দেবাশীষ দত্ত, কুষ্টিয়া

রমজানের কারণে এ বছর ম্লান হয়েছে লালন উৎসব। তিন দিনের অনুষ্ঠান এক দিনে শেষ হওয়ায় বাদ গিয়েছে অনেক আনুষ্ঠানিকতা। হয়নি বাউল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লালন অনুসারীদের যে তিনটি সেবা গ্রহণের রীতি ছিল, সেটিও ছোট করে শুধু আলোচনা সভা ও গুরুকার্যের মধ্য দিয়ে শেষ করা হয়েছে। ফলে মনে অপূর্ণতা নিয়েই এবার সাঁইজির ধাম ছেড়েছেন ভক্তরা।
প্রায় ২০০ বছর আগে ফকির লালন সাঁই তাঁর ভক্তদের জড়ো করে দোলপূর্ণিমা তিথিতে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে বসে সাধুসঙ্গ করতেন। গানে গানে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতেন তিনি। সেই রেওয়াজ মোতাবেক এখনো প্রতিবছর উদ্যাপিত হয় লালন স্মরণোৎসব।
সাধারণত দোলপূর্ণিমার সন্ধ্যায় অধিবাসে রাখালসেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শুরু করেন লালন অনুসারীরা। পরদিন সকালে বাল্যসেবা ও দুপুরে পূর্ণসেবা করা হয়ে থাকে। আর তিন দিনব্যাপী লালন একাডেমি মাঠে বাউল মেলা ও লালন মঞ্চে গভীর রাত পর্যন্ত গান পরিবেশন করতেন লালন একাডেমির শিল্পীরা। কিন্তু এবার দোলপূর্ণিমার তিথি পবিত্র রমজানে পড়ায় এসব অনুষ্ঠান কেটে সংক্ষিপ্ত করা হয়েছে। শুধু আলোচনা সভা ও গুরুকার্যের মধ্য দিয়ে গতকাল রোববার শেষ হয়েছে এবারের লালন স্মরণোৎসব।
গতকাল আখড়াবাড়ি গিয়ে দেখা যায়, এবারের লালন স্মরণোৎসব ঘিরে স্বল্পসংখ্যক সাধু, বাউল ও দর্শনার্থীরা এসেছেন। খণ্ড খণ্ড সাধু আস্তানায় গুরু-শিষ্যের মধ্যে চলছে লালনের জীবন-কর্ম নিয়ে আলোচনা। গানে গানে প্রচার করা হচ্ছে লালনের জাতপাতহীন মানবদর্শন।
সেখানে কথা হয় লালনভক্ত ফকির রশিদ শাহর সঙ্গে। তিনি বলেন, ‘যেহেতু প্রশাসনের মাধ্যমে লালন সাঁইজি আখড়াবাড়ি পরিচালিত হচ্ছে, অতএব প্রশাসনের সিদ্ধান্তই মেনে নিতে হবে। তবে আমরা মূল ভুলে নকল নিয়ে ব্যস্ত থাকছি। এক দিনে তিনটি সেবা হবে না।
কারণ, সেবা তো সময়ান্তে হবে। সময় হাতে না পেয়ে সেবা কীভাবে হবে।’ এই সাধক বলেন, ২৪ ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটা হওয়া উচিত ছিল।
এবার বাউল মেলা ও লালনের গান না হওয়ায় আখড়াবাড়ির মাঠটি অনেকটাই ফাঁকা। গতকাল বেলা ৩টায় লালন আখড়াবাড়ির অডিটরিয়ামে শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেন, ফকির লালন শাহ ছিলেন একজন নির্ভেজাল মানুষ। কিন্তু একক কোনো ধর্মে বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন সব ধর্মের ঊর্ধ্বে মানবতার ধর্মের মানুষ।

রমজানের কারণে এ বছর ম্লান হয়েছে লালন উৎসব। তিন দিনের অনুষ্ঠান এক দিনে শেষ হওয়ায় বাদ গিয়েছে অনেক আনুষ্ঠানিকতা। হয়নি বাউল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লালন অনুসারীদের যে তিনটি সেবা গ্রহণের রীতি ছিল, সেটিও ছোট করে শুধু আলোচনা সভা ও গুরুকার্যের মধ্য দিয়ে শেষ করা হয়েছে। ফলে মনে অপূর্ণতা নিয়েই এবার সাঁইজির ধাম ছেড়েছেন ভক্তরা।
প্রায় ২০০ বছর আগে ফকির লালন সাঁই তাঁর ভক্তদের জড়ো করে দোলপূর্ণিমা তিথিতে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে বসে সাধুসঙ্গ করতেন। গানে গানে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতেন তিনি। সেই রেওয়াজ মোতাবেক এখনো প্রতিবছর উদ্যাপিত হয় লালন স্মরণোৎসব।
সাধারণত দোলপূর্ণিমার সন্ধ্যায় অধিবাসে রাখালসেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শুরু করেন লালন অনুসারীরা। পরদিন সকালে বাল্যসেবা ও দুপুরে পূর্ণসেবা করা হয়ে থাকে। আর তিন দিনব্যাপী লালন একাডেমি মাঠে বাউল মেলা ও লালন মঞ্চে গভীর রাত পর্যন্ত গান পরিবেশন করতেন লালন একাডেমির শিল্পীরা। কিন্তু এবার দোলপূর্ণিমার তিথি পবিত্র রমজানে পড়ায় এসব অনুষ্ঠান কেটে সংক্ষিপ্ত করা হয়েছে। শুধু আলোচনা সভা ও গুরুকার্যের মধ্য দিয়ে গতকাল রোববার শেষ হয়েছে এবারের লালন স্মরণোৎসব।
গতকাল আখড়াবাড়ি গিয়ে দেখা যায়, এবারের লালন স্মরণোৎসব ঘিরে স্বল্পসংখ্যক সাধু, বাউল ও দর্শনার্থীরা এসেছেন। খণ্ড খণ্ড সাধু আস্তানায় গুরু-শিষ্যের মধ্যে চলছে লালনের জীবন-কর্ম নিয়ে আলোচনা। গানে গানে প্রচার করা হচ্ছে লালনের জাতপাতহীন মানবদর্শন।
সেখানে কথা হয় লালনভক্ত ফকির রশিদ শাহর সঙ্গে। তিনি বলেন, ‘যেহেতু প্রশাসনের মাধ্যমে লালন সাঁইজি আখড়াবাড়ি পরিচালিত হচ্ছে, অতএব প্রশাসনের সিদ্ধান্তই মেনে নিতে হবে। তবে আমরা মূল ভুলে নকল নিয়ে ব্যস্ত থাকছি। এক দিনে তিনটি সেবা হবে না।
কারণ, সেবা তো সময়ান্তে হবে। সময় হাতে না পেয়ে সেবা কীভাবে হবে।’ এই সাধক বলেন, ২৪ ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটা হওয়া উচিত ছিল।
এবার বাউল মেলা ও লালনের গান না হওয়ায় আখড়াবাড়ির মাঠটি অনেকটাই ফাঁকা। গতকাল বেলা ৩টায় লালন আখড়াবাড়ির অডিটরিয়ামে শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেন, ফকির লালন শাহ ছিলেন একজন নির্ভেজাল মানুষ। কিন্তু একক কোনো ধর্মে বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন সব ধর্মের ঊর্ধ্বে মানবতার ধর্মের মানুষ।

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
১ ঘণ্টা আগে