কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীর বাসিন্দা চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় আরেক অভিযুক্ত কদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (নাগেশ্বরী আমলি আদালত) আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন কদুর। আদালতের বিচারক আয়েশা সিদ্দিকা আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জিআরও সাজ্জাদ জানান, রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় কদুর রহমান এজাহারভুক্ত দুই নম্বর আসামি। আজ তিনি আদালতে আত্মসমর্পণ করে তাঁর আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে কোর্ট ওয়ারেন্টের মাধ্যমে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের ডুবুরির ব্রিজের কাছে কবির ওপর হামলা করেন ওই গ্রামের দিনমজুর রফিকুল ইসলাম। পূর্ব শত্রুতার জেরে হওয়া ওই হামলায় পিঠে ও ঘাড়ে আঘাত পেয়ে ওই দিনই নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন রাধাপদ।
পরে কবির ছেলে যুগল রায় বাদী হয়ে অভিযুক্ত রফিকুল ও তাঁর বড় ভাই কদুর রহমানকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করেন। পরে গত ৪ অক্টোবর মূল অভিযুক্ত রফিকুল ইসলাম জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ওই দিনই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রফিকুল কবি রাধাপদকে ধাক্কা দিলে উভয়ের ধস্তাধস্তিতে রাস্তার পাশে থাকা শামুকের স্তূপে পড়ে আঘাত পান কবি। সেসময় সেখানে স্থানীয় কয়েক যুবক উপস্থিত ছিলেন। তবে সেখানে রফিকুলের বড় ভাই কদুর রহমান উপস্থিত ছিলেন না।
কদুরের আইনজীবী লাল মিয়া লিটু বলেন, ‘আমরা জামিন চেয়ে আবেদন করেছি। রাষ্ট্রপক্ষ মামলাকে চাঞ্চল্যকর দাবি করে বিরোধিতা করেছে। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

কুড়িগ্রামের নাগেশ্বরীর বাসিন্দা চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় আরেক অভিযুক্ত কদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (নাগেশ্বরী আমলি আদালত) আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন কদুর। আদালতের বিচারক আয়েশা সিদ্দিকা আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জিআরও সাজ্জাদ জানান, রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় কদুর রহমান এজাহারভুক্ত দুই নম্বর আসামি। আজ তিনি আদালতে আত্মসমর্পণ করে তাঁর আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে কোর্ট ওয়ারেন্টের মাধ্যমে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের ডুবুরির ব্রিজের কাছে কবির ওপর হামলা করেন ওই গ্রামের দিনমজুর রফিকুল ইসলাম। পূর্ব শত্রুতার জেরে হওয়া ওই হামলায় পিঠে ও ঘাড়ে আঘাত পেয়ে ওই দিনই নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন রাধাপদ।
পরে কবির ছেলে যুগল রায় বাদী হয়ে অভিযুক্ত রফিকুল ও তাঁর বড় ভাই কদুর রহমানকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করেন। পরে গত ৪ অক্টোবর মূল অভিযুক্ত রফিকুল ইসলাম জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ওই দিনই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রফিকুল কবি রাধাপদকে ধাক্কা দিলে উভয়ের ধস্তাধস্তিতে রাস্তার পাশে থাকা শামুকের স্তূপে পড়ে আঘাত পান কবি। সেসময় সেখানে স্থানীয় কয়েক যুবক উপস্থিত ছিলেন। তবে সেখানে রফিকুলের বড় ভাই কদুর রহমান উপস্থিত ছিলেন না।
কদুরের আইনজীবী লাল মিয়া লিটু বলেন, ‘আমরা জামিন চেয়ে আবেদন করেছি। রাষ্ট্রপক্ষ মামলাকে চাঞ্চল্যকর দাবি করে বিরোধিতা করেছে। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
৭ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩৭ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে