প্রতিনিধি

কুমারখালী (কুষ্টিয়া): কুষ্টিয়ার কুমারখালী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. কামরুজ্জামান তালুকদার যোগদান করেছেন। শুক্রবার (৪ জুন) বিকেলে ৪৮ তম ওসি হিসেবে তিনি যোগদান করেন। একই সময়ে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেন জনপ্রিয় ওসি মজিবুর রহমান। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, সেকেন্ড অফিসার (এস আই নি:) শরিফুল ইসলামসহ থানার অফিসার, ফোর্সরা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত ওসি থানায় পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী ওসি মজিবুর রহমান। এর আগে বিকেল সাড়ে ৩টায় থানার অফিসার ও ফোর্সের পক্ষ থেকে ওসি মুজিবুর রহমানকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কামরুজ্জামান তালুকদার এর আগে কুষ্টিয়ার খোকসা থানায় কর্মরত ছিলেন এবং সদ্যসাবেক ওসি মজিবুর রহমান একই জেলার ভেড়ামারা থানায় যোগদান করেন।
জানা যায়, মজিবুর রহমান ২০২০ সালের ২২ এপ্রিল ৪৭ তম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কুমারখালী থানায় যোগদান করেন। গত এক বছরে থানায় পুলিশ বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়ন, সৌন্দর্য বর্ধন, প্যারেড গ্রাউন্ড স্থাপন, একটি দৃষ্টিনন্দন নিরাপদ পার্ক স্থাপন, একটি পুরোনো কোয়ার্টারকে বাসযোগ্য করাসহ বেশ কয়েকটি কাজ করেছেন। সব মিলে থানা ও থানার বাইরে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তবে গেট ও কনফারেন্স রুমের কাজ শেষ না করেই সরকারি আদেশে তাঁকে বদলি হতে হয়েছে।
কুমারখালী থানায় যোগদানের পরপরই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান তালুকদার বলেন, দল বেদল দেখা হবে না। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সাধারণ জনগণকে সর্বোচ্চ ভোগান্তিমুক্ত সেবা দেওয়া হবে। সেবার মান নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রম আরও বেগবান করা হবে। কিশোর গ্যাং দমনে কার্যকারী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, থানার সৌন্দর্য বর্ধনে বিদায়ী ওসির অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম গুলো চলমান থাকবে।
এর আগে বিকেলে বিদায়ী সংবর্ধনায় বিদায়ী ওসি মজিবুর রহমান আবেগঘন বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, চাকরি জীবনে সেরা টিম কুমারখালীতে পেয়েছি। অফিসার, ফোর্স ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় সম্মিলিত কাজ করার চেষ্টা করেছি। এখানে বন্ধুর মত সঙ্গী পেয়েছি।

কুমারখালী (কুষ্টিয়া): কুষ্টিয়ার কুমারখালী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. কামরুজ্জামান তালুকদার যোগদান করেছেন। শুক্রবার (৪ জুন) বিকেলে ৪৮ তম ওসি হিসেবে তিনি যোগদান করেন। একই সময়ে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেন জনপ্রিয় ওসি মজিবুর রহমান। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, সেকেন্ড অফিসার (এস আই নি:) শরিফুল ইসলামসহ থানার অফিসার, ফোর্সরা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত ওসি থানায় পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী ওসি মজিবুর রহমান। এর আগে বিকেল সাড়ে ৩টায় থানার অফিসার ও ফোর্সের পক্ষ থেকে ওসি মুজিবুর রহমানকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কামরুজ্জামান তালুকদার এর আগে কুষ্টিয়ার খোকসা থানায় কর্মরত ছিলেন এবং সদ্যসাবেক ওসি মজিবুর রহমান একই জেলার ভেড়ামারা থানায় যোগদান করেন।
জানা যায়, মজিবুর রহমান ২০২০ সালের ২২ এপ্রিল ৪৭ তম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কুমারখালী থানায় যোগদান করেন। গত এক বছরে থানায় পুলিশ বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়ন, সৌন্দর্য বর্ধন, প্যারেড গ্রাউন্ড স্থাপন, একটি দৃষ্টিনন্দন নিরাপদ পার্ক স্থাপন, একটি পুরোনো কোয়ার্টারকে বাসযোগ্য করাসহ বেশ কয়েকটি কাজ করেছেন। সব মিলে থানা ও থানার বাইরে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তবে গেট ও কনফারেন্স রুমের কাজ শেষ না করেই সরকারি আদেশে তাঁকে বদলি হতে হয়েছে।
কুমারখালী থানায় যোগদানের পরপরই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান তালুকদার বলেন, দল বেদল দেখা হবে না। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সাধারণ জনগণকে সর্বোচ্চ ভোগান্তিমুক্ত সেবা দেওয়া হবে। সেবার মান নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রম আরও বেগবান করা হবে। কিশোর গ্যাং দমনে কার্যকারী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, থানার সৌন্দর্য বর্ধনে বিদায়ী ওসির অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম গুলো চলমান থাকবে।
এর আগে বিকেলে বিদায়ী সংবর্ধনায় বিদায়ী ওসি মজিবুর রহমান আবেগঘন বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, চাকরি জীবনে সেরা টিম কুমারখালীতে পেয়েছি। অফিসার, ফোর্স ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় সম্মিলিত কাজ করার চেষ্টা করেছি। এখানে বন্ধুর মত সঙ্গী পেয়েছি।

ভুক্তভোগী সোহান বলেন, ‘তিন বছরের ভিসায় কিরগিজস্তানে মাসিক ৫০ হাজার টাকা বেতনে টেক্সটাইল কারখানায় চাকরির কথা বলা হয়েছিল। কিন্তু আমাকে দেওয়া হয় মাত্র দুই মাসের ভিসা। বিদেশে পৌঁছানোর পর কাগজপত্র নিয়ে আমাকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়। বাধ্য হয়ে আরও টাকা দিলে রাস্তায় ছেড়ে দেয়। পরে দেশে ফিরে আসি।’
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে