প্রতিনিধি

কুমারখালী (কুষ্টিয়া): আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থক দুই পক্ষের বিরোধের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ নেমেছে। এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। আটক আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে দুই শতাধিক পরিবারের পুরুষ। ঘটনাটি ঘটেছে কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের দড়িকমলপুর ব্রিজ এলাকায়।
আজ শনিবার দুপুরে সরেজমিন গেলে নারীরা জানান, প্রায় তিন বছর আগে সাবেক ইউপি মেম্বার আতর আলী বিশ্বাস ও বর্তমান মেম্বার ওয়াদুদ শেখ একই গ্রুপে ছিলেন। কয়েক বছর আগে আধিপত্য বিস্তার নিয়ে দুই মেম্বার আলাদা হয়ে যায়। এরপর থেকেই যেকোনো তুচ্ছ ঘটনায় শেখ ও বিশ্বাস গ্রুপের সমর্থকরা ঘন ঘন সংঘর্ষে জড়িয়ে পড়ছেন।
এরই জেরে গত ১৭ মে শেখ গ্রুপের হাসান খন্দকারকে (৭০) পিটিয়ে রক্তাক্ত করেন বিশ্বাস গ্রুপের আলামিন, আনোয়ারসহ পাঁচজন। এ নিয়ে থানায় শেখ গ্রুপের পক্ষে একটি মামলা করা হয়। এরপর থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে গতকাল শুক্রবার দিবাগত রাতে দুই গ্রুপ ওই গ্রামের ব্রিজ এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়। ততক্ষণে বিশ্বাস গ্রুপের সমর্থকরা শেখ গ্রুপের খন্দকার আশরাফ, তোফাজ্জেল, আশরাফ, মোফাজ্জেল, চুন্নুর ঘরে ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়।
এ বিষয়ে শেখ সমর্থিত খন্দকার আশরাফের স্ত্রী বলেন, বেশ কয়েক দিন ধরে দুই পক্ষের উত্তেজনা চলছিল। এরই জেরে শুক্রবার রাতে বিশ্বাস গ্রুপের লোকজন আমাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ঘরের বেড়া ভাঙচুর করে। তিনি বলেন, সব সময় পুলিশ ঘোরাফেরা করছে। পুলিশের ভয়ে এলাকার অনেক পরিবারের পুরুষ পালিয়ে বেড়াচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। সব সময় ভয়ে থাকি। এর ওপর পুলিশ এসে ঝামেলা করছে।
বিশ্বাস সমর্থক গ্রুপের আলামিনের স্ত্রী বলেন, যেকোনো ঘটনা ঘটলেই বিশ্বাস গ্রুপের আতর মেম্বারের দোষ হয়। প্রতিপক্ষরা এসে বাড়িতে ভাঙচুর চালায়। পথেঘাটে আমাদের লোকজন পেলে ওরা মারধর করে। তিনি আরও বলেন, এলাকায় এখন কোনো পুরুষ মানুষ নাই, বাজার নাই। খাওয়া দাওয়া খুব কষ্ট হচ্ছে। রাত নেই, দিন নেই, সব সময় পুলিশ আসে। বাড়ির পুরুষ মানুষ খোঁজে।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, কী নিয়ে দুই পক্ষ মারামারি করে, তা তারা নিজেরাই জানে না। যেকোনো বিষয় নিয়েই বিশ্বাস ও শেখ গ্রুপ লাঠি, ঢাল, সরকি নিয়ে মাঠে নামে। আগের ঘটনায় শেখ গ্রুপ একটি মামলা করেছে। এরপর শুক্রবার রাতে দুই গ্রুপ মুখোমুখি হলে পুলিশ খবর পেয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে পুলিশ কাউকে হয়রানি করছে না।

কুমারখালী (কুষ্টিয়া): আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থক দুই পক্ষের বিরোধের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ নেমেছে। এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। আটক আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে দুই শতাধিক পরিবারের পুরুষ। ঘটনাটি ঘটেছে কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের দড়িকমলপুর ব্রিজ এলাকায়।
আজ শনিবার দুপুরে সরেজমিন গেলে নারীরা জানান, প্রায় তিন বছর আগে সাবেক ইউপি মেম্বার আতর আলী বিশ্বাস ও বর্তমান মেম্বার ওয়াদুদ শেখ একই গ্রুপে ছিলেন। কয়েক বছর আগে আধিপত্য বিস্তার নিয়ে দুই মেম্বার আলাদা হয়ে যায়। এরপর থেকেই যেকোনো তুচ্ছ ঘটনায় শেখ ও বিশ্বাস গ্রুপের সমর্থকরা ঘন ঘন সংঘর্ষে জড়িয়ে পড়ছেন।
এরই জেরে গত ১৭ মে শেখ গ্রুপের হাসান খন্দকারকে (৭০) পিটিয়ে রক্তাক্ত করেন বিশ্বাস গ্রুপের আলামিন, আনোয়ারসহ পাঁচজন। এ নিয়ে থানায় শেখ গ্রুপের পক্ষে একটি মামলা করা হয়। এরপর থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে গতকাল শুক্রবার দিবাগত রাতে দুই গ্রুপ ওই গ্রামের ব্রিজ এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়। ততক্ষণে বিশ্বাস গ্রুপের সমর্থকরা শেখ গ্রুপের খন্দকার আশরাফ, তোফাজ্জেল, আশরাফ, মোফাজ্জেল, চুন্নুর ঘরে ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়।
এ বিষয়ে শেখ সমর্থিত খন্দকার আশরাফের স্ত্রী বলেন, বেশ কয়েক দিন ধরে দুই পক্ষের উত্তেজনা চলছিল। এরই জেরে শুক্রবার রাতে বিশ্বাস গ্রুপের লোকজন আমাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ঘরের বেড়া ভাঙচুর করে। তিনি বলেন, সব সময় পুলিশ ঘোরাফেরা করছে। পুলিশের ভয়ে এলাকার অনেক পরিবারের পুরুষ পালিয়ে বেড়াচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। সব সময় ভয়ে থাকি। এর ওপর পুলিশ এসে ঝামেলা করছে।
বিশ্বাস সমর্থক গ্রুপের আলামিনের স্ত্রী বলেন, যেকোনো ঘটনা ঘটলেই বিশ্বাস গ্রুপের আতর মেম্বারের দোষ হয়। প্রতিপক্ষরা এসে বাড়িতে ভাঙচুর চালায়। পথেঘাটে আমাদের লোকজন পেলে ওরা মারধর করে। তিনি আরও বলেন, এলাকায় এখন কোনো পুরুষ মানুষ নাই, বাজার নাই। খাওয়া দাওয়া খুব কষ্ট হচ্ছে। রাত নেই, দিন নেই, সব সময় পুলিশ আসে। বাড়ির পুরুষ মানুষ খোঁজে।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, কী নিয়ে দুই পক্ষ মারামারি করে, তা তারা নিজেরাই জানে না। যেকোনো বিষয় নিয়েই বিশ্বাস ও শেখ গ্রুপ লাঠি, ঢাল, সরকি নিয়ে মাঠে নামে। আগের ঘটনায় শেখ গ্রুপ একটি মামলা করেছে। এরপর শুক্রবার রাতে দুই গ্রুপ মুখোমুখি হলে পুলিশ খবর পেয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে পুলিশ কাউকে হয়রানি করছে না।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
৭ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
৯ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে