ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার (৩ আগস্ট) রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি জিয়া মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইনগেটের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় ‘খুন হয়েছে আমার ভাই, খুনিদের ক্ষমা নাই’; ‘তুমি কে আমি কে সাজিদ সাজিদ’; ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’; ‘সাজিদের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’—ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এ সময় সাজিদের সহপাঠীরা বলেন, ‘ফরেনসিক রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ আছে, সাজিদকে পানিতে ফেলার আগে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের ফাঁসি চাই। সাজিদের মতো আর কোনো শিক্ষার্থী যেন প্রাণ না হারায়, তার জন্য এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি।’
এদিকে সাজিদ আব্দুল্লাহ শ্বাসরোধে নিহত হয়েছেন বলে ভিসেরা রিপোর্টে উঠে এসেছে। সাজিদের লাশ উদ্ধারের পর গঠিত ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির রিপোর্ট উপাচার্যের কাছে দিয়েছে কমিটির সদস্যরা। কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে উচ্চতর তদন্তের জন্য সুপারিশ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ১৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়। সাজিদ আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার (৩ আগস্ট) রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি জিয়া মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইনগেটের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় ‘খুন হয়েছে আমার ভাই, খুনিদের ক্ষমা নাই’; ‘তুমি কে আমি কে সাজিদ সাজিদ’; ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’; ‘সাজিদের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’—ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এ সময় সাজিদের সহপাঠীরা বলেন, ‘ফরেনসিক রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ আছে, সাজিদকে পানিতে ফেলার আগে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের ফাঁসি চাই। সাজিদের মতো আর কোনো শিক্ষার্থী যেন প্রাণ না হারায়, তার জন্য এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি।’
এদিকে সাজিদ আব্দুল্লাহ শ্বাসরোধে নিহত হয়েছেন বলে ভিসেরা রিপোর্টে উঠে এসেছে। সাজিদের লাশ উদ্ধারের পর গঠিত ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির রিপোর্ট উপাচার্যের কাছে দিয়েছে কমিটির সদস্যরা। কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে উচ্চতর তদন্তের জন্য সুপারিশ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ১৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়। সাজিদ আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
৪০ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগে