Ajker Patrika

ছাত্রীর সন্তানকে কোলে নিয়ে ক্লাস করলেন শিক্ষক

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
ছাত্রীর সন্তানকে কোলে নিয়ে ক্লাস করলেন শিক্ষক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসকিয়া। করোনায় বিয়ে হয়ে যায় তাঁর। বিয়ের পর তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। 

এদিকে দীর্ঘ বন্ধের পর ক্যাম্পাসে শুরু হয় সশরীরে ক্লাস। তাসকিয়া ক্লাসে হাজির হলেন ছেলে সন্তানকে নিয়ে। বাচ্চাকে নিয়ে বসে গেলেন ড. কামরুজ্জামানের ক্লাসে। ক্লাসে কিছুক্ষণ পরপরই বিরক্ত করছিল সে। এতে মনোযোগ বিঘ্নিত হচ্ছিল ছাত্রীর। বিষয়টি চোখে পড়ে ক্লাস শিক্ষক ড. কামরুজ্জামানের। বাচ্চাটিকে কোলে তুলে নেন শিক্ষক। বাকি সময়টা তাকে কোলে নিয়েই ক্লাস করান শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে সেই ছবি রীতিমতো হইচই ফেলে দিয়েছে। প্রশংসায় ভাসছেন তিনি। 

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিভাগের দ্বিতীয় বর্ষের বেসিক ইংলিশের ক্লাস নিতে আসেন অধ্যাপক ড. কামরুজ্জামান। ক্লাস নেওয়ার সময় ছাত্রীর দেড় বছরের ছেলে আবরারের দিকে দৃষ্টি যায় তাঁর। এরপর তিনি তাকে কোলে নিয়ে পুরো ক্লাস করান। 

এ বিষয়ে ড. কামরুজ্জামান বলেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে সব সময় বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করি। আজ ক্লাস নেওয়ার সময় দেখি, আমার ছাত্রী সন্তান নিয়ে ক্লাসে এসেছেন। তার সুবিধার্থে আমি বাচ্চাটিকে কোলে নিয়ে ক্লাস করাই। আমি মনে করি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কটি সৌহার্দ্যপূর্ণ হলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী ও আগ্রহী হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত