লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নেওয়ার পর ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বুধবার দুপুরে এসব শিক্ষার্থীকে ভর্তি করা হয়।
অসুস্থ শিক্ষার্থীরা দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আজ সকালে তারা টিকা নেয়। জেলা সিভিল সার্জন আহম্মেদ কবীর বলেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা নেয় শিক্ষার্থীরা। টিকা নেওয়ার আধা ঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথাঘুরে পড়ে যায়। এরপর একে একে ২০ ছাত্রী বমি বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাঁদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানায়, টিকা দেওয়ার পর বমি বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। পুরো শরীর ঝিমঝিম ও শ্বাস-প্রশ্বাস শুরু হয়। এখন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে। কোনো সমস্যা নাই। টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত ২৪ অক্টোবর থেকে লক্ষ্মীপুরের ৫টি উপজেলার ১ হাজার ৬৭২টি শিক্ষা-প্রতিষ্ঠানে ১ লাখ ১২ হাজার শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে এইচপিভি টিকা।

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নেওয়ার পর ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বুধবার দুপুরে এসব শিক্ষার্থীকে ভর্তি করা হয়।
অসুস্থ শিক্ষার্থীরা দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আজ সকালে তারা টিকা নেয়। জেলা সিভিল সার্জন আহম্মেদ কবীর বলেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা নেয় শিক্ষার্থীরা। টিকা নেওয়ার আধা ঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথাঘুরে পড়ে যায়। এরপর একে একে ২০ ছাত্রী বমি বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাঁদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানায়, টিকা দেওয়ার পর বমি বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। পুরো শরীর ঝিমঝিম ও শ্বাস-প্রশ্বাস শুরু হয়। এখন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে। কোনো সমস্যা নাই। টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত ২৪ অক্টোবর থেকে লক্ষ্মীপুরের ৫টি উপজেলার ১ হাজার ৬৭২টি শিক্ষা-প্রতিষ্ঠানে ১ লাখ ১২ হাজার শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে এইচপিভি টিকা।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত চেয়ে রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার উচ্চ আদালতের স্থগিতাদেশের পর এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের একাংশ।
৫ মিনিট আগে
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির বিদ্রোহী নেতা হাজি আমিন উর রশিদ ইয়াছিন। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহারের কথা
১৭ মিনিট আগে
নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
৩৬ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
৪২ মিনিট আগে