কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া অবৈধ ইটভাটাগুলো পুনরায় সচল করার অভিযোগ পাওয়া গেছে। ভাটাগুলো উপজেলার চরসাদীপুর ইউনিয়নে অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ৭ ডিসেম্বর চরসাদীপুর ইউনিয়নে অভিযান চালায় জেলা পরিবেশ অধিদপ্তর। অভিযানে ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনা করার অপরাধে ছয়টি ভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয় ভাটার পাঁচটিকেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ইনফোর্সম্যান শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা পারভিন।
চরসাদীপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রায় ২৫ বর্গকিলোমিটারের ইউনিয়নটি পদ্মা নদীর পারে অবস্থিত। তার মধ্যে পদ্মা নদীতে ভেঙে গেছে প্রায় পাঁচ বর্গকিলোমিটার। এখানে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। ইটভাটা রয়েছে ছোট-বড় মিলিয়ে ১৮টি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযানের মাত্র দুই দিন পরেই আবারও চালু করা হয়েছে এসব অবৈধ ইটভাটা। অর্থের প্রভাবে পুনরায় চালু হয়েছে। ফলে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অনুমোদনহীন এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে গাছের গুঁড়ি ও খড়ি। আর ইট তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে ফসলি জমির উর্বর মাটি।’
ইটভাটার মালিক মো. জুলহক মণ্ডল বলেন, ‘সেদিন স্যারেরা ভাটা ভেঙে দিয়ে দেড় লাখ টাকা নিয়েছিল। পরে রসিদ দিয়ে বলেছিল, এবার চালান। সামনের বছর আর চালানো যাবে না। তাই আবার ভাটার কাজ শুরু করেছি। আমরা তো সভাপতি শহিদের মাধ্যমে প্রশাসনকে টাকা দিয়েই ভাটা চালাই।’
এ বিষয়ে চরসাদীপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. শহিদ উদ্দিন বলেন, ‘আমরা গরিব মানুষ। ইটভাটা তৈরি করে ফেলেছি। তাই পরিবেশ অধিদপ্তরের স্যারেরা বলেছেন এই বছরটা ভাটা চালান। তবে ভাটা চালানোর জন্য কাউকে টাকা দিই না।’
অবৈধ ইটভাটার বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান মুঠোফোনে বলেন, ‘অবৈধ ইটভাটাগুলো অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে এবং গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইটভাটা চালু করলে আবারও অভিযান পরিচালনা করা হবে।’

কুষ্টিয়ার কুমারখালীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া অবৈধ ইটভাটাগুলো পুনরায় সচল করার অভিযোগ পাওয়া গেছে। ভাটাগুলো উপজেলার চরসাদীপুর ইউনিয়নে অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ৭ ডিসেম্বর চরসাদীপুর ইউনিয়নে অভিযান চালায় জেলা পরিবেশ অধিদপ্তর। অভিযানে ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনা করার অপরাধে ছয়টি ভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয় ভাটার পাঁচটিকেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ইনফোর্সম্যান শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা পারভিন।
চরসাদীপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রায় ২৫ বর্গকিলোমিটারের ইউনিয়নটি পদ্মা নদীর পারে অবস্থিত। তার মধ্যে পদ্মা নদীতে ভেঙে গেছে প্রায় পাঁচ বর্গকিলোমিটার। এখানে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। ইটভাটা রয়েছে ছোট-বড় মিলিয়ে ১৮টি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযানের মাত্র দুই দিন পরেই আবারও চালু করা হয়েছে এসব অবৈধ ইটভাটা। অর্থের প্রভাবে পুনরায় চালু হয়েছে। ফলে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অনুমোদনহীন এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে গাছের গুঁড়ি ও খড়ি। আর ইট তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে ফসলি জমির উর্বর মাটি।’
ইটভাটার মালিক মো. জুলহক মণ্ডল বলেন, ‘সেদিন স্যারেরা ভাটা ভেঙে দিয়ে দেড় লাখ টাকা নিয়েছিল। পরে রসিদ দিয়ে বলেছিল, এবার চালান। সামনের বছর আর চালানো যাবে না। তাই আবার ভাটার কাজ শুরু করেছি। আমরা তো সভাপতি শহিদের মাধ্যমে প্রশাসনকে টাকা দিয়েই ভাটা চালাই।’
এ বিষয়ে চরসাদীপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. শহিদ উদ্দিন বলেন, ‘আমরা গরিব মানুষ। ইটভাটা তৈরি করে ফেলেছি। তাই পরিবেশ অধিদপ্তরের স্যারেরা বলেছেন এই বছরটা ভাটা চালান। তবে ভাটা চালানোর জন্য কাউকে টাকা দিই না।’
অবৈধ ইটভাটার বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান মুঠোফোনে বলেন, ‘অবৈধ ইটভাটাগুলো অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে এবং গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইটভাটা চালু করলে আবারও অভিযান পরিচালনা করা হবে।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৪৩ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে