লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে গোপনে বিয়ে করাকে কেন্দ্র করে কনের নানা নাজিম সর্দারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বর তারিফ হোসেনের বাবা গোলাপ সর্দারের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার মধ্য চরমনি মোহন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম সর্দার একই এলাকার মৃত হাসু সর্দারের ছেলে এবং কনে নূপুর আক্তারের নানা। অভিযুক্ত গোলাপ সর্দার একই এলাকার বাসিন্দা নুরু সর্দারের ছেলে এবং বর তারিফ হোসেনের বাবা।
নিহতের স্বজনেরা জানান, গত মঙ্গলবার (১২ এপ্রিল) সদর উপজেলার চরমনি মোহন ইউনিয়নের গোলাপ সর্দারের ছেলে তারিফ হোসেন একই এলাকার বাসিন্দা আব্বাস সর্দারের মেয়ে নূপুর আক্তারকে গোপনে বিয়ে করেন। দীর্ঘদিন ধরে তারিফ ও নূপুরের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ক মেনে নিতে পারেনি তারিফ হোসেনের পরিবার। পরে তাঁরা দুজনই গোপনে বিয়ে করেন। বিয়ের বিষয়টি বৃহস্পতিবার রাতে জানতে পারেন বর তারিফ হোসেনের বাবাসহ আত্মীয়স্বজন। এ নিয়ে মধ্যরাতে তারিফ হোসেনের বাবা গোলাপ সর্দার লোকজন নিয়ে নূপুর আক্তারের বাড়িতে হাজির হন। কথা-কাটাকাটির একপর্যায়ে নানা নাজিম সর্দারকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে রাত সাড়ে ৩টার দিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক নাজিম সর্দারকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, ‘নাজিম সর্দারকে হাসপাতালে আনার আগে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর রিপোর্ট দেওয়া হবে।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

লক্ষ্মীপুরে গোপনে বিয়ে করাকে কেন্দ্র করে কনের নানা নাজিম সর্দারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বর তারিফ হোসেনের বাবা গোলাপ সর্দারের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার মধ্য চরমনি মোহন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম সর্দার একই এলাকার মৃত হাসু সর্দারের ছেলে এবং কনে নূপুর আক্তারের নানা। অভিযুক্ত গোলাপ সর্দার একই এলাকার বাসিন্দা নুরু সর্দারের ছেলে এবং বর তারিফ হোসেনের বাবা।
নিহতের স্বজনেরা জানান, গত মঙ্গলবার (১২ এপ্রিল) সদর উপজেলার চরমনি মোহন ইউনিয়নের গোলাপ সর্দারের ছেলে তারিফ হোসেন একই এলাকার বাসিন্দা আব্বাস সর্দারের মেয়ে নূপুর আক্তারকে গোপনে বিয়ে করেন। দীর্ঘদিন ধরে তারিফ ও নূপুরের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ক মেনে নিতে পারেনি তারিফ হোসেনের পরিবার। পরে তাঁরা দুজনই গোপনে বিয়ে করেন। বিয়ের বিষয়টি বৃহস্পতিবার রাতে জানতে পারেন বর তারিফ হোসেনের বাবাসহ আত্মীয়স্বজন। এ নিয়ে মধ্যরাতে তারিফ হোসেনের বাবা গোলাপ সর্দার লোকজন নিয়ে নূপুর আক্তারের বাড়িতে হাজির হন। কথা-কাটাকাটির একপর্যায়ে নানা নাজিম সর্দারকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে রাত সাড়ে ৩টার দিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক নাজিম সর্দারকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, ‘নাজিম সর্দারকে হাসপাতালে আনার আগে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর রিপোর্ট দেওয়া হবে।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২২ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
২৫ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
৩৮ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
৪১ মিনিট আগে