কুষ্টিয়া প্রতিনিধি

গত তিন মাসের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ২৪৩টি নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্ত ৩৩ দশমিক ৩৩ শতাংশ।
এরই মধ্যে করোনার ওমিক্রন ভেরিয়েন্টের জন্য কুষ্টিয়াকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গেল ডেলটা ভেরিয়েন্টের সময়ও কুষ্টিয়ায় করোনা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিল। কুষ্টিয়া জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ২৪১। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ১৪৩ জন।
এ পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৯৯৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। বর্তমানে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩০৯ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩০০ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন। এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৭৮৯ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, করোনার ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত রোগীদের মধ্যে খুব বেশি লক্ষণ দেখা যাচ্ছে না। তাই বেশির ভাগ রোগী বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমানে করোনা রোগীদের জন্য ৫০টি বেড রাখা হয়েছে। নতুন শনাক্ত ৮১ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ৬৫ জন, কুমারখালীতে ছয়জন, দৌলতপুরে একজন, ভেড়ামারায় ছয়জন, মিরপুরে একজন ও খোকসা উপজেলায় দুজন রয়েছেন।
এদিকে, জেলায় পাল্লা দিয়ে করোনা শনাক্তের সংখ্যা বাড়লেও স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না। মাস্ক ছাড়া অধিকাংশ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করছে। শুধু তাই নয়, বিধি মানাতে বা সাধারণ মানুষকে সচেতন করতে শহরে মাইকিং ছাড়া আর কোনো কার্যক্রম চোখে পড়ছে না।

গত তিন মাসের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ২৪৩টি নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্ত ৩৩ দশমিক ৩৩ শতাংশ।
এরই মধ্যে করোনার ওমিক্রন ভেরিয়েন্টের জন্য কুষ্টিয়াকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গেল ডেলটা ভেরিয়েন্টের সময়ও কুষ্টিয়ায় করোনা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিল। কুষ্টিয়া জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ২৪১। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ১৪৩ জন।
এ পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৯৯৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। বর্তমানে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩০৯ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩০০ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন। এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৭৮৯ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, করোনার ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত রোগীদের মধ্যে খুব বেশি লক্ষণ দেখা যাচ্ছে না। তাই বেশির ভাগ রোগী বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমানে করোনা রোগীদের জন্য ৫০টি বেড রাখা হয়েছে। নতুন শনাক্ত ৮১ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ৬৫ জন, কুমারখালীতে ছয়জন, দৌলতপুরে একজন, ভেড়ামারায় ছয়জন, মিরপুরে একজন ও খোকসা উপজেলায় দুজন রয়েছেন।
এদিকে, জেলায় পাল্লা দিয়ে করোনা শনাক্তের সংখ্যা বাড়লেও স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না। মাস্ক ছাড়া অধিকাংশ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করছে। শুধু তাই নয়, বিধি মানাতে বা সাধারণ মানুষকে সচেতন করতে শহরে মাইকিং ছাড়া আর কোনো কার্যক্রম চোখে পড়ছে না।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৪৪ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে