ইবি প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন তদন্ত কমিটি এত দিন যেসব সাক্ষ্য-প্রমাণ ও তথ্য-উপাত্ত পেয়েছে তার নানান দিক পর্যালোচনা চলছে। আজ বৃহস্পতিবার বন্ধের দিনেও কাজ করে এ তদন্ত কমিটি।
প্রথমে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রেবা মণ্ডলের কক্ষে, পরে অর্থনীতি বিভাগে অধ্যাপক দেবাশীষ শর্মার কক্ষে তদন্ত কমিটির সদস্যরা পর্যালোচনায় বসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম ও সদস্যসচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খান।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভুক্তভোগী, অভিযুক্ত, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও দেশরত্ন শেখ হাসিনা হলের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার নিয়েছি। শিগগিরই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য আমরা নিজেরা পর্যালোচনায় বসেছি। তদন্তের প্রয়োজনে ভুক্তভোগী ও অভিযুক্তদের যেকোনো সময় আবারও ডাকা হতে পারে।’
তদন্ত কমিটির সদস্যসচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পর্যালোচনা কাজ চলমান। আগামীকালও আমাদের কমিটি বসবে। তখন বুঝতে পারব কে দোষী আর কে নির্দোষ। তার আগে কিছুই বোঝা যাচ্ছে না। উন্মুক্ত অভিযোগ কয়েকটি পড়েছে। কাল ওগুলো দেখা হবে।’
এদিকে দুপুরে দেশরত্ন শেখ হাসিনা হলে আসেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি। হাইকোর্টে নির্দেশনা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির সদস্য সহকারী প্রক্টর শাহাবুব আলমের সঙ্গে কথা বলে চলে যান এ কমিটির অপর দুই সদস্য।
উল্লেখ্য, দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর নির্যাতন করার অভিযোগ ওঠে। এ ঘটনায় শাখা ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ আরও ৭-৮ জন জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ নিয়ে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসনের গঠন করা কমিটি তদন্তের কাজ করছে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন তদন্ত কমিটি এত দিন যেসব সাক্ষ্য-প্রমাণ ও তথ্য-উপাত্ত পেয়েছে তার নানান দিক পর্যালোচনা চলছে। আজ বৃহস্পতিবার বন্ধের দিনেও কাজ করে এ তদন্ত কমিটি।
প্রথমে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রেবা মণ্ডলের কক্ষে, পরে অর্থনীতি বিভাগে অধ্যাপক দেবাশীষ শর্মার কক্ষে তদন্ত কমিটির সদস্যরা পর্যালোচনায় বসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম ও সদস্যসচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খান।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভুক্তভোগী, অভিযুক্ত, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও দেশরত্ন শেখ হাসিনা হলের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার নিয়েছি। শিগগিরই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য আমরা নিজেরা পর্যালোচনায় বসেছি। তদন্তের প্রয়োজনে ভুক্তভোগী ও অভিযুক্তদের যেকোনো সময় আবারও ডাকা হতে পারে।’
তদন্ত কমিটির সদস্যসচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পর্যালোচনা কাজ চলমান। আগামীকালও আমাদের কমিটি বসবে। তখন বুঝতে পারব কে দোষী আর কে নির্দোষ। তার আগে কিছুই বোঝা যাচ্ছে না। উন্মুক্ত অভিযোগ কয়েকটি পড়েছে। কাল ওগুলো দেখা হবে।’
এদিকে দুপুরে দেশরত্ন শেখ হাসিনা হলে আসেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি। হাইকোর্টে নির্দেশনা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির সদস্য সহকারী প্রক্টর শাহাবুব আলমের সঙ্গে কথা বলে চলে যান এ কমিটির অপর দুই সদস্য।
উল্লেখ্য, দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর নির্যাতন করার অভিযোগ ওঠে। এ ঘটনায় শাখা ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ আরও ৭-৮ জন জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ নিয়ে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসনের গঠন করা কমিটি তদন্তের কাজ করছে।

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
৮ মিনিট আগে
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া একটি পারলারে ও বারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
১৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
১ ঘণ্টা আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
২ ঘণ্টা আগে