দেবাশীষ দত্ত, কুষ্টিয়া

রমজানের কারণে এ বছর ম্লান হয়েছে লালন উৎসব। তিন দিনের অনুষ্ঠান এক দিনে শেষ হওয়ায় বাদ গিয়েছে অনেক আনুষ্ঠানিকতা। হয়নি বাউল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লালন অনুসারীদের যে তিনটি সেবা গ্রহণের রীতি ছিল, সেটিও ছোট করে শুধু আলোচনা সভা ও গুরুকার্যের মধ্য দিয়ে শেষ করা হয়েছে। ফলে মনে অপূর্ণতা নিয়েই এবার সাঁইজির ধাম ছেড়েছেন ভক্তরা।
প্রায় ২০০ বছর আগে ফকির লালন সাঁই তাঁর ভক্তদের জড়ো করে দোলপূর্ণিমা তিথিতে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে বসে সাধুসঙ্গ করতেন। গানে গানে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতেন তিনি। সেই রেওয়াজ মোতাবেক এখনো প্রতিবছর উদ্যাপিত হয় লালন স্মরণোৎসব।
সাধারণত দোলপূর্ণিমার সন্ধ্যায় অধিবাসে রাখালসেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শুরু করেন লালন অনুসারীরা। পরদিন সকালে বাল্যসেবা ও দুপুরে পূর্ণসেবা করা হয়ে থাকে। আর তিন দিনব্যাপী লালন একাডেমি মাঠে বাউল মেলা ও লালন মঞ্চে গভীর রাত পর্যন্ত গান পরিবেশন করতেন লালন একাডেমির শিল্পীরা। কিন্তু এবার দোলপূর্ণিমার তিথি পবিত্র রমজানে পড়ায় এসব অনুষ্ঠান কেটে সংক্ষিপ্ত করা হয়েছে। শুধু আলোচনা সভা ও গুরুকার্যের মধ্য দিয়ে গতকাল রোববার শেষ হয়েছে এবারের লালন স্মরণোৎসব।
গতকাল আখড়াবাড়ি গিয়ে দেখা যায়, এবারের লালন স্মরণোৎসব ঘিরে স্বল্পসংখ্যক সাধু, বাউল ও দর্শনার্থীরা এসেছেন। খণ্ড খণ্ড সাধু আস্তানায় গুরু-শিষ্যের মধ্যে চলছে লালনের জীবন-কর্ম নিয়ে আলোচনা। গানে গানে প্রচার করা হচ্ছে লালনের জাতপাতহীন মানবদর্শন।
সেখানে কথা হয় লালনভক্ত ফকির রশিদ শাহর সঙ্গে। তিনি বলেন, ‘যেহেতু প্রশাসনের মাধ্যমে লালন সাঁইজি আখড়াবাড়ি পরিচালিত হচ্ছে, অতএব প্রশাসনের সিদ্ধান্তই মেনে নিতে হবে। তবে আমরা মূল ভুলে নকল নিয়ে ব্যস্ত থাকছি। এক দিনে তিনটি সেবা হবে না।
কারণ, সেবা তো সময়ান্তে হবে। সময় হাতে না পেয়ে সেবা কীভাবে হবে।’ এই সাধক বলেন, ২৪ ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটা হওয়া উচিত ছিল।
এবার বাউল মেলা ও লালনের গান না হওয়ায় আখড়াবাড়ির মাঠটি অনেকটাই ফাঁকা। গতকাল বেলা ৩টায় লালন আখড়াবাড়ির অডিটরিয়ামে শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেন, ফকির লালন শাহ ছিলেন একজন নির্ভেজাল মানুষ। কিন্তু একক কোনো ধর্মে বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন সব ধর্মের ঊর্ধ্বে মানবতার ধর্মের মানুষ।

রমজানের কারণে এ বছর ম্লান হয়েছে লালন উৎসব। তিন দিনের অনুষ্ঠান এক দিনে শেষ হওয়ায় বাদ গিয়েছে অনেক আনুষ্ঠানিকতা। হয়নি বাউল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লালন অনুসারীদের যে তিনটি সেবা গ্রহণের রীতি ছিল, সেটিও ছোট করে শুধু আলোচনা সভা ও গুরুকার্যের মধ্য দিয়ে শেষ করা হয়েছে। ফলে মনে অপূর্ণতা নিয়েই এবার সাঁইজির ধাম ছেড়েছেন ভক্তরা।
প্রায় ২০০ বছর আগে ফকির লালন সাঁই তাঁর ভক্তদের জড়ো করে দোলপূর্ণিমা তিথিতে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে বসে সাধুসঙ্গ করতেন। গানে গানে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতেন তিনি। সেই রেওয়াজ মোতাবেক এখনো প্রতিবছর উদ্যাপিত হয় লালন স্মরণোৎসব।
সাধারণত দোলপূর্ণিমার সন্ধ্যায় অধিবাসে রাখালসেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শুরু করেন লালন অনুসারীরা। পরদিন সকালে বাল্যসেবা ও দুপুরে পূর্ণসেবা করা হয়ে থাকে। আর তিন দিনব্যাপী লালন একাডেমি মাঠে বাউল মেলা ও লালন মঞ্চে গভীর রাত পর্যন্ত গান পরিবেশন করতেন লালন একাডেমির শিল্পীরা। কিন্তু এবার দোলপূর্ণিমার তিথি পবিত্র রমজানে পড়ায় এসব অনুষ্ঠান কেটে সংক্ষিপ্ত করা হয়েছে। শুধু আলোচনা সভা ও গুরুকার্যের মধ্য দিয়ে গতকাল রোববার শেষ হয়েছে এবারের লালন স্মরণোৎসব।
গতকাল আখড়াবাড়ি গিয়ে দেখা যায়, এবারের লালন স্মরণোৎসব ঘিরে স্বল্পসংখ্যক সাধু, বাউল ও দর্শনার্থীরা এসেছেন। খণ্ড খণ্ড সাধু আস্তানায় গুরু-শিষ্যের মধ্যে চলছে লালনের জীবন-কর্ম নিয়ে আলোচনা। গানে গানে প্রচার করা হচ্ছে লালনের জাতপাতহীন মানবদর্শন।
সেখানে কথা হয় লালনভক্ত ফকির রশিদ শাহর সঙ্গে। তিনি বলেন, ‘যেহেতু প্রশাসনের মাধ্যমে লালন সাঁইজি আখড়াবাড়ি পরিচালিত হচ্ছে, অতএব প্রশাসনের সিদ্ধান্তই মেনে নিতে হবে। তবে আমরা মূল ভুলে নকল নিয়ে ব্যস্ত থাকছি। এক দিনে তিনটি সেবা হবে না।
কারণ, সেবা তো সময়ান্তে হবে। সময় হাতে না পেয়ে সেবা কীভাবে হবে।’ এই সাধক বলেন, ২৪ ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটা হওয়া উচিত ছিল।
এবার বাউল মেলা ও লালনের গান না হওয়ায় আখড়াবাড়ির মাঠটি অনেকটাই ফাঁকা। গতকাল বেলা ৩টায় লালন আখড়াবাড়ির অডিটরিয়ামে শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেন, ফকির লালন শাহ ছিলেন একজন নির্ভেজাল মানুষ। কিন্তু একক কোনো ধর্মে বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন সব ধর্মের ঊর্ধ্বে মানবতার ধর্মের মানুষ।

বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
৩ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৬ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৮ ঘণ্টা আগে