নেওয়ার পর ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বুধবার দুপুরে এসব শিক্ষার্থীকে ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষার্থীরা দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আজ সকালে তারা টিকা নেয়। জেলা সিভিল সার্জন আহম্মেদ কবীর বলেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা নেয় শিক্ষার্থীরা। টিকা নেওয়ার আধা ঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথাঘুরে পড়ে যায়। এরপর একে একে ২০ ছাত্রী বমি বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাঁদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানায়, টিকা দেওয়ার পর বমি বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। পুরো শরীর ঝিমঝিম ও শ্বাস-প্রশ্বাস শুরু হয়। এখন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে। কোনো সমস্যা নাই। টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গত ২৪ অক্টোবর থেকে লক্ষ্মীপুরের ৫টি উপজেলার ১ হাজার ৬৭২টি শিক্ষা-প্রতিষ্ঠানে ১ লাখ ১২ হাজার শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে এইচপিভি টিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত